নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জুতসই কিছু শব্দ

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮





তোমরা আমাকে কিছু শব্দ দাও

জুতসই কিছু শব্দ ;

যেগুলি প্রিয়াকে মন্ত্রমুগ্ধ করবে

হাসাবে আবার কাঁদাবে;

ঘৃণার আস্তাকুড় থেকে টেনে তুলে

ভালবাসার সাগরে ভাসাবে।



তাই কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না

যারা প্রিয়তমাকে এমন বশ করে ফেলবে

যেন চোখবন্ধ করে

শুধু আমাকে ভালবাসা বিলোয়।

আমার যত কদর্যতা আমার মনের সকল দৈন্যতা

আমার দূর্বলতা সব লুকিয়ে ফেলে

এমন কিছু তিলোত্তমা শব্দ প্রয়োজন।



আমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে এলো,

আমার কথায় হয়ে যায় যে ভুল;

আমার অবয়ব শুধু বাঁধায় শোরগোল;

তাই কিছু অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না।



শেষবারের প্রচেষ্টা নেয়ার মত

জুতসই কিছু শব্দ চাই;

কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না ।

মন্তব্য ৬৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর +++

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: কাজটা সহজ। মিথ্যাবাদী হয়ে যান। পেয়ে যাবেন। :P

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: মিথ্যা বলা খুব কঠিন কাজ।

৪| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

Kawsar Siddiqui বলেছেন: তাতে কি হবে? সেলিম আনোয়ার ভাই

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: তাতে আকাশলীনাকে বশীভূত করা যাবে ।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

রোদেলা বলেছেন: আমার কোন প্রিয়তমাও নেই,শব্দ ভান্ডারো নেই।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার তো প্রিয়তম থাকার কথা ।দারুন সব কবিতা লিখেন।

৬| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

মৃদুল শ্রাবন বলেছেন:
তাই কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না
যারা প্রিয়তমাকে এমন বশ করে ফেলবে
যেন চোখবন্ধ করে
শুধু আমাকে ভালবাসা বিলোয়



পৃথিবীতে এমন কোন শব্দ আবিষ্কার হয়নি সেলিম ভাই। :-B

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আবিস্কার না হলে তো মন খ্রাপ হলো।তাহলে এখন উপায়। :)

৭| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩

ডি মুন বলেছেন: আমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে এলো,
আমার কথায় হয়ে যায় যে ভুল;
আমার অবয়ব শুধু বাঁধায় শোরগোল;
তাই কিছু অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না।


বাহ

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ডি মুন।

৮| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে সেলিম ।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ মামুন রশিদ ভা্ই । ভাল আছেন নিশ্চয় ।

শুভকামনা থাকলো।

৯| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

আকাশ মামুন বলেছেন: ভাল লাগলো

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ আকাশ মামুন ।

১০| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

কলমের কালি শেষ বলেছেন: আমি তোমাকে ভালোবাসি... এই তিনটি অব্যর্থ শব্দ বলে দেন । ... ;)...আশাকরি কাজ হবে... :P । কবিতাটাও তাকে শুনাইয়া দিতে পারেন । কবিতাটা কিন্তু অব্যর্থ ।..:)

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কাজ হলেই হয়। কমেন্টে ধন্যবাদ। এবার ওটাই বলবো । :)

১১| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

একাকী রবিন বলেছেন: শব্দ ভান্ডার হারিয়ে ফেলেছি ।

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? আমারও একই অবস্থা প্রায় ।

১২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় + + ।

২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও + এ ।শুভকামনা থাকলো ।

১৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: যারা প্রিয়তমাকে এমন বশ করে ফেলবে
যেন চোখবন্ধ করে
শুধু আমাকে ভালবাসা বিলোয়
- এক্কেবারে মনের কথাটাই বলেছেন সেলিম ভাই ... ;)

আসলেই ঠিক এমন শব্দগুলোই দরকার আমারোও ... B-)

সুন্দর শব্দ শৃঙ্খলে ৬ষ্ঠ ভালোলাগা (+) ...

২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন কবি।

৭ম +

২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ সুমন কর ।শুভকামনা নিরন্তর ।

১৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮

মোঃ ইসহাক খান বলেছেন: শব্দগুলো বেশ যুতসই।

২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: শব্দগুলো জুতসই বলাতে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা সুপ্রিয় মোঃ ইসহাক খান ।

১৬| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২১

আধখানা চাঁদ বলেছেন: "শেষবারের প্রচেষ্টা নেয়ার মত
জুতসই কিছু শব্দ চাই;
কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না । "

শব্দ খুঁজছি। একটি অব্যর্থ মন্তব্য করব বলে ! X(

৮ম ভাললাগা :-B

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । ভাল থাকবেন ।

১৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১২

শক্তপাল্লা বলেছেন: আহা! চমৎকার লেখা।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা সেলিম ভাই।

কিন্তু পার্থিব জগতের শব্দ দিয়ে কি প্রিয়ার মন ভোলানো যায়? অপার্থিব জগত থেকে শব্দমালা খুঁজে আনতে হবে প্রিয়ার জন্য।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন।

ধন্যবাদ কমেন্টে। আর ভাল থাকবেন সব সময় ।

১৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেষবারের প্রচেষ্টা নেয়ার মত
জুতসই কিছু শব্দ চাই;
কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না ।


সুন্দর শব্দচয়ন

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ রেজওয়ান আলী তনিমা ।

অনেক শুভকামনা থাকলো আপনার জন্য ।

২০| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

অতঃপর জাহিদ বলেছেন: বশ করা মন্ত্রের মতো কিছু শব্দ জানলে তো বশ করেই রাখতাম সেলিম ভাইয়া!

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৬

বাংলার পাই বলেছেন: চমৎকার।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২২| ২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: দেরীতে রিপ্লাইয়ে দুঃখিত। সবাইকে জবাব দেয়া হবে। :)

২৩| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

এহসান সাবির বলেছেন: শুভ সকাল কবি...

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভরাত্রি এহসান সাবির ভাই ।

২৪| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

রিফাত ২০১০ বলেছেন: ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৫| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

জাফরুল মবীন বলেছেন: জুতসই কিছু শব্দ চাই;
কয়েকটা অব্যর্থ শব্দ পেলে মন্দ হতো না ।
-এ হাহাকারতো অনেকেরই। সত্য ও সুন্দর শব্দ দিয়ে যাকে বেঁধে রাখা যায়নি সেই আবার প্রলোভনের উচ্চারিত শব্দে সহাস্যে আত্মসমর্পণ করেছে!

কবিতায় ভাল লাগা।কবিকে অভিনন্দন।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৬| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

bakta বলেছেন: :) :) ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।

২৭| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

পার্থ তালুকদার বলেছেন: মাঝেমাঝে এমন হয় ... মনের মতো শব্দের দেখা পাওয়া যায় না।
লেখাটায় ++

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।যথার্থ বলেছেন ।

২৮| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: জীবনের একটা সময় সবাই এমন শব্দের প্রয়োজন বোধ করে।
অনেকের আকাঙ্ক্ষা কবিতায় উঠে এসেছে।
ভাল লাগল।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৯| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

মামুন ইসলাম বলেছেন: এ+

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: এ+!!
দারুন ভালো লাগছে ওটা পেয়ে ।

৩০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫

জুন বলেছেন: অনেক ভালোলাগলো শব্দ খুজে বেড়ানোর আকুলতা ভরা কবিতা সেলিম আনোয়ার ।
+

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।জুন আপু শুভকামনা থাকলো ।

৩১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ আর শুভকামনা ।

৩২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা রইলো সেলিম ভাই !

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো স্বপ্নবাজ অভি ।

৩৩| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: প্রিয় কবির কবিতায় আরো একটা ভালোলাগা দিলাম ... দশম প্লাস!!

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.