নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুখ পাখিটা কোথায় গেলো ?
কোন বনেতে মুখ লুকোলো?
কোথায় গেল জোনাক জ্বলা
আলোর নাচন ঝরণা চলা।
মধুর বচন মিষ্টি হাসি
একটু নগদ একটু বাসি।
একটু খানি সুখের পীড়ন।
আলোর নাচন মধুর কিরণ।
গাঁয়ের বধু সাজবি কিরে?
তবেই রাখাল আমি নীড়ে!
একটি বাসা দুইটি বাবুই
ঠোঁটে ঠোঁটে চল কথা কই।
একটু প্রাণে একটু দেহে
তবেই রে সুখ এই না গৃহে।
সুখ পাখিটা এসো ফিরে
দূর করে দাও শূণ্যতারে।
একটু সুখের আলোক মেখে
আলোর ঝিলিক দাওনা এঁকে।
রাখাল বালক— গাঁয়ের বধু
ভালবাসা হোকনা শুধু।
আঁধারের দিন শেষ হয়ে যাক
আলোয় জীবন থাক ভরে থাক।
রাখাল বালক —আঁকাশ পরী
মধুর মতন কাব্য গড়ি।
সুখ পখিটা এসো ফিরে
আলোর নাচন লাগুক নীড়ে।
১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগলো ছন্দময় কবিতা । +++
১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮
মৃদুল শ্রাবন বলেছেন: দারুণ সুখের ছড়া। ভালো লেগেছে সেলিম ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাল লাগায় ধন্যবাদ ।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' রাখাল বালক— গাঁয়ের বধু
ভালবাসা হোকনা শুধু। ''
পরকীয়ার কথা বলছেন না তো ।
তাহলে সেলিম ভাই আমি নাই ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার থাকতেই হবে।
আপনকিয়া হোক আর পরকীয়য় ।
কোন ছাড় নাই ।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা +
শুকামনা
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভ্রাতা । আর নিরন্তর শুভকামনা ।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
নেক্সাস বলেছেন: গিয়াসলিটন বলেছেন: '' রাখাল বালক— গাঁয়ের বধু
ভালবাসা হোকনা শুধু। ''
পরকীয়ার কথা বলছেন না তো ।
তাহলে সেলিম ভাই আমি নাই ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নেক্সাস ভাই গিয়াস লিটন ভাই ওরকমই মুখে বলে । মনে মনে কিন্তু অন্য ব্যাপার ।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
আলম দীপ্র বলেছেন: চমৎকার লেগেছে আমার ছন্দ গুলো ! বাহ !
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ছন্দগুলো ভাল লেগেছে জেনে ভাল লাগলো । আর শুভকামনা থাকলো ।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
ইমিনা বলেছেন: ছন্দে ছন্দে মুগ্ধ হলাম। দারুন লিখেছেন
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে আমি ধইন্যা । কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা সুপ্রিয় ব্লগার ।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর একটি কবিতা্ !!! এখন সামুতে লগ ইন না করলে বড়ই ভুল করতাম -
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: যাক লগ ইন করেছেন ভাল লেগেছে । আর আপনার কমেন্টে অনুপ্রাণিত হলাম ।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
♥কবি♥ বলেছেন: দারুন হৈছে ভাইয়া। +++
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও পাঠে ধন্যবাদ আর ভাল থাকবেন সবসময় ।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
খুব ছন্দবদ্ধ হয়েছে । সুখের খোঁজে ....অথচ সুখ পাখিটা কোথায় গেলো ?
গানের কথায় বলি -
সুখ নামে শুকপাখিটাই ধরতে গিয়ে/
কিনেছি সোনার খাঁচা যাকিছু সব বিকিয়ে /
সোনার শেকল কেটে দিয়ে হায় /
সে পাখি আমার যায় উড়ে যায় ........
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা । ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩
মামুন রশিদ বলেছেন: দারুণ!
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই আপনাকে সবসময় পাশে পাই । খুব ভাল লাগে । আপনার জন্য শুভকামনা ।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১
বলেছেন: চমৎকার লেখা । ++++
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে প্রেরণা পেলাম।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সময় করে সবার মন্তব্যের উত্তর দেয়া হবে। দেরী হওয়ার জন্য দুঃখিত ।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুখ পাখিটা এসো ফিরে
দূর করে দাও শূণ্যতারে।
একটু সুখের আলোক মেখে
আলোর ঝিলিক দাওনা এঁকে।
সুখ পাখিটা কেন ফিরে আসে না? কেন? কেন? কেন?
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫
পার্থ তালুকদার বলেছেন: সুন্দর কবিতা। ভালোলাগা দিয়ে গেলাম....
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: কিছু মনে করবেন না,শুধু চাচ্ছি সুখ পখিটা এসো ফিরে ।। সামাজিক,রাজনৈতিক আর প্রধানতঃ অর্থনৈতিক ভাবে।।