নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ল্যাংমিয়ার আর ফ্রেন্ডলিসের কায়দা কানুন রয়েছে নিউরনের পুরোটা জুড়ে
কতগুলো উপাত্ত সংগ্রহ করেছিলাম পরিশ্রম আর সময়ের শ্রাদ্ধ করে
খেয়ে না খেয়ে দীর্ঘক্ষণ বসে থেকে আবার দাঁড়িয়ে
পা ফুলে গেছে ধরে গেছে কোমড়
তবু করে গেছি সাধনা দিনরাত ভর।
এভাবে কেটেছে কত বেলা কতজনে করেছি পর!
জননী আমার বলে দিয়েছেন মুখের উপর,
ভুলে গেলি কি খোকা সব ?
ভিটে -মাটি- বাড়ী- ঘর!
কত রূপসীর আনাগুনা গেল চোখ ঘেষে
দেখা হয়ে ওঠেনি তবু তা অবশেষে ..সময় ফুড়োনোর সংশয়ে।
উপাত্ত গুলির যত্ন করার দায়িত্ব এখন মাথার উপর!
মেতেছি খেলায়,
কোন গ্রাফে ফেলে তাদের শায়েস্তা করা যায়।
সিউডো প্রথম নাকি দ্বিতীয় !
কত আগুনমুখো আরব তরুনীর হরিণচোখের অপলক দৃষ্টি মেখে
কতবার ঘুমিয়ে পড়েছি বইয়ের পাতার মড়মড়ে ঘ্রাণ শুকে;
রোদ বৃষ্টি আর পরবাসী মনের নিদারুন মিথোজীবিতায়
সোহারসনোদের জটিল সমীকরণের মর্ম খোঁজে খোঁজে
দিন চলে গেছে কেটে গেছে রাতের আঁধার।
ঘুমের মাঝেও তাদের নিদারুন অধিকার।
সেদিন রাতে ঘুমে যথন চারিদিক থমথমে
দেখি স্বপনে ট্যাকটনিক কারণে কার যেন লাশ
চলে এসেছে জানালার পাশের নালাটার তীর ঘেষে
এই নিয়ে জটলা বেধেছে উৎসুক জনে জনে।
আমি ভেবে চলেছি আপন মনে
এ কেমন অযাচিত পরিকল্পনা !
কেন একটিভ চ্যুতির ভেতর খুড়েছে কবরখানা।
ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেন্ডলিস আর ল্যাংমেয়ার
অথবা সিউডো সেকেন্ড অর্ডারের জটিল সূত্রখানা ।
খেয়ে না খেয়ে ,কখোনো বা রোদ বৃষ্টি মাথায় দিয়ে
জীবনের উপর দিয়ে বইছে সিউডো সেকেন্ড অর্ডার বিড়ম্বনা ।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতাতেই উত্তর পাওয়া যাবে ।
হারাইনি আছি। ধন্যবাদ ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
এহসান সাবির বলেছেন: জটিল সূত্রখানা......
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: মাথাটা হ্যাঙ করে জটিল সমীকরনে তাই কবিতার সূত্রপাত ।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
মাহবু১৫৪ বলেছেন: বড়ই কঠিন বিষয়!
ভাল লাগা
+++
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: মাথায় জ্যাম লেগেছে মাহবু১৫৪। হিসেব গুলি কেমন ছন্ন ছাড়া লাগছে ।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা +++++
দারুন লিখেছেন ।
অনেক শুভকামনা
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ । ভালথাকবেন নিরন্তর ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
নাসরিন চৌধুরী বলেছেন: এই জন্যই বুঝি হাওয়া ছিলেন? যাই হোক স্বপ্ন পূরণ হোক। লক্ষ্যে পৌছাতে গেলে এমন হবেই। ভাল লেগেছে লেখাটুকু। জানা গেল কবির আত্মগোপ্নের রহস্য।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: রূপসরাকে দোষী করতে কষ্ট লাগে। তাই কাজের ঘাড়ে দোষ চাপালাম ।
কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০২
সকাল রয় বলেছেন:
এ কেমন অযাচিত পরিকল্পনা
বাহ!
দারুন সব শব্দচয়ন
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ সুপ্রিয় কবি । শুভকামনা জানবেন ।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: খেয়ে না খেয়ে ,কখোনো বা রোদ বৃষ্টি মাথায় দিয়ে
জীবনের উপর দিয়ে বইছে সিউডো সেকেন্ড অর্ডার বিড়ম্বনা.............
অামার জীবনের উপর দিয়েও বইছে সিউডো হাহাহাহাহহ
কেমন অাছেন, কবি?
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি সুমন কর । আপনি কেমন আছেন ?
৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
বলেছেন: ++++++
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ রূপসরা ।
শুভকামনা নিরন্তর।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: :#>
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কদম ফুলের রানি? খবর বার্তা কি?
১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্টাডিং। এক্সাম টুমোরো!
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন খবর স্বর্ণকমল। বসে বসে পড়ছি আর ব্লগে চোখ রাখছি।
পরীক্ষার প্রিপারেশন কেমন ?
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২
মামুন রশিদ বলেছেন: নতুন কিছু শব্দ পেলাম, ভাবও । দিনে দিনে ঋদ্ধ হোক কবিতারা ।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মামুন ভাই। সহমত ।কবিতারা ঋ্দ্ধ হোক।
ভাল থাকবেন সবসময় ।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪
আরজু পনি বলেছেন:
আমি নিজেই ব্লগে খুব নিয়মিত থাকতে পারছি না । তারপরও আপনাকে নিয়ে ব্লগে পোস্ট দেখেছিলাম, আপনাকে খুঁজছিল ব্লগাররা ।
দেখে ভালো লাগলো ।
নিয়মিত থাকুন আর লিখতে থাকুন আমাদের জন্যে ।
শুভেচ্ছা রইল, সেলিম ।।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আপনিও নিয়মিত হবেন এই কামনা থাকলো । আর ভাল থাকবেন আরজুপনি ।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫১
আবু শাকিল বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
চমৎকার
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
মুহিব জিহাদ বলেছেন: কত রূপসীর আনাগুনা গেল চোখ ঘেষে
দেখা হয়ে ওঠেনি তবু তা অবশেষে ..সময় ফুড়োনোর সংশয়ে বাহ ভারি মজার কবিতা ভ্রাতা
+++++
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
আহসানের ব্লগ বলেছেন: অনেক দিন পর একটা ভাল লেখা পড়লাম
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
সোহানী বলেছেন: ও মাই গড...... বুঝতে আমার মাথা টোটালি হ্যাং.... তারপর ও +++++
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আজও সারাদির ইরপা সেন্টারে বলা চলে রাত দশটায় নাশতা খেলুম ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ সোহানী । ভাল থাকবেন সবসময় ।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কবিতাপাঠে মুগ্ধতা রইলো ....
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৮
কলমের কালি শেষ বলেছেন: !!!... শক্ত কংক্রিটে গড়ে উঠা কবিতা !!
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । সহমত ।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যালো সেলিম ভাই
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: হাই অভি ।কেমন আছেন ?
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯
এহসান সাবির বলেছেন: ১ম ভালো লাগা কবি।
কই হারালেন আপনি?