নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বাংলাদেশ এই হৃদয়পটে লিখা প্রিয়তম একটি নাম
সোনার হরফে লিখা সবুজ শ্যামল যে দেশ।
যেখানের মানুষেরা শান্তিপ্রিয় ছিল চায়নিকো বিদ্বেষ।
সহমর্মিতার দৃষ্টান্ত ছিল সে যে ,মানুষে মানুষে ছিল না কোন ভেদাভেদ।
হিন্দু-মুসলিম- বৌদ্ধ- খৃস্টান এখানে মিলে মিশে গড়েছে মধুর সমাবেশ ।
শকুনীর দৃষ্টি পড়েছে আজ এর মিথোজীবীতার দূর্গে ।
রাজনীতির অশুভ ছায়ায় ভর করে ক্রমাগত বিভাজনের অভিলাষ;
নরক গড়েছে স্বর্গে ।
তারা কি চায় ? ভেবে এ মন দিশেহারা হায় !
মানুষে মানুষে বিভেদ ছড়িয়ে দেশটাকে তারা কুরুক্ষেত্র বানিয়ে
গড়ছে কেমন দেশের উন্নয়ন ! এ কেমন তাদের সুখের দহন ?
জ্বলছে গাড়ি মরছে মানুষ তবু বুকে তাদের নেই কোন কাঁপন।
জোর করে চেপে বসে মিথ্যের রানি সেজে খুনি হাসি হেসে
করিতেছে শুধু বিভাজন ? এ কেমন দেশপ্রেম এ কেমন উন্নয়ন!
জনতার ট্যুটি চেপে এ কেমন গণতন্ত্র আয়োজন ।
রাস্তাঘাটে অনিরাপত্তা দিয়ে এ কেমন মঙ্গলসাধন ?
রাস্তাঘাটে কষ্ট ছড়িয়ে কার প্রতিশোধ নিচ্ছ এখন ?
নিরাপদ বেষ্টনী গড়ে ক্ষমতার আসন মহসুখে এখন ।
অশুভ রাজনীতির খপ্পড়ে পরে অশান্তির বিরাজ দেশটা জুড়ে
সুমতি হোক তাদের ।দেশের মানুষ মিলে মিশে থাকে যেন মহাসুখে
এমন কোন পরিকল্পনা নিয়ে নেতাদের সব দেশের তরে হোক না নিবেদন।
দূর দেশে আজ ভীষণ কষ্টে
আমার বাঙালিপনা ক্ষণ আমার বাংলাদেশী মন।
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪০
নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি নিয়ে আরও কিছু সময় দিতে পারতেন।
সমোয়পোযোগী লেখা কিন্তু পড়ে তৃপ্তি পেলামনা।
শুভকামনা জানিয়ে গেলাম।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:০৫
নিলু বলেছেন: লিখে যান
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: দূর দেশে আজ ভীষণ কষ্টে
আমার বাঙালিপনা ক্ষণ আমার বাংলাদেশী মন।
লাইন গুলো বিমর্ষ করে দেয়।
আমার সাম্প্রতিক ব্লগ "কামরূপ কাহিনী" পড়তে এখানে ক্লিক করুন।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল্
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।
++++
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
তুষার কাব্য বলেছেন: বিশাল এক দীর্ঘশ্বাস কবিতায় ।ভালো লাগা কবিতায় ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০
কলমের কালি শেষ বলেছেন: দূর দেশে আজ ভীষণ কষ্টে
আমার বাঙালিপনা ক্ষণ আমার বাংলাদেশী মন।
বিশাল এক দীর্ঘশ্বাস ছড়িয়ে দেয় ।
কবিতায় ++++