নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমরা কি পারি না বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে ?
দেশের স্বার্থে রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে ?
আমরা কি পারিনা মাহাথীরের মত সমৃদ্ধশীল দেশ গড়তে?
আমরা কি উৎসাহিত হতে পারি না সিংগাপুরের মত দেশ দেখে!
যেখানে সবজিটিও আসে অন্য কোন দেশ থেকে।
শুধুমাত্র পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় ছক একে
আমরা কি হতে পারিনা উন্নত এক জাতি?
আমরা কি পারিনা সৃজিতে যুক্তরাষ্ট্রের মত ঝলমলে সব রাতি।
ক্ষমতার পেয়ালা লেহনে যাদের দিন যায় রাত যায়
তারা কি দেশের স্বার্থে পারবে না জলাঞ্জলী দিতে অসততায়!
সম্ভবনার বাংলাদেশে যেখানে জুটে শ্রম অনায়াসে
যেখানে রয়েছে বিস্তীর্ণ সরস সমভূমি
যেখানে মিশে থাকে মহান’৭১ এর গৌরবগাঁথা চেতনাখানি।
যে দেশের মানুষ দেশের তরে দিয়ে দিয়েছেন আপনপ্রাণ
তারা কি তবে পারবে না মানতে সততা আর মেহনতের প্রবিধান।
যদিও সেসব দেশে বলার মত কিছু নেই তবু তারা আজ কত উন্নত
শুধু সততা আর পরিশ্রম বিনিয়োগে সতত ।
আমরাও কি তেমন করে হতে পারি না অনন্য, সুমহান ।
লাগবে শুধু উন্নত অবকাঠামো আর সদা ব্যস্ত প্রাণ ।
আমরা কি লী এর মত প্রত্যয়ী হতে পারি না ?
শুধু ব্যবসার উপর ভর করে যারা এত সমৃদ্ধ হয়
তাদের দেখে উৎসাহ প্রাণে অগ্রসর হওয়া কেন নয়!
আপন মনে স্বপ্ন দেখি তাই মাহাথীর আর লী'র জন্ম হোক বাংলায়
তাদের হাত ধরে যেন বাংলাদেশ সমুখপানে ছোটে যায়
জয় করে সব অযাচিত অন্তরায় ।
দারুন জিজ্ঞাসা মনে
আমরা কি পারিনা রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেলে দিতে দূর বনে।
আমরা কি পারিনা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃজিতে এই খানে ।
আমরা কি পারিনা শত ভেদাভেদ ভুলে যেতে ছুটে?
আমরা কি পারিনা এগুতে সমৃদ্ধির সেই পথে ?
-----------------------------------------
উৎপত্তি- মেরিন বে স্যানডস ,সিঙ্গাপুর
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের বিজয়মন্ত্রে উজ্জীবিত হতে হবে । আর ৭১ এর চেতনা বুকে নিয়ে এগিয়ে যেতে হবে । মনোবল হারালে চলবে না ।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
নাসরিন চৌধুরী বলেছেন: না আমরা পারিনা !!!
আমরা শুধু একে অপরের চুল ভালই ছিঁড়তে পারি।
ভাল লাগা---কবিতার বোধ জাগুক সবার অন্তরে। শুভকামনা জানবেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন আপু । হতাশ হন কেন? আমরা ঠিকই উন্নত হবো।
ঝগড়া ঝাটি ভুলে গিয়ে সমৃদ্ধির পথে এগুবো ।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ডট কম ০০৯ বলেছেন: কোন এক প্রজন্মে হয়তো আমরা সত্যি সমৃদ্ধ হব।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমরা পারবনা । আমাদের পারতে দেয়া হবেনা । খুব গোপন অন্ধকারে আমারই কোন ভাই আততায়ী সেজে যখন আমার পিঠেই ছুঁড়ি বসায় তখন কি করে এমন স্বচ্ছ সুন্দর স্বপ্ন দেখতে বলেন ???
আমরা কেবল প্রার্থনা করতে পারি যাতে আমাদের সন্তানেরা এসে দেশটাকে নিজেদের মত গড়ে নেবার সুযোগটুকু পায় ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে অসম্ভব নয় । আমাদের সন্তানেরা হলেও পারবে ।
ভাল থাকবেন নিরন্তর শুভকামনা ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: দারুন জিজ্ঞাসা মনে
আমরা কি পারিনা রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেলে দিতে দূর বনে।
দুরাশা অতি
সুন্দর কবিতা ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। পরিবেশ বন্ধু ।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: ব্যক্তিগত চিন্তা থেকে কবিতা উৎপত্তি হয়েছে। কথাগুলো সত্য। দারুণ।
কবিতা হিসাবে মোটামুটি লাগল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সিঙ্গাপুর মালয়েশিয়া দেখে লোভ লাগলো ।আমাদের দেশটা সমৃদ্ধ হতে পারে ।কে না চায় তার দেশটা সমৃদ্ধশালী হোক।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অপেক্ষায় রইলাম ভাই
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমরা সবাই অপেক্ষায় থাকি। অপেক্ষার প্রহর শেষ হতে চায় না ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
হানিফ রাশেদীন বলেছেন: এই উপব্ধি আমাদের প্রত্যেকের
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: হুম ঠিক বলেছেন সুপ্রিয় ব্লগার । এটা প্রত্যেক বাংলাদেশীর কামনা। দেশ সমৃদ্ধিশালী হবে ।অনিয়ম সব দূরীভূত করে সব জায়গায় স্বচ্ছ্বতা আর জবাবদিহিতা নিশ্চিত হবে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: হুম ঠিক বলেছেন সুপ্রিয় ব্লগার । এটা প্রত্যেক বাংলাদেশীর কামনা। দেশ সমৃদ্ধিশালী হবে ।অনিয়ম সব দূরীভূত করে সব জায়গায় স্বচ্ছ্বতা আর জবাবদিহিতা নিশ্চিত হবে ।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫
ঢাকাবাসী বলেছেন: না আমরা পারিনা। আমরা কমিশন খাবো, ঘুষ খাবো, সরকারী ১০ টাকার কাজ ১০০ টাকায় করিয়ে কমিশন খেয়ে সিংগাপুর যাবো মার্কেটিংএ, একটা কাজ করাতে ৪৫ টা সই লাগে আর ৪৫ জায়গাতে ঘুষ দিতে হয়। মাহাথীর লী কুয়ান ফুয়ান দিয়েও হবেনা! ওরা এলে ৭ দিনে পালাবে। দুঃখীত।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে অবস্থার কারণে দেশের অনেক মানুষ হতাশ । সব দূর্নীতি বন্ধ হয়ে একদিন শান্তির সুবাতাস বইবে এই কামনা রইলো ।
ভাল থাকবেন ঢাকা বাসী ।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২
হাসানস০০৭ বলেছেন: দেশের যে অবস্থা তাতে কোন মহা মানবের আগমন ছাড়া কিছুই হওয়া সম্ভব না। আর মহামানবদের কিছু করার আগে আমরাই মেরে ফেলব।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ বলেন নি । অমনটা হওয়া অসম্ভব নয় ।
তারপরও ভাল কিছুর প্রত্যাশায় থাকলাম ।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
কলমের কালি শেষ বলেছেন: ৯৯% ওকে শুধু দুর্নীতিতে একটু জোঁক আছে এই আর কি ।
আমরা সব পারতাম কিন্তু সেই অভ্যাস তৈরী হওয়ার আগেই বদঅভ্যাসের দিকে চলে গেছি ।
কবিতায় ভাললাগা রইল ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত কমেন্টে ভাল লাগা । ১% অনেক সময় সব পন্ড করে দেয় ।আর আমাদের অনেক ক্ষেত্রে দূর্নীতির ঝোক ৮০%।
শুভকামনা থাকলো ।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: সব কিছুর জন্য প্রয়োজন সত্যিকারের দেশপ্রেম ও আন্তরিকতা ! গ্যালারি শো দিয়ে জনপ্রিয় হওয়া যায় দেশের উন্নতি সম্ভব নয় ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সত্যি কথা । অনেকে লোক চক্ষুর আড়ালে কাজ করেন তারাই প্রকৃত লোক। তবে অনেক সময় মানুষকে কাজে উদ্বুদ্ধ করার জন্য চলে যেতে হয় সামনে। সেটাও দারুন কার্যকরী ।
দারুন কমেন্টে অনেক ধন্যবাদ ঘুড্ডির পাইলট ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
রোদেলা বলেছেন: আমরা আসলে কি পারতে চাই তাই জানি না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: আসলে অনেক সময় কর্তব্য নির্ধারণ কার কঠিন হয়ে দাঁড়ায়।
আমরা সবাই কিন্তু এই বিষয়ে একমত যে আমরা সবাই দশের উন্নয়ন চাই ।দেশের সমৃদ্ধি চাই।
ভাল থাকবেন রোদেলা আপু।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই আমরা কি পারি না? আমরা পারি, কিন্তু উনারা পারতে দেন না। উনারা কারা এটা নিশ্চয়ই আর বলতে হবে না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
ভাল থাকবেন সবসময় ।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫১
অপ্রতীয়মান বলেছেন: বর্তমান দাড়িয়ে হয়তো প্রতিটা "আমরা কি পারি না?" এর উত্তর "এখনো পারি না" বলতে হবে। কিন্তু আশাবাদী মন বলে সামনে প্রজন্ম এই প্রতিটি "আমরা কি পারি না?" এর উত্তর "আমরা পারি এবং আমরা পারছি" বলবে। সে দিনের অপেক্ষাতেই আছি.....
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা !!! আমরাও পারি ---চেষ্টা করলেই পারি কিন্তু করি না --- এটাই সমস্যা
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । সবাই মিলে চেষ্টা হয়ে যেত এতদিনে ।
ভা্ল থাকবেন সবসময় ।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১
মামুন রশিদ বলেছেন: কি জানি, পারতেও পারে কোন প্রজন্ম ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন দেখতে দোষ দেখিনা মামুন ভাই ।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
সোহানী বলেছেন: কাল আমার ছেলে আমাকে প্রশ্ন করেছে যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহণে প্রথম তিনটি কাজ কি কি করবো? আমি উত্তর দিয়েছিলাম,
১) দেশে দূর্নীতির শাস্তি মৃত্যুদন্ড করবো
২) দেশে খাদ্যে ভেজালের শাস্তি মৃত্যুদন্ড করবো
৩) দেশে ইভ টিজিং বা ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করবো
লিখায় বরাবরের মতোই ++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন উত্তর দিয়েছেন ।
বিনিয়োগ নির্ভর পরিবে বেশ নিশ্চিৎ না হলে দেশের উন্নতি হবে না।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
টুম্পা মনি বলেছেন: হুম গভীর ভাবনার কবিতা। আমরাও চাইলে অনেক কিছু পারি। কিন্তু আমরা ওভাবে চাইতেই জানি না। আমাদের ধারণা যেই রাজনৈতিক দলের মানুষদের আমরা চাই না তাদের টারমিনশনেই শান্তি। আসলে টারমিনেশন শুধু হিংসা, প্রতিশোধের স্পৃহাই বাড়ায়। দেখুন না স্কটল্যান্ডের কাহিনী। ওরা যুদ্ধের মাধ্যমে নয়, ভোটের মাধ্যমে সমাধা করেছে ওরা ব্রিটেন থেকে আলাদা হবে না কিনা। আমরা কবে চিন্তা ধারায় এতখানি উন্নত হবো ভাবি।
অনেক কিছু বলে ফেললাম। এত কিছু বলার জন্য আপনার চমৎকার কবিতাটিই দায়ী। এটি ভাবালো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমিও কবিতা খানির ঘাড়ে দোষ চাপালাম। দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। চাই রাজনীতিবিদদের উন্নততর মন মানসিকতা । আমরা রাজনীতি করি আর না করি । রজনীতির মধ্যে আমাদের বাস করতে হয় ।
সবাই চায় দেশের উন্নয়ন সেটা হয় না কথার উন্নয়ন হয় আর আমরা মিষ্টি গলায় আপা আপা ম্যাডাম ম্যাডাম করি ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা আর মন্তব্যে ধন্যবাদ ।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সম্ভব কি ?
এখানে কেউ কারো না , দেশ কারো না !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: তেমনটাই চলছে। নিজের পকেট পূজা করতে গিয়ে সবারই ক্ষতি হচ্ছে ।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমরা অনেক কিছুই পারি, শুধু নিতে হবে ইনিশিয়াল স্টেপ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট করেছেন ধন্যবাদ।
ভাল থাক
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫
দৃষ্টিসীমানা বলেছেন: আমরা যখন সবাই এক ছিলাম তখন কেমন সহজে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করে ফেললাম , আর এখন আমরা কেমন নড়বড়ে হয়ে পড়েছি ।
আমরা কি ধীরে ধীরে তলিয়ে যাব ?
কবিতা খুব ভাল লাগল ।শুভ কামনা ।
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
ডি মুন বলেছেন: আমরা কি পারিনা রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেলে দিতে দূর বনে
সুন্দর কবিতা +++++
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
আমরা আশাবাদী, তাছাড়া তো আর কোন উপায় নেই!!
শুভেচ্ছা কবি।
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই আমরা পারি।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
অন্ধবিন্দু বলেছেন:
নাহ্ ! পারি না, সেলিম।
মাহাথীর আর লী'র জন্ম হলেও সম্ভব নয়। কারণ আমরা হারিয়ে ফেলছি ৭১ এর গৌরবগাঁথা চেতনাখানি ...