নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রাগলে তোমায় চন্দ্রাবতী
দেখতে লাগে মিষ্টি অতি।
ঠোঁট ফুলিয়ে তুমি রাখ যদি
এ মনে বয়ে যায় প্রেমের নদী।
বাঁকা ঠোঁটের হাসিতে তোমার
যাই ভুলে যাই ব্যথার পাহাড়।
কন্ঠে তোমার মধুর নহর
দানো এ মনে সুখের প্রহর।
ঐ চন্দ্রমুখের অবজ্ঞা কথন
এ প্রাণে আনে কামনা কাঁপন।
হৃদয় তোমার বেশ তো কোমল
আমায় নিয়ে জানি দেখছো স্বপন,
লোক লজ্জায় সব করছ গোপন।
চন্দ্রাবতী যখন মেকি রাগে দেখতে জানি যে দারুন লাগে
তাই লালশাড়িতে বউ সাজিয়ে বাঁধবো তারে অনুরাগে।
চন্দ্রাবতী আবার তুমি ঠোঁট ফুলিয়ে মেকি আহলাদে রাগবে যখন
সেই প্রহরে পরম আদরে এ বাহুডোরে তোমায় বাঁধবো তখন ।
--------------------------------------------
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
মৃদুল শ্রাবন বলেছেন: নতুন রুপে আপনাকে বেশ ভালোই লাগছে। চন্দ্রাবতীর মেকি রাগ আপনার সুখ বয়ে আনুক এই কামনায়........
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।
অশেষ কৃতজ্ঞতা । আর নিরন্তর শুভকামনা ।
৩| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
নাসরিন চৌধুরী বলেছেন: ঠোঁট ও বাঁধব শব্দগুলোতে চন্দ্রবিন্দু নাই ক্যান ?
আমার কি দোষ---আপনার পোষ্টে এলেই এমন হয়।
চন্দ্রাবতীর রাগ ভাঙ্গুক----
লেখা ভাল লাগল ----
সেলিম ভাই , আমার উপর বিরক্ত হইয়েননা ----
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: চন্দ্রবিন্দু নিয়ে এত দুশিচন্তা কেন গো?
সবগুলোতে চন্দ্রবিন্দু দিলুম।
শুভকামনায় ও পাঠে ধন্যবাদ চন্দ্রবিন্দু কন্যা ।
আর শুভকামনা নিরন্তর ।
৪| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪
নীলসাধু বলেছেন: বাহ চমৎকার চন্দ্র কাব্য!
ভালোবাসা রইল সেলিম ভাই!
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো নীল সাধু ।
৫| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৫
পিয়ালী দও বলেছেন: খুব ভাল লাগল
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সেই তুমি টা কে ঠিক চিনলাম নাতো সেলিম ভাই ?
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সেই তুমিটা আকাশলীনা পরীর দেশে বাস
স্রষ্টা তারে ভুল বুঝিয়ে করছে উপহাস ।
৭| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭
জুন বলেছেন: চন্দ্রাবতীর পরিচয় জানতে চাই
কবিতা ভালো হয়েছে অনেক ।
+
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
অচিনপুরের পরী সে যে হৃদয়মাঝে বাস
দুঃখ হয়ে বাজছে মনে খোদার বারোমাস ।
৮| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১
নীল ভোমরা বলেছেন: জোর করে ছন্দ মেলানোর চেষ্টা করা হয়েছে মনে হচ্ছে! শুভকামনা!
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: জোর করে ছন্দ নয় মাত্রা মেলানো প্রচেষ্টা হয়েছে। এখন মাত্রা কিছুটা ইগনোর করে লিখেছি দেখবেন কবিতায় ছন্দ আগের চেয়ে ন্যাচারাল।
মাত্রা গুলো দিচ্ছে জ্বালা
ছন্দরা সব কাদছে মেলা ।
৯| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: চমত্কার কবিতা। তো কাকে নিয়ে লেখা?
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কাকে নিয়ে লেখা?
এটা কিন্তু কাউকে ক্ষেপানোর জন্য নয়
এটা রাগ প্রশমনের কবিতা।
১০| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬
মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর ।
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫২
জাহাঙ্গীর জান বলেছেন: চন্দ্রাবতী যখন মেকি রাগে দেখতে জানি যে দারুন লাগে,তাই লাল শাড়িতে বউ সাজিয়ে বাঁধবো তারে অনুরাগে, চমৎকার ।
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১২| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম, প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় অগ্রজ ।
ভাল থাকবেন সবসময় ।
১৩| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
সাজিদ উল হক আবির বলেছেন: নূতন ছন্দে পুরনো কিছু অনুভূতি!
সুন্দর প্রয়াস সেলিম ভাই!
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ আবির। ভাল থাকবেন ।
১৪| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি আপনার চন্দ্রাবতী ও চন্দ্রমুখী একই জনতো ?
কবিতা ভাল হয়েছে ।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বলেন লিটন ভাই ...........অপসরা থেকে ...য়মা........চন্দ্রাবতী....চন্দ্রমুখী সব একজনই ।
১৫| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬
ফা হিম বলেছেন: ++++++++++++
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চন্দ্রাবতী আবার তুমি ঠোট ফুলিয়ে মেকি আহলাদে রাগবে যখন
সেই প্রহরে পরম আদরে সেই তোমারে এ বাহুডোরে বাধবো তখন ।
-------------------------------------------------
+++++++