নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এদেশের মাটির স্তরে স্তরে
সতত নদীর ঘ্রাণ;
এদেশের ঘন সবুজে মিশে
মুক্ত চেতনা প্রাণ।
এখানে জোনাকী জ্বলে আঁধারে
স্বাধীনতার দূরন্ত ধ্বজা ধরে।
এখানে বাতাস বহে উড়িয়ে
সব অন্যায় -অবিচার।
এখানে জলে ভেসে যায়
সব বর্ণবৈষম্য- অনাচার।
ভাটিয়ালী ,মুর্শেদী আর রাখালী গানের সুরে
উদাসী বাংলা মা;
সোনার ধানে সোনার বরণে রূপসী সে যেন
অষ্টমীর পূর্ণিমা ।
এখানে শুধু মাখামাখি —স্নেহ- ভালবাসা আঁকি
যেন সে খোদার অপার মহিমা ।
এখানে নদীতে -পাখিতে —কলকল ধ্বনি আর কাকলীতে
জুড়িয়েছেন এ প্রাণ —বিশ্ব বিধাতা ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তাতো বটেই । পরশ্রী ও এক ধরণের শ্রী তাতে অধিকার নেই কোন। তাকে হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় ।কিন্তু দেশের সৌন্দর্য হৃদয় দিয়ে গর্বভরে উপলব্ধি করা যায় । এটা যে আমাদের একান্তই আমাদের দেশ আমাদের ভাললাগার মাতৃভূমি ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++++++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ++ এ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬
সুমন কর বলেছেন: ইদানিং আপনার কবিতায় স্বদেশপ্রেমের বিষয়টি দারুণভাবে ফুঁটে উঠছে।
ভাল লাগছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬
ঢাকাবাসী বলেছেন: সুন্দর, ভাল লাগল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
কলমের কালি শেষ বলেছেন: বাহ্ দেশ নিয়ে কবিতা লেখা হচ্ছে বুঝি বেশ ! ভাষার মাস সাথে দেশের কবিতা অসাধারণ ফিলিংস !
+++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ । ফেব্রুয়ারী মাস সত্যি মাতৃভাষা প্রেম আর দেশ প্রেমের মাস ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩
জাফরুল মবীন বলেছেন: বাংলা মায়ের স্বরূপ সুন্দরভাবে চিত্রিত করেছেন কবিতায়।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাই সেলিম আনোয়ার
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার স্বদেশপ্রীতি আমাকে মুগ্ধ করেছে। আফসোস হয় যখন দেখি আমাদের প্রিয় স্বদেশের চাইতে দল যখন বড় হয়ে দেখা দেয়। ভালো লাগলো আপনার কবিতা। খুব সুন্দর লিখেছেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট করেছেন । নিরন্তর শুভকামনা থাকলো । দেশের মানুষ অন্ধ রাজণীতি থেকে ফিরে চোখ খোলা রাজনীতি করুক । দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক । দল কানা লীগ কানাদের হটিয়ে দেশপ্রেমিকদের জয় হোক ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৬
রোদেলা বলেছেন: ভাটিয়ালী ,মুর্শেদী আর রাখালী গানের সুরে
উদাসী বাংলা মা;
সোনার ধানে সোনার বরণে রূপসী সে যেন
অষ্টমীর পূর্ণিমা ।-------------------------
খুবি প্রাঞ্জল উপস্থাপন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাটিয়ালী ,মুর্শেদী আর রাখালী গানের সুরে
উদাসী বাংলা মা;
সোনার ধানে সোনার বরণে রূপসী সে যেন
অষ্টমীর পূর্ণিমা ।
কবিতায় অপরূপ বর্ণনা
কবিতায় ভাললাগা কবি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা কবি ।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
ভাটিয়ালী ,মুর্শেদী আর রাখালী গানের সুরে
উদাসী বাংলা মা;
সোনার ধানে সোনার বরণে রূপসী সে যেন
অষ্টমীর পূর্ণিমা ।
এভাবে ভাবলে মনে হয়, বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
লাংকউই সুন্দর।