নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জেগে থেকোনা আর।

২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:১৬

ঘুম ভেঙে গেল রাত্রির শেষ প্রহরে

দারুণ ক্লান্ত মন আর একাকিত্ব নিয়ে

গভীর ঘুমে আক্রান্ত ছিলাম।

পরীক্ষাগারে ডিস্টিল ওয়াটারে

অব্যুৎপন্ন ধূয়ে ধূয়ে,

ক্ষতিকর সব রসায়ন ছোঁয়ে

বন্দী ব্যস্ত জীবন ।

ঘুমহীন প্রজাপতিও গভীর ঘুমে

যখন করছে রাত্রি পার;

এমন ক্লান্ত ঘুমাক্রান্ত নিশিতে

ঘুম ভেঙেছে আমার ।

শুধু এই ভেবে

যদি জেগে থাকে

যদি খুঁজে থাকে

যাকে নিত্য ঘুম পারাবো বলে

জন্ম দিই কবিতার ।



এটুকু তো হতে পারে,

বেঁচে আছি কিনা জানার

করুনাটুকু তবু বাকী আছে তার।



বেঁচে আছি কিনা আজও!

কবিতা বুকে নিয়ে

ধূসর ছুঁয়ে ছুঁয়ে;

নীলের গভীর বুকে ,জানবার।



ভোর হয়ে এলো

ঘুমিয়ে পর তবে এবার;

জেগে থেকোনা আর।



আমি সৃজেছি হেথা নিরব বসন্ত তোমারই অনাদরে,

ক্লান্ত আমি বেশ ডু্বেছি বিষন্নতা ঘেরা এই অচিন দুঃখপুরে ।









মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Ke? :P

২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ঢঙ্গী :P

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯

সুমন কর বলেছেন: শুধু এই ভেবে
যদি জেগে থাকে
যদি খুঁজে থাকে
যাকে নিত্য ঘুম পারাবো বলে
জন্ম দিই কবিতার । ..........

ফরম্যাট কিছু পরিবর্তন করেছেন। ভাল লাগল।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

মৃদুল শ্রাবন বলেছেন: বেঁচে আছি কিনা আজও!
কবিতা বুকে নিয়ে
ধূসর ছুঁয়ে ছুঁয়ে;
নীলের গভীর বুকে ,জানবার।


একেবারে জাত কবির মতো কবিতার প্রতি ভালোবাসার প্রকাশ।
ভালো লাগলো।

(কিছু র/ড় মিস্টেক আছে। দেখে নিবেন প্লিজ।)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার প্রতি ভালবাসা আমার আছে।

কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন: আমি সৃজেছি হেথা নিরব বসন্ত তোমারই অনাদরে,
ক্লান্ত আমি বেশ ডু্বেছি বিষন্নতা ঘেরা এই অচিন দুঃখপুরে

দরুন ।
ভালবাসার কি নিদারুন বহিঃরপরকাশ
পড়তেই গা শিহরিয়ে উঠে
স্যার,
খুব ভাল লাগল
আশা করি
সবার ভাল লাগবে

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সবার ভাল লাগলেই ভাল। এটলিস্ট বিরক্ত না হলেই হয় ।

নিরন্তর শুভকামনা থাকলো।

৫| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: বেঁচে আছি কিনা আজও!
কবিতা বুকে নিয়ে
ধূসর ছুঁয়ে ছুঁয়ে;
নীলের গভীর বুকে ,জানবার।


- সুন্দর!

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।প্রিয় কবি । ভাল থাকবেন সবসময়। এই কামনা থাকলো ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ঘুমহীন প্রজাপতিও গভীর ঘুমে
যখন করছে রাত্রি পার;
এমন ক্লান্ত ঘুমাক্রান্ত নিশিথে
ঘুম ভেঙেছে আমার ।
শুধু এই ভেবে
যদি জেগে থাকে
যদি খুঁজে থাকে
যাকে নিত্য ঘুম পারাবো বলে
জন্ম দিই কবিতার
- চমৎকার!!

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: অন্যরকম ভালো লাগলো ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় আর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা রইলো সেলিম ভাই ...

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

Kawsar Siddiqui বলেছেন: হুম এবার একটা সুন্দর গল্প লিখুন @ সেলিম আনোয়ার ভাই

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গল্প লিখবেন শায়মা ,মামুন রশিদ হাসান মাহবুব, সোনাবীজ ভাই
আর ড়ঢ়শহ ভাই ।

আমি গল্প লিখতে পারি না ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

সুমাইয়া আলো বলেছেন: অন্য রকম কবিতা কবি।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় সুমাইয়া আলো। আর সব সময় সঙ্গে থাকার জন্য বিশেষ কৃতজ্ঞতা।

১১| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

বাংলার পাই বলেছেন: বেঁচে আছি কিনা আজও!
কবিতা বুকে নিয়ে
ধূসর ছুঁয়ে ছুঁয়ে;
নীলের গভীর বুকে ,জানবার।



আমি সৃজেছি হেথা নিরব বসন্ত তোমারই অনাদরে,
ক্লান্ত আমি বেশ ডু্বেছি বিষন্নতা ঘেরা এই অচিন দুঃখপুরে ।
------------------খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ গোপন করে আজ সুখে থাকার একটি কবিতা লিখেছি পড়ার দাওয়াত থাকলো। দুঃখপুর বাদ দিয়ে নৃত্যপুর দিয়ে ভাবছি।

ভাল থাকবেন সবসময় ।
সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অন্য রকম!

ভালো লাগা রইলো :)

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সব সময় সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা মইনুল ভাই । ভাল থাকবেন সব সময়। সেই কামনা থাকলো ।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

বেঁচে আছি কিনা আজও!
কবিতা বুকে নিয়ে
ধূসর ছুঁয়ে ছুঁয়ে;
নীলের গভীর বুকে, জানবার।


খুব ভালো লাগলো প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সোনাবীজ ভাই।

নিরন্তর শুভকামনা থাকলো।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ke shei dhongi? :P

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বলা যাবে না ;)

১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

জুন বলেছেন: বিরহ বিষাদ পুর্ন এক কবিতা যা মন ছুয়ে গেল দারুনভাবে ।
+

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ।সুপ্রিয় জুন আপি।

আপনার মত এলিট পাঠকের মন ছুঁয়ে যাওয়াতে খুব ভাল লাগলো ।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি সোনাবীজ ভাই, আপনি ,ৎঁৎঁৎঁ ,মৃদুল শ্রাবণ জুন আপু প্রমুখের কমেন্টে ধরে নিলাম কবিতা কিছুটা হলেও হয়েছে।

১৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে
ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা ।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

লিমা মেহরিন বলেছেন: বেঁচে আছি কিনা আজও!
কবিতা বুকে নিয়ে
ধূসর ছুঁয়ে ছুঁয়ে;
নীলের গভীর বুকে, জানবার।

খুব ভালো লাগলো।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৪

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.