নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
খুব একাকিত্বে থাকি।
এই পরবাসে বুকে একাকিত্বের পাহাড় চেপে রাখি।
অনেক অনুভূতি মুখ থুবড়ে পরে থাকে ঝরে পরা শুকনো পাতার মত
অনেকগুলি শূণ্যতা মিলে জীবন মহাশূণ্যতায় মুখ ঢাকে
এখানের কাজের ফাঁকে ফাঁকে নিঃসঙ্গতা উৎ পেতে থাকে।
সুযোগ মত হানা দেয় মনে -দেহে বিষন্ন এই বুকে।
মনে হয় ডানা মেলে উড়ে যাই
পরিচিত সেই সবুজের বনে মাটির সোঁদা গন্ধ প্রাণ ভরে শুষে নেই ।
সুযোগ মেলে না তার ।
অতঃপর ব্যস্ততার পাহাড় শুন্যতাকে নিষ্পেশিত করে দেয়।
যন্ত্র মানব হয়ে ওঠি।তারপর রাতের পর রাত ঘুম নেই চোখে আর।
কর্ম ব্যস্ত হয়ে ছুটি।
হৃদয়টা মরে গেছে বোধ হয় , চেপে রেখেছে বুকে অনুভূতি নির্জনতার ।
শতকাজের মাঝেও নির্জনতা ওকি দেয় এ মনে বারবার্ ।
তুমিও যে দিন দিন প্রতিমা হয়ে ওঠছো নিঃসঙ্গতার।
শত সাধনায় দেখা মেলে না তোমার ।
এই জীবন জুড়ে তুমি আর একাকিত্ব আজ মিলে মিশে একাকার ।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপ্পি ১ম কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩
অপ্রতীয়মান বলেছেন: প্রবাসী হাজারও হৃদয়ে সম্ভবত এমনই একাকীত্ব আর বিষণ্ণতা ভর করে থাকে।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: হয়তো বা । কমেন্টে ধন্যবাদ ।আর শুভকামনা থাকলো ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
মাহবু১৫৪ বলেছেন: ++++++
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৪
ডট কম ০০৯ বলেছেন: প্রবাস জীবন কষ্টের প্রতিমূর্তি কবিতায় সেই ভাবনা পূর্নরুপে ফুটে উঠেছে।
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতায় মনে ভাব প্রকাশ ভাল হয়েছে। বিষন্নতা কটিয়ে দ্রুত প্রবাস জীবন শেষ হোক এ প্রত্যাশায়......
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
কাবিল বলেছেন: ভাল লেগেছে
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা। ভালো লাগলো অনেক ।।
কি যন্ত্রণা। প্লাসে ক্লিক করলে অন্য পেইজ ওপেন হয়! প্লাস এভাবে বিক্রি করা শুরু করলো কবে সামু!
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি প্লাস বিক্রি ? অভিনব ব্যপার । যাই হোক ব্লগার বিক্রি না হলেই হয় ।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইল।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
ফারিয়া বলেছেন: বিষণ্ণতা ঝেড়ে ফেলুন। আপনার কবিতা ভালোই লাগছে। কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২
জুন বলেছেন: একাকীত্ব কিন্ত বিষন্নতা রোগের জন্ম দেয় সেলিম আনোয়ার
তবে কবিতা ভালোলাগলো ।
+