নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবি: আমি তোমাকে ভালবাসি শায়লা
_____তুমি ছাড়া নিঃস্ব আমি পোড়ে পোড়ে যেন কয়লা।
শায়লা: আমি শায়লা সেন;
_____হিন্দু আমি কি আজিব স্বপ্ন দেখ?
_____সমাজ তোমায় করবে ঘৃণা তাই
_____সর্বনাশি এই কামনা আড়াল করে রাখো?
কবি: তবে মানুষে মানুষে মিলন হবে
_____প্রেমের কাছে জাত কূলমান সব বিলীন হবে।
শায়লা: ওসব কল্পকথার মায়াজালে আটকে যেয়ো নাকো
_____পরীর রাজ্যের পরী আমি তাই দূরে দূরেই থাকো।
কবি: এটি কেমন কথা
_____রক্ত মাংসে মানুষ তুমি করছো বাচালতা।
শায়লা: ভাইয়া এইটি আমার লেখা…..পড়
_____দয়া করে লিখাটি পড়ে জলদি কমেন্ট কর।
কবি: করছি কমেন্ট এখনই
_____হাত ইশারায় ডাকলেও সখি পাবে আমায় তখনই।
শায়লা: ভাইয়া সবার সঙ্গে তোমার প্রেম ব্যাপারটি ঠিক নয়
_____আমার সঙ্গে বলবে যা বলার অন্য কাউকে নয়।
কবি: অন্য কাউকে বাসিনা ভাল
_____ওসব মিথ্যে কথা
_____তুমিই প্রথম তুমিই শেষ
_____বাকী সব বাহুল্যতা।
শায়লা: সবাইকে নিয়ে কবিতা লিখ
_____তুমি আনেক পচা
_____প্রিয়তমেষু ,স্বর্ণকমল কখনো বনলতা
_____তাই তোমার সঙ্গে আড়ি আমার
_____এটাই শেষ কথা।
কবি: বলছো এসব কি?
_____তুমি আমার স্বর্গ নরক সত্যি বলছি।
_____দিব্যি আমার প্রেমের
_____ওসব নামে ভালবেসে তোমায় একেছি।
শায়লা: আচ্ছা সবই মেনে নিলাম
_____তবু পরিবারে অবাধ্য হয়ে ভালবেসেছিলাম
কবি: আমায় বিয়ে কর
_____বিয়ের পরে করবো ম্যানেজ একটু বিশ্বাস করো
_____আমায় একটু বিশ্বাস করো।
শায়লা: কাছের সকল জনে মন্দ তোমায় বলে
_____এমন লোকের সঙ্গে বলো সংসার গড়া কি চলে?
কবি: ভালমন্দ স্রষ্টা জানে তারা বলার কে?
_____নিজেকে তারা চিনে না এখনো আমায় চিনেছে !
_____ওদের কথা ভ্রম আমাদের প্রেম ঠিক
_____আমায় নিয়েই থাকবে সুখে নিয়ে মুখরিত চারিদিক।
শায়লা: তোমার সঙ্গে কোন কিছুর মিল হয়না আমার
_____আমি হলাম রাজকন্যা তুমি কামার কুমার
_____দেখতে তুমি মোটেই ভাল নয় আমি পরীর মত
_____এমন জুটি দেখে সবাই হাসবে অবিরত।
কবি: বলছো এসব কি ?
_____আমার চোখে পৃথিবী দেখতে কথাটি মিথ্যে কি?
_____কত রূপসীর প্রেম নিবেদনে আমি বলেছি না
_____তোমার পাশে আমি বেমানান! কথাটি ঠিক না
_____তুমি আমি সোনায় সোহাগা একটু ভেবে দেখো
_____ভালবাসায় সব মিলে যায় কথাটি মনে রেখো।
শায়লা: সত্য কথা থাকে না চাপা
_____বহুগামী তুমি নিজ মুখে স্বীকার করলে তা
_____তোমায় হৃদয় সপে করেছি মস্ত ভুল
_____এসব ভেবে মনোকষ্টে ছিড়ছি মাথার চুল।
কবি: তোমার প্রেমের দিব্যি দিয়ে বলছি
_____ফুলের মত পবিত্র এ মনে শায়লা শায়লা জপছি।
শায়লা: তুমি একটা পার্ভার্ট এই কথাটি ঠিক
_____এমন কিছু সবাই বলে শুনেছি চারিদিক।
কবি: আমার সকল কবিতাগুলি থাকে তোমায় ঘিরে
_____তুমি বিহনে মরবে তারা পাড়ায় ঘুরে ঘুরে।
শায়লা: কি অখাদ্য সব লিখো
_____ওসব কবিতা খুবই খারাপ মিথ্যে সবই বকো।
কবি: যেসব কবিতা অন্তরে পোষো আজ বস্তা পঁচা হলো
_____কবিজনম ব্যর্থ আমার তাই আখি ছলো ছলো।
শায়লা: ন্যাকামো করো না আর
_____অখাদ্য সব কবিতা সঙ্গে নিয়ে হও পগারপার।
কবি: এদেশে থেকে করবো কি আর
_____অন্যদেশে পরে রই
_____তোমায় নিয়ে কবিতা লিখে করবো অমর
_____যতদিন বেঁচে রই।
_____কবিতা তোমার প্রেমপীরিতি
_____কবিতা গলার মালা
_____আমার কবিতার সঙ্গে সহবাসে
_____কাটুক তোমার বেলা।
_____কবিতা সখি ,কবিতা পতি, কবিতাই তোমার সন্তান;
_____অনেক দূরে হারিয়ে গেলাম করোনা মোর সন্ধান।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
আপনার ভাল লাগায় কৃতজ্ঞতা ।
২| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বোদ্ধ কি ধর্ম অর্থে?
বৌদ্ধ না শব্দটা?
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার ছন্দ মেলাতে ওমনটা লিখেছিলাম সুপ্রিয় কবি।
ঠিক করে দিলাম ।
ধন্যবাদ। শুভকামনা থাকলো ।
০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কবি শব্দটাই বাদ দিয়ে দিলাম। আসলে সত্য ব্যাপারেই সবার খটকা লাগে।
মিথ্যাগুলো সবাই বিশ্বাস করে ।আজিব ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখোয়াড় বলেছেন:
অবিরাম লিখে যাওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই।
একটি ব্যতিক্রমী লেখা। সেই ভালবাসার মতো ভাললাগার।
শুভেচ্ছা সেলিম ভাই।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় ধন্যবাদ ।
আলাউদ্দিন ভাই ।খবর কি আপনার ? ভাল আছেন নিশ্চয়।
নিরন্তর শুভকামনা থাকলো।
৪| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২
শাবা বলেছেন: ব্যতিক্রমী সুন্দর কবিতা।
বৌদ্ধদের পারিবারিক পদবী সেন হয় না, হয় বড়ুয়া।
ধন্যবাদ কবি।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ওটা তো দূষ্টমী করে বলেছে।বলে ধরা খেয়েছে।
৫| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখোয়াড় বলেছেন:
অবিরাম লিখে যাওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই।
একটি ব্যতিক্রমী লেখা। সেই ভালবাসার মতো ভাললাগার।
শুভেচ্ছা সেলিম ভাই।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াসলিটন বলেছেন: আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখোয়াড় বলেছেন:
অবিরাম লিখে যাওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই।
একটি ব্যতিক্রমী লেখা। সেই ভালবাসার মতো ভাললাগার।
শুভেচ্ছা সেলিম ভাই।
ধন্যবাদ লিটন ভাই। তিন জন প্রখ্যাত ব্লগারে সমান মানের ক্রিটিকস পেয়ে আনন্দিত ।উৎসাহিত। এমন একটা কবিতা মাথায় ঘুরপাক খাচ্ছিল । সেটার একটা সুরাহা করলাম ।
৬| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৯
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভালো লাগলো । সামুতে 'শায়লা' নামের একজন ব্লগার আছেন বোধ হয় । কিছুটা কৌতুহলী ছিলাম নামটা দেখে ।
শুভকামনা রইলো ।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: এই নামের কোন ব্লগারকে চিনিনা আমি।
এটা একটি কবিতা প্রচেষ্টা মাত্র
এই নাম নিয়ে অনেক ব্লগার গল্প লিখেছেন জানি।
আমি প্রথম কবিতা লিখলাম ।
যাই হোক কমেন্ট ধন্যবাদ।
৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রেমে অধ্যাবসায় লাগে, যেমন লাগে কবিতায়।
কবিতা এবং প্রেম - উভয়েরই অধ্যাবসায় একসাথে পেলাম।
কবির বাসনা পূরণ হোক!
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা।
৮| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: আরে মজার তো !!!
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুমন কর ।
৯| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৬
ডট কম ০০৯ বলেছেন: অন্যরকম টেস্ট পেলাম।
গতানুগতিক নয়।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আরে এটা একটা ফান পোস্ট ধরে নিতে পারেন ।
শুভসকাল ।
১০| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৪
লিরিকস বলেছেন: +
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । কোথায় আপনি লিরিকস ? এমি এখন দেশে ।
১১| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩০
সুমাইয়া আলো বলেছেন: শায়লা আর কবির বাক্যালাপ, অসাধারণ, চমৎকার এক কথায় কবিতা পড়ে আমি পুরাই ফিদা
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫
লেখোয়াড় বলেছেন:
অবিরাম লিখে যাওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই।
একটি ব্যতিক্রমী লেখা। সেই ভালবাসার মতো ভাললাগার।
সেলিম।