নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অবুঝ প্রেয়সী

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৭





আমি কান পেতে বাতাসের গান শুনেছি

শুনেছি শো শো শব্দে সাগরের উথালি পাথালি ঢেউ

সমুদ্র সমটতে ভেঙে ভেঙে সমুদ্রের ক্রন্দন বুঝেছি

গভীর প্রেমে নিমগ্ন এক আত্না খুঁজেছি।



হযতো কেহ সন্তর্পনে শুনেছিল তীর ভাঙা সেই ঢেউ

আমি নিরবে দুটি দীর্ঘশ্বাস ছেড়েছি

হয়তো বুঝতে পারেনি তা কেউ

তখন হৃদয় দিয়ে প্রেরণা্ খুঁজেছি বুঝনি তুমি সেও।



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৬

নুরএমডিচৌধূরী বলেছেন: কয়েক বার পড়েছি কথার বচন ামার খুব ভাল লেগেছে

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লাগায় ধন্যবাদ।ছন্দ নিয়ে নতুন ধরণের এক্সপেরিম্যান্ট চালালাম। পুরুনো কবিতার নিয়ম সব সময় মানতে হবে এটা মানিনা আমি ।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

দিন দিন আপনার কবিতার ধার বেড়েই চলেছে।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়।

কবিতা লিখে লিখে একদিন কবিগুরু হয়ে যাবো।

ওনি তো আর বিজ্ঞানী ছিলেন না আমি কিন্তু ..........................

কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মামুন ভাই ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সমুদ্রের ঢেউয়ের মতই আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে ----

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।


১ ২১১ ২১২২ :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে কবিতা। সুন্দর।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাললেগেছে জেনে প্রীত হলাম ।

ভাল থাকবেন এই শুভকামনা কবি । :)

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে ভাল লাগা।++

কান্ডারি অথর্ব বলেছেন:

দিন দিন আপনার কবিতার ধার বেড়েই চলেছে।+

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

ধার বাড়তে বাড়তে একসময় কাচ কাটা হীরা হয়ে যাবো।

দেশের বাইরে এসে আমার ভিতেরে কথার সাগর জমেছে।বোধ হয় অনেক গুলো রম্য অনেক গুলো গল্প আর অনেক গুলি কবিতা গুতোগুতি করছে মনের ভিতরে।

কৌশিকদার রেকর্ড ভেঙে যেতে পারে। B-) !:#P =p~

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে ভাল লাগা।++

কান্ডারি অথর্ব বলেছেন:

দিন দিন আপনার কবিতার ধার বেড়েই চলেছে।+

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪

এম এ কাশেম বলেছেন: চমৎকার আনোয়ার ভাই

শুভ কামনা।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



হুমমমমম..... সমুদ্র যে কাঁদছে গোপনে গোপনে তা দেখছি ।

আর কবিতার শরীরে হাত বুলিয়ে বুঝলুম ----

তীর ভাঙা ঢেউ আর
নীড় ভাঙা ঝড়
তারই মাঝে প্রেম যেন
গড়ে খেলাঘর ......

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

মান্না দের চমৎকার একটি গান মনে করিয়ে দিলেন।

আমার প্রিয় গান পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন

কফি হাউস

সবাই তো সুখী হতে চায়

.......................

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯

জাহাঙ্গীর জান বলেছেন: ভালো লেগেছে অনেক সুন্দর কবিতা ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: ছন্দ নিয়ে নতুন ধরণের এক্সপেরিম্যান্ট চালালাম। পুরুনো কবিতার নিয়ম সব সময় মানতে হবে এটা মানিনা আমি ।

ভালো উদ্যোগ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: এটা এই ছন্দের প্রথম কবিতা।গত রাতে ভেবে বেড় করেছি। চেষ্টা করবো এই ফরমেন্টে ভাল কবিতা লিখতে ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ স্বপ্নবাজ অভি।নিরন্তর শুভকামনা ।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
You're a real blogger!

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: তুমি যেহেতু স্বীকৃতি দিয়েছো সেহেতু আসলেই রিয়েল পুরুষ মানে রিয়েল ব্লগার । :P

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা অনেক অনেক ভাল থেকো কদমফুল মিস্টি বকুল । :) :)

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

সুমন কর বলেছেন: ভাল লাগল।

দৈনিক একটি পোস্ট দিলেই ভাল হয়।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: চাই তো একটা দিতে পারিনা সুমন কর। রম্য গল্প কবিতা ভ্রমন এত ধরনের পোস্ট যে একটা দিয়ে পোষায় না ;)


সুন্দর সাজেশনে ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই এই ধার এভাবেই বাড়তে থাকুক দোয়া করি। শুধু হীরা কেন একদিন হৃদয় পর্যন্ত কেটে যাবে এই ধারে এমনটাই কামনা করি।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কামনায় ধন্যবাদ।

তাই যেন হয়
আমাকে দেখে পরীর দলের মনে
প্রেম যেন হয়।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আবার জীগস !!!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তোমার কবিতা চমৎকার হয়েছে ।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


থ্যাংকস ভাই। :)

২০| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: অনেক অনেক ভালোলাগা কবিতায় । পুরোদস্তুর কবি হয়ে উঠলেন সেলিম আনোয়ার :)
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.