নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

লাভ ইজ ডাইং ডে আফটার ডে

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫




It is raining day after day,
Probably the sky is crying nothing to say.
The sky had a dream about you and me!!
I shall offer you love sitting on a knee;
And With a gentle smile you will agree
We will be together to the heaven of sea.

But a gusty wind come!!
And you were misguiding by some.
Baby you run away from me
My heart was broken tremendously.

The sky was not able to tolerate such sorrow
So it is throwing rain like an arrow
It is crying cats and dogs all day (long)
Love is meaningless it want to say.

Love is dying day after day
So the sky is crying nothing to say.


বৃষ্টি বর্ষেছে দিনের পর দিন
কিছু বলতে না পেরে আকাশটা বুঝি কাঁদছে অমলিন।
আকাশটারও স্বপ্ন ছিল আমাদের নিয়ে
ভালবাসা চাইবো তোমার এক হাটু মোড়ে দিয়ে।
স্নিগ্ধ হাসি হেসে তুমি করবে গ্রহণ
আমাদের ঘিরে হবে স্বর্গ বিরচন।

এক ঝড় এসে কেড়ে নিয়ে গেল
কোত্থেকে এক মিথ্যে তোমায় পথ ভুলিয়ে দিলো।
তুমি চলে গেলে বহুদূরে আমায় ছেড়ে
আমার এ হৃদয় গেল ভেঙে চূড়ে ।

এ ব্যথা সহিতে পারেনি নীল আকাশ
তীরের ফলার মত সে ছুড়ছে বৃষ্টি-বাতাস।
মুষলধারে ঝরছে সে সারাদিন
কইছে সে পৃথিবীতে ভালবাসা অর্থহীন।

ভালবাসা মরছে যুগ যুগ ধরে
আকাশটা তাই সারাদিন কেঁদে কেঁদে মরে ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা , ভালোবাসা বেঁচে থাক এভাবেই আপনার কবিতায় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

চ্যাং বলেছেন: কে সেই দুর্ভাগীনী । হায়রে বা্ব্বাহঃ ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।দুর্ভাগীনীর নাম জেনে লাভ কি? আরে আমি বাংলা চর্চা শুরু করেছি ওর জন্য ।আমার পরিশ্রমের কোন দাম নাই । প্রচেষ্টারও । ও আসলেই দুর্ভাগীনী ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: I shall offer you love sitting on a knee;
And With a gentle smile you will agree
We will be together to the heaven of sea.
ভালবাসা চাইবো তোমার এক হাটু মোড়ে দিয়ে।
স্নিগ্ধ হাসি হেসে তুমি করবে গ্রহণ
আমাদের ঘিরে হবে স্বর্গ বিরচন।
চমৎকার প্রাঞ্জল অনুবাদ......
ভালোবাসার ভালোলাগা কবিতা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এটা কবিতা । কবিতা অনুবাদ নয় ।বলতে পারনে দুই ভাষায় লিখা একটি কবিতা । প্রথমে ইংরেজী কবিতা লিখেছি তারপর বাংলাটি লিখেছি । ভাবটা কাছাকাছি রাখার চেষ্টা করেছি ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
প্রিয়তে নিলাম।
অপূর্বঃ
ভালবাসা মরছে যুগ যুগ ধরে
আকাশটা তাই সারাদিন কেঁদে কেঁদে মরে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটি লঙ্কাউই মালয়েশিয়ার ।বৃষ্টির কারণে ট্রেইনিং বন্ধ ছিল । বৃষ্টি বলতে একেবারে ঝুম বৃষ্টি একটি বাড়িতে প্রফেসর সহ আশ্রয় নিলাম ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

আলোরিকা বলেছেন: কেন জানিনা কবিতার প্রতিটা লাইন পড়ার পাশাপাশি মনেমনে অনুবাদ করছিলাম , শেষে দেখি আপনি নিজেই একটি অনুবাদ দিয়েছেন । যাহোক এখানে আমি আমার অনুবাদটি সংযুক্ত করলাম ,আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন :)

আকাশটা কাঁদছে বুঝি অব্যক্ত বেদনায় -
তার ছিল যে স্বপন , নিয়ে তোমায় - আমায় ।
হাঁটু গেড়ে আমি তোমায় করব নিবেদন -
স্নিগ্ধ হেসে তুমি আমায় করবে গ্রহণ ,
একসঙ্গে হবে মোদের স্বর্গে বিচরণ !

হায় সে স্বপন উড়ে গেল ঝোড়ো হাওয়ায় -
মিথ্যে মায়ায় ভুলে তুমি ছাড়লে যে আমায় !
তুমি চলে গেলে দূর বহুদূর ,
হৃদয় আমার ভেঙ্গে চুরচুর !

পারেনা আকাশ সহিতে সে ব্যথা
ঝরে যেন বৃষ্টি তীরের ফলা ।
ঝরে চলে বৃষ্টি রাত্রিদিন ,
পৃথিবী টা যে ভালবাসাহীন !

ভালবাসা মরে প্রতি ক্ষণেক্ষণে
আকাশটা তাই কেঁদেই চলে !

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার হয়েছে অনুবাদ । আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

দীপংকর চন্দ বলেছেন: আবেগমাখা লেখায় ভালো লাগা অনেক।

আকাশটারও স্বপ্ন ছিল আমাদের নিয়ে

শুভকামনা ভাই। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আকাশটার স্বপ্ন ভাঙাতেই তো আকাশ কেঁদে চলছে ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটা কবিতা । কবিতা অনুবাদ নয় ।বলতে পারনে দুই ভাষায় লিখা একটি কবিতা ।
আমি কিন্তু ঠিক তাই বুঝেছি
অনুবাদটিও পুরোপুরি ভাব নিকটতর
তাই বলেছি

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি এটা আমারই বুঝার ভুল তাহলে ।

দারুন কমেন্ট করেছেন । কমেন্টে ভাল লাগা ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধু মাত্র একটা কবিতা । !:#P

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



হায় সে স্বপন উড়ে গেল ঝোড়ো হাওয়ায় -
মিথ্যে মায়ায় ভুলে তুমি ছাড়লে যে আমায় !
তুমি চলে গেলে দূর বহুদূর ,
হৃদয় আমার ভেঙ্গে চুরচুর !

এই স্তবকটি দেখে সঙ্গত কারনেই মান্না দে'র একটি গানের কথা মনে পড়ে গেলো -------
কি জানি কি হলো / কোত্থেকে এলো এক নীড়ভাঙা ঝড় /
ভেঙে গেলো দুজনের সাধের সে ঘর /
বুঝিনি তোমার চোখে /
যেদিন প্রথম মেঘ দেখেছিলাম......

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.