নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেউ জানে না মম প্রাণ কেন যে আজ করছে আনচান

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫২





কেউ জানে না মম প্রাণ কেন যে আজ করছে আনচান

কেন এমনই নির্জ্ঞেয় হয়ে আজ করছে যে কলতান

সেটি লুকোবেনা আর আজ জানে জানুক সকলপ্রাণ।



এ হৃদয় ভালবাসে হৃদিতাকে ভালবাসতে

তাই ছুঁয়ে যাবে সব যতটুকু সুখ লুকোনো থাকে তাতে;

ঢের বড় হযেছে আমার এই দেহ মন তা্ই রাখবেনা আর গোপন

হৃদিতাকে বাসবে ভালো সে যে মম প্রাণের শিহরণ।



যৌক্তিক পৃথিবী কোনদিন হলে সকল ব্যবধান ভুলে

ভাসবে দুজনে জানি যেমতি হংসমিথুন ভাসে জলে।



জীবন একটাই এই ধরণীর বুকে,

জেনেছে এ প্রাণ তা এই মর্তলোকে।



তাই পাছে লোকে কি বলে পরোয়া করে না আর

এ হিয়া যেতে চায় নৃত্যপুরে —আর ভালবাসতে আর নাচতে আবার;

সেই নৃত্যপুরে বাঁধবে তারে বাহুডোরে এবার ।



হৃদিতার বসন্ত পিদিম অনলে যতটুকু আলোকিত এই মন

তার চেয়ে বেশি কিছু আলোর বিচ্ছুরণ চায়না যে এ অবোধ ক্ষণ।





দিশেহারা এই প্রাণে তাই —শুধু হৃদিতাকে কাছে টানে।



তার ওষ্ঠসুধা শরাবুন তহুরার মতন,

তা লেহনে ব্যাকুল আজ এই তনু-মন।



তাই মম প্রান তাকে ভালবেসে যেতে চায় কবিতায়

জীবন একটাই এই মর্তলোকে চিরসত্য মানে তায়

পাছে লোকে কি বলে ভেবে হবে না আর সে পিছু পায়।



জানি যেদিন পৃথিবীর সব যথার্থ হবে —দুটি হৃদয় ভাসবে হেসে খেলে;

যেমতি হংসমিথুন খেলে জলে।



তাই এবার নৃত্যপুরে দুটি প্রাণ হবে মত্ত হয়ে প্রণয়াসিক্ত

অতঃপর তাতে হয়ে যাবে শুধু দুজনের মিলন নৃত্য।



কেউ জানে না মম প্রাণ কেন যে আজ করছে আনচান

কেন এমনই নির্জ্ঞেয় হয়ে আজ করছে যে কলতান

সেটি লুকোবেনা আর আজ —জানে জানুক সকলপ্রাণ।























মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৪

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় ভালো লাগা।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় প্রবাসী পাঠক আমার হৃদিতা যেন সুখে থাকে। দুঃখ কবিতা লিখে তাকে কষ্টে রাখা বোকামো।থাকুক সে সুখে। আমি সুখে আছি জেনে ।

১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: এরই নাম ভালোবাসা। কষ্টগুলো না হয় আপনার ভাগেই থাকুক আর সুখগুলো সব হৃদিতারা নিয়ে সুখী থাক।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমে্টে অনেক ধন্যবাদ।

আপনার জন্য শুভকামনা ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫১

কালের সময় বলেছেন: কেউ জানে না মম প্রাণ কেন যে আজ করছে আনচান
কেন এমনই নির্জ্ঞেয় হয়ে আজ করছে যে কলতান
সেটি লুকোবেনা আর আজ জানে জানুক সকলপ্রা

কবিটা ভালো লাগা জানিয়ে গেলাম এবং শুভকামনা থাকল।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় ভালোলাগা।

শুভকামনা কবি!

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।সুপ্রিয় কবি।

শুভকামনা থাকলো নিরন্তর ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৬

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ভিন দেশে যায়া দেখি আপ্নের কাব্য প্রতিভার আরো বিকাশ হইছে, :D

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়। বিকশিত হতেই পারে ।

আপনার খবর কি ?

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৩

জাফরুল মবীন বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা জানিয়ে গেলাম কবি।

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ++++++এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

এহসান সাবির বলেছেন: এ হৃদয় ভালবাসে হৃদিতাকে ভালবাসতে
তাই ছুঁয়ে যাবে সব যতটুকু সুখ লুকোনো থাকে তাতে;
ঢের বড় হযেছে আমার এই দেহ মন তা্ই রাখবেনা আর গোপন
হৃদিতাকে বাসবে ভালো সে যে মম প্রাণের শিহরণ।


দারুন!

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর।

কবিতায় +

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মৃদুল শ্রাবন । নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর।

কবিতায় +

১১| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

সোহানী বলেছেন: হ্রদিতা থাক না মনের গোপন কোঠায়......... ++++

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । তবে তাই হোক ।

১২| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

হাতীর ডিম বলেছেন: সুন্দর :)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি কাবাবে হাড্ডি। আমার জন্য ছোটগল্পের ফরমায়েসের দাবী।।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ছোট গল্প ।দেখা যাক ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: হামম..হৃদিতা...
সুন্দর শব্দের অলংকার.. :)
ভালো লাগলো কবিকার ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কান্ডারী ।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার মুগ্ধপাঠ্য কবিতায় ৭ম ভালোলাগা ...

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

রোদেলা বলেছেন: অনেক ভালো লাগা।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.