নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পাথরের ফুল

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪





মেয়ে তোমার নিরবতা আমাকে পাথরের মত শুষ্ক করে দিল

অথচ আমি তোমার জন্য এফোঁড় ওফোঁড় হতে রাজি ছিলাম;

আসলে অনুভূতির সবটুকু মালিকানা তোমাকে দিয়েছিলাম

কারো কটাক্ষে আঁচড় লাগেনি আমার নিথর গায়

আমি ছিলাম প্রচন্ড কাতর তোমার আকাঙ্খায়

তুমি ছুঁয়ে দিলে আমি দ্রবীভূত হতাম

সাগরের জলে লবন যেমন নিরাকার।

আমি আকাশ হয়ে ছিলাম

নীল রঙের বেদনার্ত আকাশ।

আমি বাতাস হয়ে ছিলাম

ঝিরঝিরে চৈতালী বাতাস।

আমি আগুন হয়েছিলাম ভালবাসার অলংকার গড়বো বলে।

আমি তোমাতেই হারিয়ে গিয়েছিলাম

তোমার অনুমতির অপেক্ষা করিনি ।

তুমি কবিতা ভাল বাস বলে

অতঃপর নিরুপায় আমি কবি হয়েছিলাম;

কবি হওয়ার মত আর কোন হেতু আমার ছিল না।

আমার রন্ধ্রে রন্ধ্রে তুমি কবিতা হয়ে ছিলে আমার

আমার গায়ে জ্বর এনে দিয়েছো কতবার

আমাকে কত অনিদ্রা দিয়েছো উপহার

অতঃপর আমাকে ভালবাসার কাঙাল করে ছুড়ে ফেলেছো

মহাকাশে অজানা কোন নীলে ।

আমি অবাক হয়ে ভাবি

তুমি কি শুধুই ব্যথা হয়ে ছিলে আমার

অথচ আমি হৃদয়টা আকাশ করেছিলাম তোমার ।

মন্তব্য ৭১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

 বলেছেন: +

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও + এ ধন্যবাদ ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাই।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: হ্যালো ।স্বর্ণা !! কেমন আছো ?

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই অ্যাম ওয়েল, ইউ?

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি ওয়েল । ব্যস্ত আছি খুব । তুমিতো আমার ব্লগে আসো না ।তাই ব্লগে আসার আগ্রহ পাইনা ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: কবি পোস্ট করেছেন, তাতেই প্লাস এবং খুশি। ;) ;)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনি খুশি হওয়াতে আমিও খুশি ।


ভাল থাকবেন ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা।

আই অ্যাম বিজিয়ার দ্যান ইউ।

জাস্ট গেটিং সিক অব এভ্রিথিং!

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমার চেয়ে বিজি কিভাবে ? আমিও ছাত্র্র তুমিও ।নিজে রান্না বান্না করে খাই। সময় বেড় করে বেড়াতে যাই। এর চেয়ে ব্যস্ত হয় কিভাবে?

সিক ব্যাপার স্যাপার এড়িয়ে গেলেই হয়। ইউ ক্যান রক স্বর্ণা । এভরি ওয়ান অব দিস ব্লগ নোস দা ট্রুথ । :)

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

ডি মুন বলেছেন: +++++++

অনেকদিন পর :)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: মাত্র কয়েক মাস । তারপর কি খবর ? যেন তেন পোস্ট ব্লগে করতে চাই না । ফেবুতে দিয়ে দিই । তাই পোস্ট কম। অবশ্য এ কবিতাটি ভাল না হওয়া সত্ত্বেও দিলাম ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর আসায় +++++++++++
কবিতায় ++++++++

ভাল থাকবেন সেলিম ভাই :)

শুভকামনা ।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ০০৭ আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন শুভকামনা থাকলো ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: ব্যাস্ততার মাঝেও ফিরে আসায় স্বাগতম।

কবিতায় দ্বিতীয় ভালো লাগা রইল।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রবাসী পাঠক অনেক ধন্যবাদ ।কমেন্টে আর পাঠে। আর শুভকামনা নিরন্তর ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই উইশ আই কুড শো ইউ মাই স্কেজুল। এভ্রি সিঙ্গল আওয়ার গুণে রাখতে হয়। সামথিং ইজ স্কেজুলড ইন অলমোস্ট এভ্রি আওয়ার :(

বেড়ানোর টাইম আছে? :P তাহলে তো আপনি ব্যস্ত না। সামটাইমস আই ইট মাই ফার্স্ট মিল অব দ্যা ডে অ্যাট ফাইভ পি এম :(

টেক কেয়ার অব ইওরসেলফ!

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বেড়ানোর সময় কোথায়? এ্ই এত জায়াগাতে গেলাম সবগুলো ছিল ফিল্ড ওয়ার্ক । একেকটা ফিল্পে চারা পাচটা এ্সাইনমেন্ট করতে হয়। তার পরও গ্যাপ বেড় করে কিছু করা মানে ব্যস্ততার মাত্রা বাড়ানো ছাড়া আর কিছু।
আমি তোমাকে মিস করি খুব। বাট যোগাযোগের কোন সুযোগ নেই। আর তুমি তো আমাকে মনেই রাখো না ।

তুমিও যত্ন নিও তোমার । অনেক সময়ই ভাবি কিসের জন্য এত পরিশ্রম করি !বা কার জন্য!

১০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫

কলমের কালি শেষ বলেছেন: শেষ পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে তাহলে । খুব ভাল লাগছে । কেমন আছেন সেলিম আনোয়ার ভাই ?

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আপনি কেমন আছেন ।শুভকামনা আপনার জন্য ।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩২

কলমের কালি শেষ বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ।

আপনার জন্যও রইল ভালো থাকার শুভ কামনা । :)

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ভাল আছেন জেনে ভাল লাগলো । আবারো শুভকামনা ।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: যাক পেলাম , গতকাল ফেবুতে খোঁচা দিয়ে ভালই করেছি আজ সেলিম ভাইয়ের ঝরঝরে কবিতা পেলাম। তবে কবিতার কবির জন্য খারাপ লাগছে।

কেমন আছেন?

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: এইডা কোন কমেন্ট হইলো । ;)

কবিতার কবির জন্য কবিতার কেমন লাগছে সেটা নিয়ে ভাবছি।

বেশ আছি । :)

আপনি কেমন আছেন ?

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

সেভেন বলেছেন: অতঃপর আমাকে ভালবাসার কাঙাল করে ছুড়ে ফেলেছো
মহাকাশে অজানা কোন নীলে ।
আমি অবাক হয়ে ভাবি
তুমি কি শুধুই ব্যথা হয়ে ছিলে আমার
অথচ আমি হৃদয়টা আকাশ করেছিলাম তোমার ।

_______________________++++___________+++________

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সেভেন । ভাল থাকবেন ।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: কবিতায় ভালো লাগা........++++++

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় আর পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: ওয়েলকাম ব্যাক সেলিম । কবিতা ভালো লেগেছে ।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ। দারুন সব কবিতার ভীড়ে নিজের কবিতা তুচ্ছ মনে হয় । স্বপ্নবাজ অভির অসাধারণ কবিতা পড়লাম। নিজের কবিতা পোস্ট করার ইচ্ছা হয় না তাই ।


কমেন্টে ও পাঠে ধন্যবাদ মামুন ভাই ।শুভকামনা নিরন্তর ।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:




লিখাটি ভালো লেগেছে সেলিম ভাই... বেশকিছু দিন পর লিখা দিলেন... তবুও দিলেন এটাই ভালোলাগার...


শুভকামনা...

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অদৃশ্য অবশেষে দৃশ্যমান হলো । :)

কমেন্টে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর । আমার মাথায় অদৃশ্য হওয়ার
চিন্তা ভাবনা কাজ করছে ।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা । ৬ষ্ঠ ভালোলাগা ভ্রাতা ++++++

আপনাকে দেখে অ্লআই খুব ভালো লাগছে ।

আসুন আবার সেই দিনগুলির মতো শুরু করি । আমি সকালে বিকালে কফি কাব্য , আর আপনিও দিবেন রোজ রোজ সুন্দর সুন্দর কবিতা :)

ভালো থাকবেন সবসময় :)

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ভ্রাতা । আপনার কফি কাব্য সফলতা লাভ করুক ।

ভাল থাকবেন ভ্রাতা । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন:
অথচ আমি হৃদয়টা আকাশ করেছিলাম তোমার

চমৎকার লাগলো সেলিম ভাই! আশা করি ভাল আছেন! অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম!

শুভেচ্ছা রইল!

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

ভাল থাকবেন অনেক ।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কেমন আছেন সেলিম আনোয়ার ভাই। অনেকদিন পরে লিখলেন।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে অনেকদিন পর লিখলাম ।

প্রতিদিন যে হারে লিখছি (অন্য কিছু)এখন তাতে সিক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ।


কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২০| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: নিয়মিত একজন ব্লগারের হারিয়ে যাওয়ার গল্প তাহলে শেষ হল। বর্তমান বস্ততা কতদিন থাকবে ? ভাল থাকুন সুস্থ থাকুন সব সময়।




কবির কবিতায় ++++

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কয়েকমাস। তারপর কোন ব্যস্ততা আসে কে জানে ছাত্র জীবনের মত আনন্দদায়ক মুহুর্ত আর আসবে না

অনেক ধন্যবাদ আপনাকে ব্লগে আসার জন্য ভাল থাকবেন নিরন্তর ।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

জুন বলেছেন: তুমি কি শুধুই ব্যথা হয়ে ছিলে আমার
অথচ আমি হৃদয়টা আকাশ করেছিলাম তোমার ।


প্রতিটি লাইনই এক কবির হৃদয়ের করুন হাহাকার ।
ভালোলাগলো অনেকদিন পর লেখা পেয়ে সেলিম আনোয়ার।
ভালো থাকুন অনেক ।
+

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: তা ঠিক বলেছেন ঠিক ঐ সময়টাতে হৃদয়ের হাহাকার থেকে লিখা কবিতা ।

জুনাপি অনেক ধন্যবাদ কমেন্টে ।শুভকামনা আপনার জন্য ।

কেমন আছেন আপনি?

২২| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বড় ভাই এতোদিন কোথায় ছিলেন? :)

সুন্দর কবিতায় ভালোলাগা উইথ +++++


আমি অবাক হয়ে ভাবি
তুমি কি শুধুই ব্যথা হয়ে ছিলে আমার
অথচ আমি হৃদয়টা আকাশ করেছিলাম তোমার ।

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

আলম দীপ্র বলেছেন: +++++++++++++++ ভালো লেগেছে ।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় আর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না কবি , আপনার সাথে কথা নাই । :( :(

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কেন কথা নাই। জবাব চাই ।

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

পার্থ তালুকদার বলেছেন: অনেক দিন পর....

ভাললাগা জানিয়ে গেলাম।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

টুম্পা মনি বলেছেন: অনেক দিন পর এসে এত সুন্দর কবিতা দিয়ে মুগ্ধ করে দিলেন সবাইকে। সত্যি অসাধারণ লিখেছেন।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ টুম্পামনি ।

ভাল থাকবেন শুভকামনা থাকলো নিরন্তর।

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা !
ওয়েলকাম ব্যাক সেলিম ভাই

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।ফাইনালী লুল সম্রাট হ্যাজ কাম ব্যাক শ্বশুড়বাড়ি !:#P

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভালোলাগা ++++++

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

ইসতিয়াক অয়ন বলেছেন: কবিতায় ভাল লাগা !

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময় ।

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৩৬

টানিম বলেছেন: কবিতায় ভালো লাগা ।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২১

তুষার কাব্য বলেছেন: শুভো হউক প্রত্যাবর্তন ...একরাশ ভালো লাগা কবিতায়..

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ তুষার কাব্য ।

ভাল থাকবেন সবসময় ।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাহ্, অনেক দিন পর আপনার কবিতা পড়ালেন সেলিম আনোয়ার ভাইজান....

শুভেচ্ছা জানবেন..... :)

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগলো সুপ্রিয় ব্লগার । আর অবশ্যই শুভকামনা থাকলো । :)

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কেমন আছেন..?

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল । আপনি কেমন আছেন ?

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৯

তওসীফ সাদাত বলেছেন:


তুমি কবিতা ভাল বাস বলে
অতঃপর নিরুপায় আমি কবি হয়েছিলাম;

কবি হয়েও তাঁর মন পেলাম না !!! :(

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: কতটা নির্মম এবার বুঝেন । কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ তওসীফ সাদাত । শুভকামনা থাকলো ।

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০২

এমএম মিন্টু বলেছেন: কবির কবিতায় ++++

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: সেলিম ভাই, আবারও মুগ্ধ। আপনার কবিতা পড়লে মনে হয়, কবিতা লিখা ছাইড়া দেই। যেই ব্লগে আপনার মত কবি কবিতা লিখে, সেই ব্লগে আমার মত চ্যাঙরা ক (বি বাদ) এর কবিতা আসলে ধৃষ্টতার মত।

৩৭| ১৫ ই মে, ২০২২ রাত ১০:০৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.