নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কালবৈশাখী
প্রলয়ের আলোয় ভীত সন্ত্রস্ত যেন চারিধার
বাতাসের গর্জনে যেন তান্ডবের হুংকার।
পাগলা হাওয়ায় উত্তাল নদী উত্তাল তার ঢেউ
পথ ঘাট সব মানব শূন্য চলছে না আর কেউ।
বৃক্ষদল মাথা নুয়ে নুয়ে প্রাণভিক্ষা চাইছে
ডাল ভেঙে গিয়ে তীব্র ব্যথায় কষ্টের মাতম তুলছে।
পথের ধূলি নেই পথে আর উড়ছে কেবল উড়ছে
পাখির বাসা ভেঙে তচনচ পখিরা প্রলাপ গাইছে।
নড়বড়ে ঘর ভয়ে জড়োসড় এদিক ওদিক দুলছে
নৌকো মাঝি ঘরের কোনে স্রস্টার নাম জপছে।
আঁধার রাতের আঁধারগুলো ,
বিজলীর চমকে প্রকট হলো
ঝড়ের দাপটে আকাশ নদী উত্তাল যৌবনে নিরবধি
তারই প্রস্তুতি যেন চলছে।
বৃষ্টিগুলো অবশেষে ক্রন্দন জল হয়ে ধরাতে মেশে।
ঝড়ের প্রকোপে ঘরবাড়ি সব কাপছে
বৃষ্টি মাথায় শীতল করে কালবৈশাখী চলছে।
কালবৈশাখীর অভিমানে বরষা হয়ে অশ্রু নামে
সূর্য দগ্ধ পোড়া ভূমে নূপুর পায়ে স্নিগ্ধ শীতল বর্ষা নামে ।
গ্রীষ্মের দাবদাহ প্রশমন করে বহুপ্রতীক্ষার সুশীতল পরশ দানে ।
লোড শেডিং এর কবলে গ্রাম বাংলা
২দিন পর বিদ্যুৎ এল
প্রতিরাতে ছিল ঝড়ের আনাগোনা
ল্যাপটপটা কাজ করেনি
নিত্যদিনের কাজকর্মে লোড শেডিং দিচ্ছে হানা
ঝড়ের বাতাসগুলি ছিল বিজলীর চমকে চমকিত
দিনগুলি ছিল বৃষ্টিমাথা পথ কাদায় কাদায় বিড়ম্বিত।
সেলফোনে ছিল না চার্জ
তাই ছিলনা গ্রামীন নেটওয়ার্ক
সকল প্রকার যোগাযোগ ছিল বন্ধ
জীবনটা ছিল বনবাস যেন একাকিত্বে ঘেরা মন্দ
অখাদ্য খেয়ে খেয়ে
জীনটা ছিল ঘোর হতাশায় বৃষ্টিতে নেয়ে নেয়ে
ঝড়ে ভেঙে গেছে পাখিদের কত বাসা
খড়কুটো খুঁজে খুঁজে পাখিরা ব্যস্ত মেরামতে তা
নতুন উদ্যমে গাইছে তারা টু ট্যাটু ট্যাটু
পাখিরা কলতানে আমাদের মনে প্রেরণা দানে হয়তো ।
এখানে এসে পেয়েছি খুজে গ্রাম বাংলার চিরন্তন রূপ
হাড় ভাঙা খাটুনির পরও বাংলার কৃষক—বঞ্চিত যেন খুব।
এই যে সোনার বাংলা সোনালী ধানের রূপে গড়া
তাতে রবীন্দ্র নজরুল মুগ্ধ নয়নে — জীবনানন্দ আত্নহারা
এ্ই সোনার বাংলার নিখুঁত কারিগর বাংলার কৃষকেরা কবে?
মানবের মাঝে মাথা উঁচু করে যথাযোগ্য মর্যাদা পাবে ।
-----------------
কবিতাগুলো মোমের আলোয় লিখা । এখানে কালে ভদ্রে ইলেকট্রিসিটি আসে ।
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।
দারুন প্রতিকূল আবহাওয়া । সঙ্গে লোড শেডিং ।
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্যুৎ চলে গেলো । কখন আসবে আল্লাহ জানে ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
আরণ্যক রাখাল বলেছেন: কবিতাগুলো মোমের আলোয় লিখা । এখানে কালে ভদ্রে ইলেকট্রিসিটি আসে
কবিতা ১মটা ভাল লেগেছে
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভ কামনা ।
পরীর বদদোয়ায় খারাপ আছি ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
বৈশাখ মাসে কালবৈশাখের কবিতা ।
দু'একটি বানান যেমন " আনাগুনা " ; "জীবনান্দ" দেখে নিলে আরও ভালো হতো মনে হয় ।
বৈশাখী শুভেচ্ছা ।
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আপনাকেও বৈশাখী শুভেচ্ছা ।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: Jhor bristy loadshading ajkey ar electricity ashbena
৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪
সেলিম আনোয়ার বলেছেন: Akhono asheni protikkhar electricity . Abaro Ratey jhor.
৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৭
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সুন্দর।
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: Thank you
৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: লোড শেডিং কিছুটা কমলেও কালবৈশাখী ঝড় কিন্তু ধুমছে চলছে.....।
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আজকে আবার ভূমিকম্প হলো ।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল লোডসেডিং কাব্য। ধন্যবাদ
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৮
কলমের কালি শেষ বলেছেন: কালবৈশাখী কবিতা ভাল লেগেছে ।
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৬
আহসান জামান বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো থাকবেন।
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর ব্লগে। সুস্বাগতম। ভাল থাকবেন সবসময় ।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭
নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগলো অনেক ।
সময়ের সাথে মানানসই
ভালো থাকবেন ।
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ১ম কবিতাটায় ভালো লাগা।