নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একটা গানের পাখি হারিয়ে গেছে

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮

একটা গানের পাখি হারিয়ে গেছে

যে রোজ গান শুনাতো

আমাদের সবাইকে।

আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার গান শুনতাম,

অনেকগুলি উপভোগ্য সময় পেয়েছি তার কাছ থেকে।

যখন খুব ক্লান্ত বোধ করতাম,

তার কাছে গিয়ে গান শুনে ক্লান্তি দূর করতাম।

আমার প্রিয়তে তাকে সাদরে অবস্থান দিয়েছিলাম

এখন সে জায়গাটিতে তার গানটি খুঁজে পাচ্ছিনা

খুব কষ্টে আছি।কোথায় গেল সেই গানের পাখি?

তার অভিমান বার্তা পড়েছি,

তার পাশে দাঁড়াতে পারিনি,

সে সময়টা মন্তব্য করার অনুকূলে ছিলনা তাই;

এখন তন্ন তন্ন করে তাকে খুঁজে পাচ্ছি না

তার কাছ থেকে গান শুনার জন্য ব্যাকুল হয়ে আছি

গানটি শুনতে না পেলে মন খারাপ হবে খুব

তিনি তো কোন দূষ করেননি

একটি গান মন ভাল করে দিতে পারে,

একটি গান কোন এক অখ্যাত প্রবাসীর একাকিত্বে দারুন সঙ্গ দিতে পারে

একটি গান প্রেরণা হতে পারে

আশ্রয় হতে পারে

অনেক বৃহৎ জিনিসের সেই ক্ষমতা থাকে না।

তাই গানকে ছোট করে দেখার সুযোগ নেই

সেটি টনিক হতে পারে

সেটি স্টিকি হওয়ার মত বিষয় হতে পারে

একুশে ফেব্রুয়ারীর গান যেমন করে শিরোনাম হয়ে ওঠে।

গান হৃদয়ের গভীরে বাস করে

গানের পাখি তাই সবার মনে জায়গা করে নিতে পারে

গানের পাখি ছাড়া বসন্ত আর সমাধিক্ষেত্রের মধ্যে কোন পার্থক্য নেই।

এই আবাসভূমি সমাধি ক্ষেত্র হোক সেটি কারো কাম্য হতে পারে না।

চমৎকার কিছু গান শুনতে চাই !

মন ভাল করা গান!

গানের পাখিটি কি শোনাবে না আজ মধুর কোন গান?

--------------------------------------

গান নির্বাচিততে গেলে তার জন্য নিশ্চয় ব্লগার দাযী নয়।সম্পাদক সাহেব এটি দেখেন।



এই লিখাটি সুপ্রিয় ব্লগার সামু ব্লগের বুলবুলি লিরিকস কে নিয়ে লিখা ।লিরিকস্ আপনি সমহীমায় ফিরে আসুন । আপনার গান আমার মত অধমের কাছে অনেক গুরুত্বপূর্ণ ।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: এই আবাসভূমি সমাধি ক্ষেত্র হোক সেটি কারো কাম্য হতে পারে না

কঠিন.........!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
সুপ্রিয় ব্লগার লিরিকস আমাদের সবাইকেআবার গানের লিরিকস আর গানের লিংক সম্বলিত পোস্ট দিবেন সেই কামনা থাকলো ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ইউটিউব সার্চ দিয়েই আপনি আপনার পছন্দের হাজার গান শুনতে পাবেন !
লিরিকস ফিরে আসুক !

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আর লিরিকস এর ফিরে আসার কামনায় সহমত ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৪

তারছেড়া লিমন বলেছেন: সামু ব্লগারদের একটি বিষয় দেখি বলা নেই কওয়া নেই হঠাৎকরে সব পোষ্ট গায়েব। ভাই এইটা কোন সমাধান নয়। পাঠক কে ভোগান্তিতে ফেলার একটি সুক্ষ কৌশল বলেই আমার বিশ্বাস। যদি সব ড্রাফট করবেন তবে কেন এত পোষ্ট করে নিজের একটা বৃত্ত রচনা করেছিলেন। একজন লেখকের কতটুকু রাইট আছে তার পাঠকের ইমোশনে আঘাত করার। আজ সামুর অনেক ব্লগার নিঃশব্দে চলেগেছেন। এর দায় কার। আচ্ছা আজ যদি ইমন জুবায়ের ভাই এর সমস্ত পোষ্ট ড্রাফট হয়ে যায় তাহলে সামুর মডারেটর গন কি করবেন?

কাজী নজরুল ইসলামের একটা কথা পড়েছিলাম যেখানা তিনি বলেছেন পাখির স্বভাব হল গান করা ......... ।সেই গান কারও ইচ্ছা হলে শুনুক না হলে কান বন্ধ রাখুক। আপনি আপনার কাজ করে যান যে যা বলে বলুক। আমি একজন পাঠক হিসেবে এতটুকু তো চাইতেই পারি আমার পছন্দের গানের লিরিক্স গুলো আপনি ফিরিয়ে দিন।

লিরিকস ফিরে আসুন ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ লিরিকস ফিরে আসুক ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ডি মুন বলেছেন: লিরিকস ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার আমার প্রত্যাশা তিনি রাখবেন। পিনাং থেকে ফিরে সেটার ব্যাপারে পোস্ট দিবো। ভাবলাম গানটা শুনে শুনে একটা পোস্ট দিবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো.......আমার প্রিয় তালিকায় দেখি গানটা নেই্। উনার সব পোস্ট ড্রাফটে । মেজাজ খারাপ করে এটাই লিখলাম। সামুর খুব লাভ হয়েছে।

তার দেয়া গানগুলোতে ব্লগের প্রচারণা ভালই হচ্ছিল । একদিন ব্লগের বিশাল সম্পদে পরিণত হত এই গানগুলি । এখন কেমন হলো।

আপনাকে পাশে পেয়ে ভাল লেগেছে। সরিষার ভিতরে ভূত উপকার কতটুকু করে জানি না ক্ষতি ই বেশি করে ।

লিরিকস আপু/ ভাইয়া দ্রুত ফিরে আসুক ।তার গানের ডালি নিয়ে ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

সোহানী বলেছেন: কবিতাটা দূর্বোধ্য মনে হচ্ছে..... তারপর ও কস্ট করার ++++++++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: এটি সুপ্রিয় লিরিকস ভাইয়াকে ফিরে আসার অনুরোধ করে লিখা ।তার দেয়া গানের পোস্ট গুলো থেকে গান শুনতাম । প্রিয় তালিকায় তার গান রেখেছিলাম । দেখলাম সেটা নেই। তাই তাকে আহবান করেছি এ্ই কবিতায় ।


কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১

আমি ইহতিব বলেছেন: গানের পাখী যে অভিমানে পোস্ট ড্রাফট করেছেন তা অমূলক। আমিনুর ভাই আগেই স্যরি বলে নিয়েছিলেন। আর লিরিকস আপুর পোস্ট নির্বাচিত পোস্টে যাওয়াতে তার তো কোন দোষ ছিলনা। সমস্যা থাকলে তা ছিলো নির্বাচকদের।

লিরিকস আপু সব অভিমান ভুলে ফিরে আসুক। আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিক এই কামনা করছি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমিনুর ভাইকে আমি চিনি।অনেক বড় মনের মানুষ।উনি যেটা ভাবেন সেটাই বলেন ।
উনি সত্যটাই বলার এবং বুঝার চেষ্টা করেন । তাকে মন থেকে শ্রদ্ধা করি ।

আমার গানের পাখির গান প্রয়োজন । সাম হুয়ারইন ব্লগ যদি পানের দোকান দেয় তাহলে সেখান থেকে পান খাওয়াও আমার প্রয়োজন ।

সামু যদি ওয়ান স্টপ সার্ভিস হয়ে যায় তাতে আমি খুশি হবো ।

অনেকে ইউ টিউব ব্লা ব্লা বলেছেন।
আমি সামু টিউব চাই ওটাতে গান শুনবো ।নিজের ঘরের গান শুনবো ।এতে যে আনন্দ অন্য কিছুতে সেটা কিভাবে পাবো শুনি ।


৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

আবু শাকিল বলেছেন: লিরিক স ফিরে আসুক।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চা ই তার ফিরে আসা ।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমিও সহমত :-0

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সহমতে ধন্যবাদ ।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++
অনেকে চলে গেছে । অনেকে নিভু নিভু ! ভালো লাগে না ।

কেমন আছেন ভ্রাতা ?

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: উনিতো, নীরবে অামাদেরকে অনেক গানের কথা উপহার দিয়ে যাচ্ছিল। যা ভবিষ্যতের জন্য দরকার ছিল।

অাশা করি, উনি ফিরে অাসবেন।

মডুদের নির্বাচিত পাতায় অারো সময় এবং মনোযোগ দিতে হবে।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩

হরিণা-১৯৭১ বলেছেন: গানের পাখী বসেছিল দুইদিন শাখার পর,
গান ফুরায়ে যাবে যবে,
গানের কথাই মনে রবে,
পাখী তখন থাকবে নাকো, থাকবে পাখীর স্বর!;
উড়বে তুমি।
কাঁবো আমি,
ধুসর বালুর চর।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

হরিণা-১৯৭১ বলেছেন: -
-
-
-
-
-
"
গানের পাখী বসেছিল দু'দিন শাখার পর,
গান ফুরায়ে যাবে যবে,
গানের কথাই মনে রবে,
পাখী তখন থাকবে নাকো, থাকবে পাখীর স্বর!;
উড়বে তুমি।
কাঁদবো আমি,
ধুসর বালুর চর।

"

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

লিরিকস বলেছেন: ভাইয়া, এখানে কিছু লিখব না। আপনি দেশে আসুন। সামনা সামনি বলব।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: তুমি আমার গান দাও । আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো সেইটা ......তারপর দেখবো। আমি তো কোন দোষ করিনি ।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

লিরিকস বলেছেন: :) :) :)

কেউ কোন দোষ করেনি ভাইয়া। বিশ্বাষ করুন ভাইয়া।

তবে
আমি আপনাকে বলব কিছু।


দিয়ে দিয়েছি ভাইয়া। আর আপনার হেমন্ত'র গান আসিতেছে!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ ।গড ব্লেস ই উ ।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)


লিরিকস আপ্পি ব্লগ ছেড়ে দিয়েছিলো নাকি??


যাই হক, আগের মন্তব্যে দেখলাম উনি ফিরে আসবে বলে জানাচ্ছে।


ওয়েল কাম ব্যাক তাকে

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।ওয়েলকাম ব্যাক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.