নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সে আর নেই

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

সে আর নেই

আমাদের হাসি খেলায়

হয়তো আসবে আবার

তবে সে নেই এটাই ধ্রুব সত্য

সে মন থেকে নেই

অবচেতন মনে হয়ত সে আসে

অন্য কোন পরিচয়ে

অথবা আসে না আর।

মেধা আর মননে

সে ছিল অতুলনীয়দের একজন

তবু দুঃখ বুকে নিয়ে তার সরে যেতে হয়

সে যেতে চায় নি

এত ভালবেসে চলে যাওয়া উৎকট।

কয়েকটা সাগর দূরত্বে থেকেও

আমি বৃষ্টির শব্দ পেয়েছি,

আমার কিছু করার ছিল না

এক ক্ষুদ্র ধূলিকণা কিইবা করতে পারে?

পদতলে পিষ্ঠ হওয়া ছাড়া।



আমার শুধু অনুশোচনা হয়

আমার এ ক্ষুদ্রতা শুধু জানেন করুণাময়

শুধু এটুকু বুঝি

সবাই চলে যায়

ক্রমাগত নিঃসঙ্গতা খুঁজে পাই

আর হতে থাকি নির্দয় ।



সব কিছু উজাড় করে দিয়ে

খুব অধিকারী হয়েছিস !

ওভাবে দুঃখ পেতে হয়

এ মনের গভীরে শুধু যন্ত্রণা বাঁধে বাসা

এত ভালবেসে তাই চলে যেতে হয়।



হে সমুদ্র ,ধূলিকনাকে ক্ষমা করে দিও

অতটুকু দাবী হয়তো বা অমূলক নয় ।



-------------------------------------------------------------



উৎসর্গ ঃ আমার শ্রদ্ধাস্পদ অসাধারণ ব্লগার কান্ডারী অথর্ব

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

কোজাগরী চাঁদ বলেছেন: তিনি নাই কেনো? কই গেছেন? কি হইসে উনার?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: উনার শেষ কবিতা আমি পড়েছি। আমি বুঝে গেছি ওর মনে অনেক দুঃখ ।তা নাহলে অমন কবিতা লিখলো কিভাবে ?

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বিষাদে ভলো লেগেছে কবিতাটি । +++...

হে সমুদ্র ,ধূলিকনাকে ক্ষমা করে দিও
অতটুকু দাবী হয়তো বা অমূলক নয় ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

উদদিন বলেছেন: বেশ ভালো লেখেছেন !

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

রাফা বলেছেন: আমরা সবাই অতি ক্ষুদ্র এই মহাবিশ্বে।একজনের কাছেই শুধু চাওয়াটা থাকা উচিত।

কে নেই আর কেইবা চলে গেলো?

কেমন আছেন সেলিম ভাই....ধন্যবাদ, চমৎকার কবিতার জন্য। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কেউ নেই ।শিপু ভাই নেই ,জনি ভাই নেই ঘুড্ডির পাইলট নেই এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা নেই, কান্ডারী অথর্বও নেই। শায়মা নেই । সবাই নে্ই ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

রাফা বলেছেন: আমরা সবাই অতি ক্ষুদ্র এই মহাবিশ্বে।একজনের কাছেই শুধু চাওয়াটা থাকা উচিত।

কে নেই আর কেইবা চলে গেলো?

কেমন আছেন সেলিম ভাই....ধন্যবাদ, চমৎকার কবিতার জন্য। :)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর কবিতা সেলিম ভাই !
সে আছে !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কাল্পনিক ভালবাসাও নেই ।ওরা সবা্ই ব্লগ ছেড়ে দিয়েছে ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগল ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ভাল লাগা ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

রাফা বলেছেন: সবাই আছে, শুধু একটু বিরতিতে আছে।সময় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে।ওয়েট এন্ড সি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব আর আসে নি। ও না আসাতে যারা খুশি তাদের জন্য ব্যাপারটা উৎযাপনের মত আনন্দের ।তাদের প্রতি শুভকামনা থাকলো ।

এসমস্ত বিদায় নিজের বিদায়ের পথ সুগম করে দেয়।

একদিন সব মায়া কাটিয়ে চলে যেতে সক্ষম হবো ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:

শিরোনামে তো ভয় পাইয়ে দিয়েছিলেন ! :|

কবিতা অনেক সুন্দর হয়েছে ।

সবাই ফিরে আসুক ...

শুভকামনা রইল ।্

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: অবশেষে আপনা শুভকামনা কাজে লেগেছে কান্ডারী ফিরে এসেছে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

হরিণা-১৯৭১ বলেছেন: কি ঘটলো?

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: কাণ্ডারি ভাইয়ার শেষ কবিতা পড়ে এমনটাই আশংকা করেছিলাম। তবে প্রত্যাশা করি আমার আশংকা যেন ভুল প্রমাণিত হয়।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩০

আবু শাকিল বলেছেন: সবাই এখন ফেবুতে রেগুলার।
ব্লগে কম আসে, আসলেও হয়ত চুপচাপ আসেন আবার চলে যান।তাই সিনিয়র ভাইদের ফেবুতে এড করে নিয়েছি।
সবাই আবার ফিরে আসুক।
কবিতা সুন্দর হইছে।যাকে নিয়ে কবিতা লিখেছেন তিনি এখনো আসছেন না কেনু কেনু।প্লিজ কেউ কান্ডারি অর্থব ভাইকে খবর টা দিন।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: হয়তো ওরা আসবে, কোন এক সময়, অন্য কোথাও, অন্য কোন রূপে! সহজ হবেনা তাকে চেনা তাকে বোঝা!

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: এ মনের গভীরে শুধু যন্ত্রণা বাঁধে বাসা
এত ভালবেসে তাই চলে যেতে হয়।

মর্মস্পর্শী

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে ।

সবাই ফিরে আসুক ...

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

ডি মুন বলেছেন: সব কিছু উজাড় করে দিয়ে
খুব অধিকারী হয়েছিস !
ওভাবে দুঃখ পেতে হয়
এ মনের গভীরে শুধু যন্ত্রণা বাঁধে বাসা
এত ভালবেসে তাই চলে যেতে হয়।


কাণ্ডারি ভাই আবার ফিরে আসবেন এবং লিখবেন- এমনটাই আশা করি।
সিনিয়ার ব্লগাররা এভাবে অভিমান করে থাকলে তো হবে না।

ভাইয়া, চলে এসো তাড়াতাড়ি।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী আজও আসেনি । তবে এটুকু বলতে পারবো তিনিএ কবিতা পড়েছেন । এবং অবশ্যই চোখের পানি ফেলেছেন ।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর কবিতা... খুব ভালো লাগলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.