নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ অবাক জোছনায় আলোকিত ধরনী
রুপোলী আলোর রাতে মেলেছি দুনয়ন যখনী
হৃদয়ের গহীনে লেগেছে কাঁপন
সে যেন আজ আপনের আপন।
মিথ্যে এই ধরাভূমে গড়েছি আবাস
চন্দ্রাহত মন যেন তাই দারুন হতাশ।
কি নেশা সঞ্চারিলি!
কিসের সে দীপাবলী!
কি করিলি রে!
কার অভিসারে!
ছুটে চলেছি একলারাতে
রক্তক্ষরণ তাই হৃদয়টাতে।
জানি ঘুমিয়েছে সবাই ফুল শয্যায়
আমি জেগে আছি তোরই কামনায়।
চন্দ্রাহত রে!
এই চন্দ্রপ্রহরে,
তোর ভরা যৌবনে চেয়ে
প্রেমে ভরা হৃদয় নিয়ে;
জেগেছি সারারাত
দু আখি মোদিনী রে!
আজ রুপোলী আলোয় মেতেছে যারা বিশ্ব
আজ চন্দ্রাহত মন সব হারিয়ে যেন নিঃস্ব।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আজকের চাদ এমনই তীব্র।মনে হবে টর্চ লাইট।মলয়েশিয়ায় বৃষ্টি ছিল ।
২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪১
আরজু মুন জারিন বলেছেন: আজ অবাক জোছনায় আলোকিত ধরনী
রুপোলী আলোর রাতে মেলেছি দুনয়ন যখনী
হৃদয়ের গহীনে লেগেছে কাঁপন
সে যেন আজ আপনের আপন।
অনেক সুন্দর লিখা। শুভেচ্ছা সেলিম ভাই।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্কদর মেন্টে ধন্যবাদ আরজু মুন জারিন।
রাগের ইমু কেনু?
৩| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪২
সুমাইয়া আলো বলেছেন: সব হারিয়ে নিঃস্ব কেন?
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সম্প্রদানে প্রেম। নিঃস্ব তার পরিণতি ।তাই
৪| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইল +++
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: জোছনা রাতের কবিতা। এভাবেই ধরা পড়লো আমার অদক্ষ কলমে।
লিখেছি যখন এখানে রাত চারটা বাজে ।
৫| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মিথ্যে এই ধরাভূমে গড়েছি আবাস
চন্দ্রাহত মন যেন তাই দারুন হতাশ।++++
জোছনালোকিত কবিতা ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৬| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুমন কর ।নিরন্তর শুভকামনা ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুমন কর ।নিরন্তর শুভকামনা ।
৭| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: এটা কিন্তু সুন্দর একটা গান হতে পারে !
সুর হলেই হবে !
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৭
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: চাঁদ না টর্চের আল বুঝতাছি না