নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শালীন ভাষায় বললে সবই শালীন হয়ে যায়না
যুক্তি দিলেই অসভ্যতা প্রতিষ্ঠা তাই পায়না।
শালীন ভাষায় মোড়া অসভ্যেরা বল শুনি,
সুসভ্য নামের অসভ্য সব দেশে;
বিয়ের আগে একসঙ্গে থাকা কি মঙ্গল নিয়ে আসে ?
যত্র তত্র যেনা ব্যাভিচার অবৈধ পথে অবৈধ আচার
ডেকে এনেছে সমাজে অসুস্থতা ,বিচ্ছেদ আর হাহা কার।
তাই যা ইচ্ছে তাই জীবন যাপন
পশুর জন্য মানুষের জন্য নয়
বিয়ে নামের সম্পর্ক ঘিরে
মানুষের সামাজিকতার পরিচয়।
পশুর আছে পাশবিকতা মানুষের মানবীকতা
নাঙা হয়ে পশুরা চলে মানুষের জন্যে শালীনতা ।
অধর্মের সব যুক্তি যুক্তি খেলায়
অশান্তি আর বিভ্রান্তি সব মেলায়।
ধর্ম মানুষকে মুক্তি দিয়েছে সত্য পথের সন্ধানে
ধর্মীয় শৃঙ্খল অধীনতা নয় মানুষেরে বাঁধে কল্যানে।
হে তথাকথিত মুক্তমনা সমাজের অবতার কল্যাণী
তোমাদের চেয়ে হাজার সুখে থাকে এদেশের সব রমনী।
পরিবার পরিজন সঙ্গে নিয়ে
ভাল আছেন তারা সভ্য মানুষের পরিচয়ে।
দেশচ্যুত সমাজচ্যুত ভ্রান্ত পথের সন্ধানী
অসভ্য দেশে বসত গড়ে লুকিয়ে রাখো বদনখানী।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কদম ফুলের রানী কদমফুলে ভাললাগা আর শুভেচ্ছা । :!>
২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: কবি কি অাবার লিভ টুগেদার নিয়ে ভাবছেন
কবিতার বক্তব্য পরিষ্কার। দারুণ বলেছেন।
২য় লাইক।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: লিভ টুগেদার নিয়ে তো ভাবছেন তছলিমা নাসরিন আর আসিফ মহীউদ্দীন।
আমি তাদের ভ্রান্ত দর্শন প্রত্যখান করলাম কবিতার মধ্য দিয়ে।
আমরা ব্লগাররা দেশের আর দশজন সাধারণ মানুষের মতই।ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই ।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই তসলিমার মত অসভ্য মহীলারা শালীন ভাষায় কথা বলে সাহিত্য
লিখে নিজেদের উচ্চ শ্রেণীর মানুষ ভাবে।
উন্নত বিশ্বের যে সমস্ত অশ্লীলতা ১২/১৩ বছরের বালিকাদের গর্ভধারণের মত ঘটনার জন্ম দিয়ে চরম অশান্তি আর মানুষিক বিকৃতির জন্ম দেয় তাদের সেই পন্থা আর পদ্ধতির পক্ষে সাফাই গাওয়া কোন যুক্তি।মানুষ কে আদিম আর বন্য বানানো তাদের লক্ষ্য।
৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর ।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০
মো: আবু জাফর বলেছেন: অনেক দিন পরে কমেন্টস করলাম .......... অনেক সুন্দর হয়েছে
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর কমেন্ট করায় ধন্যবাদ। এখন থেকে নিয়মিত কমেন্ট চাই।
৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৬
দুঃখ বিলাস বলেছেন: কবিতায় সত্য কথন ভালো লেগেছে।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: সত্য কথা কার না ভাল লাগে ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তন শুভকামনা।
৭| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫১
মৃদুল শ্রাবন বলেছেন: ভিডিওটা দেখার পরে আমার সন্দেহ হইলো আসিফ ভাইয়াকে মনে হয় তসলিমা আপা এই বিয়য়ে হাতে কলমে টেরেনিং দিতাছেন
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল একজন শিক্ষিকা জুটেছে।
৮| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন:
৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: লিভ টুগেদার ভালো তো। বিয়ের চাইতে দায়িত্ব অনেক কম। বরং আমার কাছে তো মনেহয় লিভ টুগেদার বাড়লে মেয়েদের জন্য বেশী সমস্যা, ছেলেদের জন্য ব্যাপারটা তুলনামূলক ভালো। একসাথে থাকলেন কিন্তু আপনার কাছে মেয়ের আইনগত বা সামাজিক কোন দাবী নেই। তাছাড়া ধরেন, ২৫ বছর বয়সে আপনি আরেক ২৫ বছর বয়সী মেয়ের সাথে লিভ টুগেদার শুরু করলেন এবং ৫ বছর পর ব্রেকাপ। ৩০/৩২ বছর বয়সে ছেলেদের পক্ষে আরেকজন সঙ্গী জুটিয়ে নেয়া খুবেকটা কঠিন না, যতটা কঠিন হবে সেই মেয়েটার জন্য।
অতএব ডোন্ট ওরি এবাউট লিভ টুগেদার, ঐটা নারীবাদীদের ভাবনা। তাদের যদি সমস্যা না হয় তাহলে আমাদের সমস্যা হওয়াটা হইবে মা'র চাইতে মাসীর দরদ বেশী টাইপ
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: অধর্মের সব যুক্তি যুক্তি খেলায়
অশান্তি আর বিভ্রান্তি সব মেলায়।
তসলিমা নাসরিনের চেয়ে প্যাথেটিক দৃষ্টান্ত কয়টা আছে বলেন।
তার তো কোমর ভাঙার বয়স হয়েছে
কোন নারী প্রতিবাদ করাতে মার চেয়ে মামার দরদ বেশি ভূমিকায় অবতীর্ণ হতে হলো ।
১০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বক্তব্য পরিষ্কার। ভালো লাগলো। কার ভিডিও?
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: তসলিমা নাসরিন আর প্রখ্যাত ব্লগার আসিফ মহীউদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকার।
আমাদের তো আর কেউ সাক্ষাৎকার নিবে না।তাই এই কবিতা পোস্ট ।+
১১| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬
আরজু মুন জারিন বলেছেন: ধর্ম মানুষকে মুক্তি দিয়েছে সত্য পথের সন্ধানে
ধর্মীয় শৃঙ্খল অধীনতা নয় মানুষেরে বাঁধে কল্যানে
ভাল লেগেছে কবিতা সেলিম ভাই। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।
বাংলাদেশের কোন সচেতন নারী এটার পক্ষে নয় আমার তাই ধারণা।অবশ্য কমেন্ট থেকে ব্যাপারটি আরো স্পশ্ট হবে।
কতজন নারী এটাকে আসলেই গ্রহন করেছে।
১২| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পশুর আছে পাশবিকতা মানুষের মানবীকতা
নাঙা হয়ে পশুরা চলে মানুষের জন্যে শালীনতা ।
দার্শনিক আর জীবনবোধের কবিতায়
অনেক অনেক ভালোলাগা ! ++
ভালো থাকুন সব সময় ।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় কমেন্টে ধন্যবাদ। আমার মতো এ ঘৃণ্য ব্যবস্থার বিরুদ্ধ অবস্থানে আপনারাও সঙ্গে আছেন জেনে ভাল লাগলো ।
ভাল থাকবেন ।
১৩| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩১
ডট কম ০০৯ বলেছেন: সাব্জেক্ট ভাল হইছে।
তবে বিবাহ বহির্ভূত যৌনাচার কখনোই কাম্য নয়।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ও সহমত।
কবিতার বিচারে এটি খুব একটা ভাল কবিতা হয়ে ওঠেনি ।
ভাল থাকবেন।
অসভ্যতা ঝেটিয়ে বিদায় করার দায়িত্ব ।
১৪| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৯
রাজিব বলেছেন: আমি লিভ টুগেদার এর ভক্ত বা সমর্থক কোনটাই নই। যার সঙ্গে থাকবো তাকে বিয়ে করলে কি সমস্যা তা আমার মত লোকের কাছে কোনদিনই পরিষ্কার হবে না।
আমি উদ্বিগ্ন অন্য একটা বিষয় নিয়ে। ১৯৮০ এর দশকে স্কুলে পড়ার সময় দেখেছি প্রেম করা বা প্রেম করাকে খুব খারাপ চোখে দেখা হত। তারপর ১৯৯০ এর দশকে প্রেম করে বিয়ে করা আর অসম্ভব কিছু নয়- অনেক হচ্ছিল। শুন্য এর দশকে (২০০০-০৯) ২০০৫ সালে এল সারা রাত জেগে ডিজুস ফোনে নাম মাত্র মুল্যে কথা বলা। আর এখন ১০ এর দশকে প্রেম করা ডাল ভাত।
কিন্তু এখনো ঢাকাতে প্রেম করে বিয়ে করায় নানা ভেজাল করে বর পক্ষ ও কনে পক্ষ দুই পক্ষই।
লিভ টুগেদার একটি সাংস্কৃতিক আগ্রাসনের মত, ঢাকাতে এটি এখনো খুব একটা হয় না। আমাদের ধর্ম (ইসলাম, হিন্দু, বৌদ্ধ) আর জাতিগত সত্তা (বাঙালি) দুটোর কোনটার সঙ্গেই খাপ খায় না। কিন্তু একে রুখতে হলে চাই পাল্টা আন্দোলন- সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন। এর পক্ষে একটা সিনেমা হলে বিপক্ষে দুইটা হতে হবে। ব্লগে এর পক্ষে ১ টা পোস্ট আসলে বিপক্ষে ১০ টা পোস্ট আসুক।
প্রেম করে বিয়ের বাধা দূর হলে আমাদের সমাজে লিভ টুগেদার মনে হয় আগামি ৫০ বছরেও জনপ্রিয় হবে না।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ।
ওটার বিপক্ষে আমরা ব্লগাররা আছি সেটা পরিস্কার করা আরকি?
প্রেম করে বিয়েতে বাবা মা ভেটো দেন বলে অমনটা হতে পারে।
প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মতের গুরুত্ব থাকা উচিৎ।
বিয়ের টাকা পয়সা জোগাড় করতে ছেলেরা হিমসিম খায়।মেয়েদের সেটা নিয়ে ভাবতে হয়না ।তার পর মেয়েরা কেন তসলিমা নাচরিনের মতন অনিশ্চয়তা বেছে নেবে।ব্যাপারটা আমার বোধগম্য নয় ।
১৫| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
সোহানী বলেছেন: বরাবরের মতই লিখায় সহমত আনোয়ার ভাই। দিন দিন অন্ধের মতো পশ্চিমাদের বা ভারতীয় সিরিয়ালের অনুকরনে আমরা যে অধ:পতনে যাচ্ছি তার খবর কে রাখে। সত্যই দরকার এ বিষয়ে সচেতনতা তৈরী।
অনেক ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন। কমেন্টে ভাললাগা +
সহতম পোষণ করছি ।
১৬| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৪
ইমিনা বলেছেন: সুন্দর এবং সত্য অবস্থান। কবিতার প্রতিটি লাইনে ভালোলাগা রইলো
২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টের প্রতিটি বর্ণে ভাল লাগা ।নিরন্তর শুভকামনা ।
বাংলাদেশের কোন সুস্থ মেয়ে লিভটুগেদারের মত নিরাপত্তাহীন পন্থা মেনে নেবে না ।
১৭| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯
জনাব মাহাবুব বলেছেন: তসলিমার ভূত আবার তথাকথিত বুদ্ধিজীবীদের ঘাড়ে চড়ে বসেছে।
কেউ তসলিমার সাক্ষাৎকার নিয়ে, কেউবা তার বস্তা পচা লেখা পত্রিকায় ছাপিয়ে কেউবা তার প্রতি সহানুভূতি জানিয়ে পোষ্ট করে পুরাতন মদ নতুন বোতলে পরিবেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তসলিমারা চায় প্রতিটি নারী হোক এক একটা সানি লিওন। আর তার পক্ষে সাফাই গেয়ে নারী ব্লগারও হিট হওয়ার পথ বের করে নিয়েছে।
ভ্রান্ত এবং মস্তিস্ক বিকৃত নারীর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকুক।
কবিতায় প্রতিবাদের সুর শোনা গেল, সভ্য সমাজ টিকিয়ে রাখার ব্যাকুলতা প্রকাশ পেল।
কবিতায় ++++++++++++++++++++++++++
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট করেছেন। কমেন্টে ভাল লাগা ।
বাংলাদেশের মঙ্গল কামনায় লিখা কবিতা ।
১৮| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতার সঙ্গে অন্তত পাচজন আধুনিক নারী ব্লগার সহমত ব্যক্ত করেছেন।আরও অনেকে বলবেন।বিপক্ষেও বলতে পারেন। তবে আমার মনে হয় বেশির ভাগ ব্লগার লিভটুগেদারের বিপক্ষে বলবেন।নারীদের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা মেয়েরা তাদের স্বাধীনতা বা অধিকার মনে করেন ? নাকী তাদের জন্য লজ্জাজনক মনে করেন । লিভটুগেদার ইউরোপে বা আমেরিকাতে নতুন কিছু নয় ।সেই রোম সাম্রাজ্যের সময় এমনটা ছিল । একটু অন্য ফরমেটে ।তাই আধুনিকতা বলি না একে। একে বন্যতা বা আদিমতা বলি।বিয়েতে নারী অসম্মান বোধ করেন নাকী লিভটুগেদারে সম্মানিত বোধ করেন। কোনটাতে নিরাপত্তা বেশি।আমি মনে করি এই লিভটুগেদার নামক অসভ্যতার কারণে অনেক মেয়ে বা পুরুষ বিয়ের আগে বিকৃতরুচীর হয়ে পরে বিয়ের পরেও নানাবিধ অশান্তি বয়ে আনে সমাজে সংসারে ।
১৯| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০
িনহািরকা বলেছেন: ভালো লাগলো..............
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২০| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪
উপপাদ্য বলেছেন: প্রাসংগিক ও সমসাময়িক বিষয়ের কবিতার জন্য ধন্যবাদ।
শব্দের মোড়কে আমাদের অনেক মূল্যবান সম্পদ লুন্ঠিত হচ্ছে। এই যেমন ফ্যাশন, উন্নয়ন, সৌন্দর্য, সাহসী ইত্যাদি শব্দ দিয়ে লুন্টন করা হয় আমাদের শালীনতা।
এই ট্রাপ থেকে আমাদের যুব সমাজকে বের হয়ে আসতে হবে।
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট করেছেন উপপাদ্য।
এই ট্রাপ থেকে আমাদের যুবসমাজকে বের হয়ে আসতে হবে ।
২১| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬
জাফরুল মবীন বলেছেন: কবিতার মূল প্রতিপাদ্য বিষয়ে সহমত,কবির প্রতিবাদী কন্ঠকে অভিনন্দন এবং কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন।
২২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮
বৃশ্চিক রাজ বলেছেন: লিভ টুগেদার মানেত একসাথে থাকা তাইনা ?
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: হা।তসলিমা খালামনি সেটাই বলেছেন।
২৩| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
মামুন ইসলাম বলেছেন: মাইরা ফেলাইছেন ভাই একদম ধর্ষন
কবিটায় +++++++++
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধর্ষণ আরো খারাপ জিনিস। সেটা একজনের অমতে জোর করে ইন্টারকোর্স
করা মানে একসঙ্গে থাকা ।
২৪| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
প্রবাসী পাঠক বলেছেন: পশুর আছে পাশবিকতা মানুষের মানবীকতা
নাঙা হয়ে পশুরা চলে মানুষের জন্যে শালীনতা ।
কবিতার বক্তব্যের সাথে একমত।
অসভ্যতা, ব্যভিচার, অশালীনতাকে যতই আধুনিকতা নামের রঙিন মোড়ক দিয়ে সাজানো হোক না কেন টা কখনোই শালীন হতে পারে না। লিভ টুগেদার কখনোই সম্মান এবং নির্ভরতার হতে পারে না। লিভ টুগেদার শুধু মাত্র একজন নারী এবং পুরুষের দেহ ভোগ করা ছাড়া আর কিছুই নয়। বিকৃত রুচির মানুষ ছাড়া এটাকে আর কেউ সমর্থন করতে পারে না।
২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ।সহমত পোষণ করছি ।
২৫| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
Kawsar Siddiqui বলেছেন: বুজলাম না
২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটিতে একসঙ্গে থাকা মানে লিভটুগেদার বলা হয়েছে। এবার হয়তো বুঝেছেন।
২৬| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
মামুন রশিদ বলেছেন: শালীন ভাষায় বললে সবই শালীন হয়ে যায়না
যুক্তি দিলেই অসভ্যতা প্রতিষ্ঠা তাই পায়না।
হুম ।
২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মামুন ভাই ।
২৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা ++++
ভালো থাকবেন
২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় অপূর্ণ ।ভাল থাকবেন নিরন্তর ।
২৮| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৬
আবু শাকিল বলেছেন: কবিতায় বাস্তব শিখলাম,জানলাম ।
২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২
এম এম হোসাইন বলেছেন: কবিতা ভাল হয়েছে। আর বিষয়বস্তু সত্য ও সুন্দরের পক্ষে। লিভটুগেদার কখনো নারীর জন্য সন্মেনের কিছু নয়। এর দ্বারা মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারেনা। এটা একধরনের বিকৃট যৌনাচার। তথাকথিত 'মুক্তমনা' দ্বাবিদাররা ছাড়া কোন সভ্য মানুষ এটাকে সাপোর্ট করতে না।
মানুষের সচেতনতার জন্য এই ধরনের পোস্ট আরো বেশি বেশি আসা উচিত।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫
শুভ্র৯৫রকস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: +++++++++++++++++++++ এ ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩১| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬
লিরিকস বলেছেন: আমি যতদূর জানতাম এনেছি আমার শত জনমের প্রেম গানটি নজরুল সঙ্গীত। কিন্তু দেখলাম অন্য তথ্য।
সঠিক তথ্য আমাকে জানান প্লিজ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সঠিক তথ্য আমার জানা নেই। গানটি আমার পছন্দের সুপ্রিয় ব্লগার ।দুঃখিত
৩২| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
বাকপ্রবাস বলেছেন: লেজ কাটা শিয়াল
মরিচ দেখিয়ে বল মিষ্টি
খেতে কিন্তু ঝাল
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট করেছেন ।
৩৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পরিবার পরিজন সঙ্গে নিয়ে
ভাল আছেন তারা সভ্য মানুষের পরিচয়ে। ------ ভাল লেগেছে ভীষণ
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এতেই আমরা অভ্যস্ত আপু ।
সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: