নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই নির্লজ্জ চাঁদ ছুটছিস কেন পিছু পিছু
ধার করা সব সাজে রূপসী সেজে মিছু!
অভিমান ভরা ঠোঁটে অনুনয় করেছি থাকনা বহুদূরে
তোর মেঁকি আলোয় স্বপ্ন বিলোয় মনটা কেমন করে।
আজি আঁধার কালোয় তোর রূপোলী আলোয় উঠলো কেন বান
আর্দ্রমনে নেবু বনে মিটিমিটি আলোয় স্বপ্ন বুনে আজি নক্ষত্র সমান।
তোর পতিতার সাজে রোজে রোজে ফেরারীমন হয়েছে লম্পট
কলঙ্কের কালিমা ললাটে তোর তবু তাতে কামনার যানজট।
তোর মেকি রূপে ঘুমটা মেখে নয়নের আড়ালে থাক
শুনবি কি আর হৃদয়হীনা তুই বড্ড প্রহসনোন্মাদ।
তোর প্রেমে আজ প্রমোদগুনি প্রতি নিশ্বাসে হায়
তোকে ভালবেসে আকাশেরও বুকে অশ্রু ঝরে প্রায়।
মেঘের আড়ালে লুকিয়ে থেকে প্রণয়ের ছলনায়
হাতা বাড়ালেই চন্দ্রমুখী তুই রাজ্যের অহমিকায়।
ভাবছিস মনে মনে— আততায়ী এ্ই ক্ষণে
তোরই প্রেমের সুতীব্র আলোড়ণ তৃষিত এই মনে।
হাত বাড়বোনা আর তুই মেকি আলোর চাঁদে
অচেনা দূরেই পথ হারাবো পরবো না তোর ফাঁদে
শুনবি কি আর এই আকুতি আমার অবুঝ প্রাণের
বেহায়ার মত পিছু নিয়েছিস লাজ নেই অপমানের ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে সেলিম ভাই
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা থাকছে ভাই। অনেক।
মেঘের আড়ালে লুকিয়ে থেকে প্রণয়ের ছলনায়
ভালো লাগা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: প্রত্যাশা পূরণ হয়নি
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: এটা অপ্রত্যাশিত কবিতায় ।তাই হয়নি ।
ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।
৫| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: সো সো টাইপের হইছে। মানে হইছে আরকি, খারাপনা।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: নদী ভাইয়ু খারাপনা লাগাতে ধন্যবাদ ।
৬| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৫:৫৯
ডট কম ০০৯ বলেছেন: চাঁদ মাইন্ড করবে এমুন কবিতা লিখলে।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ওর রূপের দেমাগ বেড়েছে খুব। একটু মাউন্ড করুক ।
৭| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:০২
ফয়সল নোই বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আজকের চাদ দেখে বিরক্ত হয়ে কবিতা লিখা ।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ডাহা সত্য কথা ।
৮| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভাল লাগা।
চাঁদের উপর বিরক্তি!!!
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক ধরেছেন ।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি মাটির পৃথিবী বলেই তো তুই চাঁদ তাই নয়কি রাজপুত্র ? তবে কেন এত অহংবোধ ?
০৬ ই মে, ২০১৫ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টটি চাদকে উদ্দেশ্য করে করা রাজপুত্র আপনাকে নয়
৯| ০৫ ই মে, ২০১৫ রাত ৩:০০
ভ্রমরের ডানা বলেছেন: আহা! সুন্দর কবিতা। অসাধারণ ভাইয়া!
০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আজকের চাদ দেখে বিরক্ত হয়ে কবিতা লিখা ।