নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি কাদাজলে নেমেছিলাম ।
নৌকো হয়ে মাঝির প্রেরণায়
কাদা ছুড়াছুড়ি করতে নয় ।
তবু আমার গায়ে কাদা ছুড়া হয়েছে।
আমার চেহারায় কালিমা লেপন করা হয়েছে।
হয়তো হিংস্র কোন পশুর অবয়বমত অবয়বে ছিল নিত্য বিচরণ।
স্বজাতীয়দের আচরণে নিজেকে ছোট মনে হত খুব ।
যদিও তাদের চাকচিক্যে দারুন বেমানান ছিলাম।
সহপাঠীদের চোখে ভয়ের ছায়া দেখে বিব্রত হতাম খুব।
স্নিগ্ধ হাসিতে আমার সেই প্রবচন;
আমাকে ভয় করোনা প্রিয়তম অথবা প্রিয়তমা ।
প্রাণখোলে ঘৃণা করো আমার গায়ে লেপ্টে থাকা ধূলো অথবা কাদার প্রলেপ।
একজনমে রাজরোগের নিরাময় হয়না ।
রক্তে মাংসে মিশে যাওয়া নিকোটিন থেকে গেছে কালের পরিক্রমায়।
যদিও নতুন চেহারা পরেছি আর পরেছি নতুন কোমল পোষাক।
মস্তিষ্কের নিউরনে ধরেছি অনুসন্ধানী নেশা।
বুক পকেটে তাজা কলম।
মাংসল ঘর্মাক্ত দুটি হাতে তুলে নিয়েছি কর্মযজ্ঞ।
ক্ষমতার লালসা ছুড়ে ফেলেছি সেন্ট হেলেনা দ্বীপে।
দৃঢ় চোয়ালে বুক পেতে নিয়েছি লক্ষ্যভেদী প্রেরণার অবশেষ ।
তবু কি সাতজনমেও হবেনা প্রতিক্ষার শেষ !
ভালবাসার লাল গোলাপের কাঁটার আচড়ে ঝাঝড়া হয়েছে মেঘমালা।
কামনার সাতরঙ্গি দূর আকাশের নক্ষত্র যখন ।
মনে মনে হুলিয়া জারি করেছি আকাশলীনা ।
লীন হয়ে গেছে বন্যতার বেশ ।
লীন হয়ে গেছে কবিতার ছদ্মবেশ।
সুদীর্ঘ পথ পারি দিয়ে উঠে গেছি স্পর্ধার চূড়ায় দৃপ্ত পদচারণায়।
নীলবেদনার সাতটি অমরকাব্য হয়ে গেছে বিরচন ।
ভালবাসার গভীরতর অনভূতি, এখনো শেকড় আকড়ে আছে কিনা ?
নাকি কাদায় লেপ্টে শুধু ঘৃণা কুড়িয়েছি আকাশলীনা ?
এ আমার প্রেমের পরাকাষ্ঠায় রূপান্তরিত রূপ ।
০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে আর পাঠে অনেরক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:২১
জেন রসি বলেছেন: কবিতা ভালো হয়েছে
০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: ১ম ভালো লাগা।
০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগায় ও পাঠে অনেক ধন্যবাদ সুমন কর ।
৪| ০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিন পর আসলাম আপনার ব্লগে, তাও নির্বাচিত পাতায় পেয়ে।
বাংলা ভাষা ব্যবহারে এক অনন্য সৃষ্টি এই পোস্টটি।
০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:০৭
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভাল লাগলো কবিতা সেলিম আনোয়ার ভাই ++++++্
০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:২৩
দীপান্বিতা বলেছেন: ভাল লাগলো ......
০৬ ই মে, ২০১৫ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:০২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাংসল ঘর্মাক্ত দুটি হাতে তুলে নিয়েছি কর্মযজ্ঞ।
ক্ষমতার লালসা ছুড়ে ফেলেছি সেন্ট হেলেনা দ্বীপে।
দৃঢ় চোয়ালে বুক পেতে নিয়েছি লক্ষ্যভেদী প্রেরণার অবশেষ ।
তবু কি সাতজনমেও হবেনা প্রতিক্ষার শেষ ! ---------- অসাধারণ রে ভাই, কি দৃঢ়তা লুকিয়ে আছে কবিতায়
০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও কবিতা পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫০
ঘনায়মান মেঘ বলেছেন: খুব সুন্দর কবিতা…
০৬ ই মে, ২০১৫ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ঘনায়মান মেঘ ।
৯| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা অনেক ভালো লাগলো ++++++্
০৬ ই মে, ২০১৫ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:৪৫
আহসানের ব্লগ বলেছেন: ++++++++++
০৬ ই মে, ২০১৫ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১২
একজন আরমান বলেছেন:
মাঝখানটা দুর্দান্ত ছিল।
শুভকামনা সেলিম ভাই।
০৬ ই মে, ২০১৫ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১২| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন:
থেমে থেমে ভাবনাগুলো বেশ ভাল্লাগছিলো। ++
০৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভ কামনা ।
১৩| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:০৯
দীপংকর চন্দ বলেছেন: লীন হয়ে গেছে কবিতার ছদ্মবেশ।
এবং আকাশলীনা শব্দটির প্রতি ভালো লাগা বিশেষভাবে!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
০৭ ই মে, ২০১৫ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ দীপংকর চন্দ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:২১
টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার একটা কবিতা।
০৭ ই মে, ২০১৫ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:০২
পরিবেশ বন্ধু বলেছেন: অত্যান্ত সুন্দর এবং সাবলীল একটি কবিতা । ভালোলাগা +