নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আর কতকাল বল কানামাছি তুমি খেলবে?

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪





আমার গায়ে মেদ জমেছে তোমার প্রতীক্ষায় বসে থেকে থেকে

আমার প্রেমগুলি মেতেছে শুধু তোমার প্রতিকৃতি এঁকে এঁকে।



কত রজনী অনিদ্রায় কাটিয়েছি তার ইয়াত্তা নেই

কত শকুনের ঠোকর খেয়েছি কত মরুভূমি সিক্ত করেছি জানা নেই

কতচন্দ্ররাতে হেঁটে চলেছি কামনা তেজেছি সেই যে পথের কোন অন্ত নেই।



যদি কষ্ট দিয়ে থাকি হৃদয় মন্দিরে তব সেটিও তোমায় পাবার জন্যে

কষ্টের প্রতিদানে একেকটা সাগর আদর গড়েছি এ হৃদয়ে হয়ে হন্যে।



এর কোনটিকে মিথ্যে বলবে তুমি?

আমার এই প্রেম ধ্রুবতারার মত সত্য জানে যে অন্তর্যামী।



আর কতকাল বল কানামাছি খেলবে তুমি?

আর কতকাল এ কামনার দেহ থাকবে মরুভূমি?



তোমায় বাঁধনে বাঁধবো বলে কত জনে করেছি পর

তোমার সাধনায় ব্যস্ত প্রহর কাটিয়েছি যে দিনভর।



কর্মময় এই জীবনে কতবার অালস্য করেছে ভর মাথার উপর

কতগুলো দুপুর না খেয়ে কাটিয়েছি গড়েছি বালিয়ারি গড়েছি নিঝুম চর।

সব ব্যথাকে ভুলে এ মন তোমাকে পেলে হবে জানি সে ধন্য

তোমার এ ভালবাসা অশ্রদ্ধা করেনি করেনি তারে পণ্য।



বল এর কোনটিকে তুমি মিথ্যে বলবে ?

আর কতকাল বল কানামাছি তুমি খেলবে?

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: তোমায় বাঁধনে বাঁধবো বলে কত জনে করেছি পর
তোমার সাধনায় ব্যস্ত প্রহর কাটিয়েছি যে দিনভর।
কবিতায় ভাললাগা +

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

ময়নামতি বলেছেন: এর কোনটিকে মিথ্যে বলবে তুমি?
আমার এই প্রেম ধ্রবতারার মত সত্য জানে যে অন্তর্যামী।

ভাল লাগল আপনার কানামাশি কবিতা।+++

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ সুপ্রিয় ময়নামতি।


ভাল থাকবেন নিরন্তর এই শুভকামনা ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

ময়নামতি বলেছেন: ভাল লাগল আপনার কানামাছি কবিতা। +++++++

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আবারো ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিশাল কবিতা। কেমনে পারেন!

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন সুপ্রিয় কবি। আপনার লেখা কবিতা বরবরই আমার ভাল লাগে।

এটা বলতে পারে ১মাসে আশিটি কবিতা লিখা আমার পক্ষে অসম্ভব নয়!

সেগুলো কেমন মানের হবে তা জানি না।

অনেকগুলি ভাবনা কবিতায় রূপ দিতে পারি না সময়ের অভাবে।

আপনার কমেন্টে উৎসাহ বোধ করছি।

কমেন্টে অনেক ধন্যবাদ কবি ভাল থাকবেন সব সময় ।

৫| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৭

মামুন ইসলাম বলেছেন: আর কতকাল বল কানামাছি তুমি খেলবে?


জীবনের শেষ প্রহর পযন্ত ওরা কানামছি খেলবে কারন ওরা যা পারে
আমরা তা পারি না পৌরষর্তের কারনে । ধন্যবাদ সেলিম ভাইয়া ভাল
হয়েছে ।

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।

আমি কবিতা লিখতে। কবিতার উষ্ণতায় নারীর শীতল হৃদয় একদিন উষ্ণ হবে। একদিন সুখ শয্যায় আর এ কবিতা কথা বলবে।
সফলতা সময়ের ব্যাপার মাত্র ।

ভাল থাকবেন সবসময় ।

৬| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

কালের সময় বলেছেন: সব ব্যাথাকে ভুলে এ মন তোমাকে পেলে হবে জানি সে ধন্য
তোমার এ ভালবাসা অশ্রদ্ধা করেনি করেনি তারে পণ্য
সুন্দর লেখেছন সেলিম ভাই +++++

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪

সুমাইয়া আলো বলেছেন: এত কবিতা কেমনে লেখেন কবি!!

কবিতায় ♥♥♥♥♥

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুমাইয়া আলো
পরী করেছে ভর মাথার উপর । :!>

এটাই রহস্য ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: হেটে-- হেঁটে
ধ্রব--ধ্রুব
ব্যাথা---ব্যথা


কবিতায় অনেক ভাল লাগা। আর মিসিংগুলো ইচ্ছা করে কি?

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভুল ধরার মধ্যে একটা আনন্দ আছে। ভুলগুলো না থাকলে কি আর আপনাকে ব্লগে আনা যেত? যেরকম মন খারাপ করে বসেছিলেন।

ঠিক করে দিলাম। আরে চেক করেন দেখেন আরো ভুল পাওয়া যায় কিনা?

কমেন্টে পাঠে ও কবিতা শুদ্ধিকরণে অনেক ধন্যবাদ আর ভাল লাগা ।

৯| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কানামাছি খেলা ভালো না , এইটা ছোটদের খেলা !
আপনি মাশ-আল্লাহ অনেক বড় হইছেন !
কবিতায় ভালোলাগা !

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
বড় হয়েছি মাশা আল্লাহ এখন পরী বুঝলেই হয় ।

১০| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আর কতকাল বল কানামাছি খেলবে তুমি?

উফ !!! সেকি আর্তনাদ.... এমন আর্তনাদে গাছের পাতা পর্যন্ত কেঁদে উঠে আর সেখানে কেন যে মানুষগুলো বোঝেনা ? মানুষের হৃদয় বলে কি কিছু আছে ???

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আর কান্ডারী বলনা।
আমার দুঃসময়ে সেই দিতো মোরে স্বান্তনা।
আমাকে পরম মমতায় কাছে টেনে আশ্রয় দিত।
আমাকে বটবৃক্ষের মত ছায়া দিত।
কেন সে লুকিয়ে লুকিয়ে আমায় ভালবাসবে
আমার যদি চলার পথে এত এত ভুল থাকে
আমাকে কাছে টেনে নিলেই পারে।
এই যে এত দূরে আছি ওর ভালবাসা বুকে নিয়ে আছি।
এতটুকু না দিলে সে কিসের সাংস্কৃতিক আন্দোলন করবে।

আন্দোলন করেছি তো আমি।

আমি রাজপথের এক পরীক্ষীত সৈনিক। কখনো বা সেনাপতি।
এগুলো তো মিছে নয়।

তারপরও কেন অন্য কারো কথায় বিভ্রান্ত হবে?


১১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

আরজু মুন জারিন বলেছেন: আমার গায়ে মেদ জমেছে তোমার প্রতীক্ষায় বসে থেকে থেকে
আমার প্রেমগুলি মেতেছে শুধু তোমার প্রতিকৃতি এঁকে এঁকে। X(( X( :-P

চোখ বন্ধ আমার। পায়ের মেদ দেখছিনা। মজার কবিতা। অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ জুলিয়েট জি।
চোখ বন্ধ রাখলে কি চলে?

জমেছে জমেছে পায়্রেও মেদ জমেছে।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P

১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কদমফুলের রানি আসছো তুমি? আমি তোমার ফুল নেব বলে ফুল লুকিয়ে রেখেছো ?

১৩| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা :P

১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: তোমার ফুল আমি নেবই নেব। :P

তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো।

ওটা কিন্তু রুমান্টিক কবিতা হবে।ফুল তুমি দিতে বাধ্য হবে।এলিয়েনরাও কিন্তু কবির কাছে বশিভূত।

তখন কি করবে তুমি। ফুল তো সব আমার হয়ে যাবে?

১৪| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০২

ডট কম ০০৯ বলেছেন: যদি কষ্ট দিয়ে থাকি হৃদয় মন্দিরে তব সেটিও তোমায় পাবার জন্যে

এই একটা লাইন ই যথেষ্ট আমার জন্য।

কী দারুন লাইন।

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: fantastic post +++

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

একজন আবীর বলেছেন: চমৎকার কবিতায় ++++

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

জনাব মাহাবুব বলেছেন: তোমায় বাঁধনে বাঁধবো বলে কত জনে করেছি পর
তোমার সাধনায় ব্যস্ত প্রহর কাটিয়েছি যে দিনভর।

বাহ্! চমৎকার বলেছেন।

সুন্দর কবিতায় অনেক অনেক প্লাস B-) B-) B-) ++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ জনাব মাহবুব। অনেক দিন পরে আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভাল লাগছে।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো অস্থির হওয়ার কি আছে? এই কবিতার প্রকৃত আবেদন যদি পরী বুঝতে পারে তাহলে সে আপনার কাছে থেকে নিরাপদ দূরত্বে চলে যাবে .....যেমন ' আর কতকাল এ কামনার দেহ থাকবে মরুভূমি '...প্রেম কিন্তু দেহে নয় ....মনে হয়.....আর পরী ও যদি কামনার আগুনে জ্বলতে জ্বলতে আপনার মতো অস্থির হয়ে হিতাহীত জ্ঞান ......তাহলে সেখানে বিস্ফোরণের সমূহ সম্ভাবনা ......তবে আমি তা চাই না! আপনি ও পরী দুজনের জন্যই শুভকামনা রইলো!

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও পাঠে ধন্যবাদ। আমার সঙ্গে সবসময়ই পরী আছে।

ভাল থাকবেন।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: বড় কিন্তু সুন্দর।

ভাল লাগল।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুমন কর। ভাল থাকবেন সবসময় ।

২০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক দিন আপনার কবিতা পড়া হয় না, কবি সাহেব।

ব্লগে আসিই না।

বরাবরের মতই দারুন কবিতা :)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পরে ব্লগে এলেন। সুস্বাগতম। ভাবলাম ভুলে গেলেন কি না।


কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ হানিফ রাশেদীন।

শুভকামনা থাকলো সবসময় ।

২২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

বাংলার পাই বলেছেন: যদি কষ্ট দিয়ে থাকি হৃদয় মন্দিরে তব সেটিও তোমায় পাবার জন্যে
কষ্টের প্রতিদানে একেকটা সাগর আদর গড়েছি এ হৃদয়ে হয়ে হন্যে।
-----------------------------খুব খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:

আপনার কবিতার কথা ভুলে যাবো??


নো ওয়ে :)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আবার কমেন্টে অনেক ধন্যবাদ। নতুন কবিতা লিখেছি পড়ার দাওয়াত থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.