নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ জন্মজয়ন্তী
পুরোনো ক্লান্ত সূর্যটি ডুবে গেছে
রাত পোরোলেই ওঠবে নতুন সূর্য
উচ্ছ্বসিত হবে এই ধরণী নতুন সূর্যরাগে।
পাখিরা কলতানে করবে নতুন কোন গান
ফুটবে নতুন ফুল, তাতে কাঁঠাল চাঁপার ঘ্রাণ
ঝিরিঝিরি বাতাসে জানি জুড়োবে সকল প্রাণ।
শ্রাবণের এই শরৎ মোহনাতে বৃষ্টিস্নাত আলোয় রাঙা নতুন প্রভাতে
অথবা এমন কাব্যিক সুষমার রাতে
স্বপ্নিল অনুরাগে —এই ধরনী রাগাবে বলে
জন্মেছিলে জানি এই ধূসর পৃথিবীতে।
শ্রাবন জলে জেগে ওঠা লাউয়ের ডগার মত
জেগেছে এ তনুমন— সুতীব্র শিহরিত
জানি আজও তুমি সেজেছো অপসরা সাজে আর মম প্রাণ ধূলোয় ধূসরিত।
আজ ধূলোরা ঝরে যাক সেই পরশ পাথর ছোঁয়ায়,
মনময়ূরী উঠ নেচে আনন্দ সারা গাঁয়;
অনেকগুলি সুখে সাফল্যের পালক লাগুক একে একে।
তোমার চলায় পায় — বিছিয়ে দিতে পারি যেন লাল গালিচায়
আজ আনন্দে কাটুক তোমার সারা বেলা
অতীতের সব বেদনা ভুলে সখি ভাসাও সুখের ভেলা।
দাবি
তোমাকে ভালবাসবো বলেই আমার জন্মের অনেক আগে তার সৃষ্টি;
তোমাকে ভালবাসবো বলেই অনেক পরে এসেও তোমার দরজায় কড়া নাড়ছি।
যে ঈশ্বর তোমাকে গড়েছেন তার কথাই মানছি,
সে ঈশ্বর নিজহাতে আমার এ ভগ্ন হৃদয় গড়েছেন তার অনুমোদনে লিখছি।
যে ঈশ্বর তোমার কণ্ঠে যাদু ঢেলেছেন
সেই ঈশ্বর তোমায় শ্রবণে এ মনে প্রণোদনা দিয়েছেন;
এ মনে ভালবাসার অনুভূতি দিয়েছেন,
প্রেরণা দিয়েছেন,
কবিতা লিখার মনন সপেছেন,
এ গায়ে উষ্ণতা দিয়েছেন ,
এ মনে মাংশাসি অভিপ্রায় চেপেছেন।
এই তোমায় জন্মদিয়েছেন সে আমারই ভাগ্য দোষে
তাই আমি ক্রন্দনজলে তোমার বেলা হেসে হেসে।
যে ঈশ্বর তোমাকে গড়েছেন
সে ঈশ্বর আমার এ প্রাণে ভালবাসা ঢেলেছেন।
তুমি এ প্রাণে যেন তিমির রাতের একফালি চাঁদ
আমি নিশি জেগে থাকা প্রজাপতি তুমি তাতে ঘুচাও বিষাদ।
আকুতি
বৃষ্টি পড়ে মিষ্টি মধুর
হৃদয়ে তুফান;
মনময়ূরী আনন্দেতে
গাইছে যেন গান।
মেঘের ভেলায় চড়ে
যেন মনটা উড়ে উড়ে,
বৃষ্টিভেজা এই দিনে
তোমায় মনে পড়ে।
শীতল ভেজা হাওয়ায়
মনটা ব্যাকুল আজ—
তোমায় ফিরে পাওয়ায়।
বিষন্নতা
আমার আছে জল তাতে তোমার কঠোরতা,
জীবন নামের কাব্য ঘিরে তাই শুধুই বিষন্নতা।
প্রেম
আজ পথিক পথ হারাবে বোধ হয়;
আজ ভালবাসা হয়ে যাবে নিশ্চয় ।
উৎসর্গঃ প্রিয় ব্লগার অপসরা /বরুণা/শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা ।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: গল্প তো আমি লিখতে পারিনা ।সোনাবীজ ভাই মামুন রশিদ ভাই হাসান মাহবুব ভাই তারা চমৎকার গল্প লিখেন।
পাঠে ও কমেন্টে ধন্যবাদ। আর শুভেচ্ছা জানবেন ।
২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯
সুমাইয়া আলো বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপ।
কবিতায় ♥♥♥♥♥ কবি।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভেচ্ছায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মজয়ন্তী, দারুন কবিতা; নিঃসন্দেহে আপনার ওয়ান অব দ্য বেস্ট।
দাবি কবিতাটাও সেইরকম। প্রেমের কবিতা কয়েকদিন কম পড়ছিলাম, সমতায় আসলো
উৎসর্গ টা সুন্দর। আজ তো শায়মা আপুর জন্মদিন।
শুভেচ্ছা উনাকে।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লাগায় দারুন প্রীত হলাম।
হ্যা আজ সুপ্রিয় হার্টথ্রব ব্লগার শায়মার জন্মদিন। আর সেজন্য এই কবিতা মালা।
আপনাকে কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে ভালবাসবো বলেই তোমার জন্মের অনেক আগে তার সৃষ্টি;
কবি তার এখানে ভালবাসা শব্দটির পরিবর্তে ব্যবহার করেছি।
অনেকের গুলমেলে ঠেকতে পারে তাই ব্যাখ্যা দেয়ার প্রয়োজন মনে করেছি ।
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২২
শুঁটকি মাছ বলেছেন: শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা!!!!
১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন:
১. শুভ জন্মজয়ন্তী
২. দাবি
৩. আকুতি
৪. বিষন্নতা
৫. প্রেম
কারো জন্মদিনে এভাবেও যে শুভেচ্ছা জানানো যায় তা প্রথমবার দেখালাম। ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
শুভ জন্মদিন অপসরা এবং শায়মা আপুকে।
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভেচ্ছায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: :!> :#>
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কদম ফুল দাও ।
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফুল নেবে, না অশ্রু নেবে?
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ফুল নিতে চাই ফুল
অশ্রু কেন দেবে?
অশ্রুগুলো মিলিয়ে যাক
আনন্দের অনুভবে।
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১২
মৃদুল শ্রাবন বলেছেন: প্রত্যেকটা কবিতাই সুন্দর। আপনার ছন্দ কবিতাগুলো হয়ে উঠছে সুপাঠ্য।
পুরোনো ক্লান্ত সূর্যটি ডুবে গেছে
রাত পোরোলেই ওঠবে নতুন সূর্য
উচ্ছ্বসিত হবে এই ধরণী নতুন সূর্যরাগে।
হ্যাপি বার্থডে জানানোর পুরাতন ডায়লগ ভুলে আপনার এই লাইনটি ব্যবহার করা যাবে!!
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই করা যাবে। অনুমতি দেয়া গেল ।
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৪
রোকসানা লেইস বলেছেন: শুভ জন্মদিন এবং শুভ কবিতা
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় ধন্যবাদ। সুপ্রিয় শায়মার জন্মদিন তার জীব সাফল্য আর সমৃদ্ধি নিয়ে আসুক।
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন:
জন্মদিনে শুভেচ্ছা ।
পোষ্টে ধন্যবাদ ।
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু ভাল থাকবেন। শুভেচ্ছায় ধন্যবাদ ।
১১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯
লিরিকস বলেছেন: ভাইয়া কেমন আছেন?
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি ।
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা।
জন্মদিনের শুভেচ্ছা শায়মা আপুকে।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার আছে জল তাতে তোমার কঠোরতা,
জীবন নামের কাব্য ঘিরে তাই শুধুই বিষন্নতা।
ভাইরে বুকের মধ্যে এক্কেবারে শেল বিঁধে গেল।
জন্মদিনের শুভেচ্ছা শায়মা আপুকে।
১৪| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩
অগ্নি সারথি বলেছেন: স্যরি আমি এট্টু লেট। শায়মাকে জন্মদিনের বিলেটেড অনেক অনেক শুভেচ্ছা আর কবির কবিতায় অনেক অনেক ভাল লাগা।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: শুধুই কবিতা !! আমাদের মত অবুঝ বালকদের খুশী রাখতে গল্পও দেন।।