![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যাও চলে যাও দূরে সূর্যরাঙা কোন ভোরে
আমি পদ্মপাতা জল করি শুধু টলোমল ।
হাওয়ায় হাওয়ায় দোলে কোনদূরে যেন যাই চলে
তুমিহীনা আমি শূণ্যতা অচল।
আমি যেন জলে ভেসে থাকা জল
ক্ষণিকের হুলোস্থলে নিমিষেই মিশি জলে
হতাশার কোলাহলে আশা নিরাশায় দোলে
তুমিহীনা আমি দারুন নিষ্ফল।
যাও চলে যাও দূরে
সুখে ঘেরা কোন নীড়ে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: যাক আপনার উন্নতি হচ্ছে । ছবিটি বান্দরবানের চমৎকার একটি জায়গার । মাথা খারাপ করা যায়গা । কবিতার নাম আসলে
েনেভার লিভ মি এলোন ।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: অভিমানী রঙ মাখা কবিতা ভাল লাগলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি একজন ঢঙ্গীকে উৎসর্গ করা হয়েছে
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
গেম চেঞ্জার বলেছেন: মন নিয়ে খেলা করা তব বিষম জেগে ওঠুক তোমার, হাঁচি আসুক মস্তকে ও নাকে
ঝরে যাক সব নিয়ত খেলাগুলো, লবণগুলি গুলে যাক না পানি হয়ে ।
সুন্দরের পুঁজো না করে হোক না এবার সত্যের পুঁজো
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট ।।আর নয় কল্পনা । এবার হোক ঘটনা । +++++++++++
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে সেলিম ভাই। ++
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাললাগছে নাকি ঢং
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আলোরিকা বলেছেন: যাও চলে যাও দূরে সূর্যরাঙা কোন ভোরে
আমি পদ্মপাতা জল করি শুধু টলোমল । - সুন্দর ! এই প্রথম কি কোন পোস্টে প্রথম মন্তব্য করার সুযোগ পেলাম
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: পরেরটায় হয়ে যাবে । আমি তো আর শায়মা নই যে আমার ব্লগে কমেন্টের লাইন লেগে থাকে ।
সুন্দর কমেন্টে ধন্যবাদ।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
গেম চেঞ্জার বলেছেন: আপনাদের দুজনের প্রতি রাগ হচ্ছে । বিশেষত গিয়াসলিটন ভাইকে । খালি খালি জায়গা জুড়বার কোন দরকার আছে । আমি দেখলাম কোন কমেন্ট নাই । ও বাপরে । পোস্ট করে দেখি আমি থার্ড ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আফসোস । নেক্সট টাইম ফাস্টো হবেন আশা করি । ঢং কবিতায় সবাই কমেন্ট করবে ঢঙ্গে ।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
আলোরিকা বলেছেন: হায় হায় ভাবলাম ফার্স্ট হয়েছি ,এখন দেখি ৫ম !
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: এতো পিছনে পরলেন কিভাবে । এটলিস্ট প্লেস থাকা উচিৎ ছিল । ঘটনা হলো ৫ জনের মধ্যে ৫ম ব্যাপারটি খুব খ্রাপ ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আলোরিকা । ভাল থাকবেন সবসময় ।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১
ব্লগ সার্চম্যান বলেছেন: আমিই ঠিক আছি অষ্টম হইছি ।
ধন্যবাদ সুন্দর একটি কবিতার জন্য ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: অষ্টম হওয়ার জন্য শুভকামনা । উত্তোরোত্তর আপনার অবস্থা উন্নতি হোক এই কামনা থাকলো ।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: দুইটাই। পুরুষ মানুষের এতো অসহায় আর্তি অবশ্য ভালো ব্যাপারনা। আপনে মনে হয় প্রায়সময়ই ইমোশনালী ইমব্যাল্যান্সড থাকেন, লজিক কাম করেনা, তাই বিগলিত হইতে বাধ্য হন
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আর্তির আবার পুরুষ মহীলা আছে নাকি ভাইয়ু । আরতি মানে আরতি ।লজিক আছে ।কিন্তু তার ব্যবহার বাস্তব জীবনে খুব কম ।
সব অযৌক্তিক ।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
বিষাক্ত প্রলোভন বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে, লেখালেখির অনুপ্রেরণা হিসেবে বেশ কাজে দিবে…
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন:
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫
ঢাকাবাসী বলেছেন: অভিমান করে প্রিয়াকে সরিয়ে দিলে কি হয়! কবিতা ভাল লাগল
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়াকে সরিয়ে দেয়া হয়নি ।ওটা মুখে মুখে ভিতরে ভিতরে হলো আই ক্যাননট লিভ উইথ আউট ইউ ।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
আমি মিন্টু বলেছেন: মুটামুটি চলে । আগের মত হিট হয় নাই সেলিম ভাই । আবার চেষ্টা করুন । এই সব ছেকা খাওয়া বাদ দিয়ে বিরহ
নিয়ে কিছু লিখুন ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: হিট হয়নি ?? এই কথা বলতে পারলেন । ঢং ।
এটা শৈলপ্রপাতের ছবি । এটাতো হিট নাকি??
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪
সুমন কর বলেছেন: ভালো লাগল। ৪+।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর ভাইয়ের ভাল লেগেছে জেনে ভাল লাগলো । কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুমন কর ।
বলেন তো ঢং কার না ভাল লাগে । মেয়েরা ঢং করতে ভালবাসে । আর ছেলেরা ঢং দেখতে ভালবাসে । অপসরা বেগমের ঢং আমি ভাল পাই ।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১১
চাঁদগাজী বলেছেন:
এট পাঠক বলছেন, কবিতা ভালো লেগেছে; আমি কি করি কৃপণ হবো?
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কৃপন হওয়া অনুচিৎ । অন্য কেউ কৃপণ হলেও কৃপন হওয়া যাবে না । লোকের দেখা দেখি ভাললাগলো বলে ধন্যবাদ ।
আর শুভকামনা না জানালে মানুষ কি ভাববে । তাই শুভকামনা জানালম ।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৬
চ্যাং বলেছেন: ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩ ০
কথাকথিকেথিকথন বলেছেন: অভিমানী রঙ মাখা কবিতা ভাল লাগলো
ভালো না লেগে কি উপায় আছে ? আমনেরে আর অভিমান ভাল । এইটা ছাড়া পিরিতি জমিয়া উঠে না । প্রেম ভালা খাসা খাসির মূল হইলো এইটা । অভিমান । মনে থাকে যেন ।
সেলিম আনোয়ার সাহেবকে বলি - এইগুলা ছাড়িয়া কাজে লাগুন (যদি আসলেই থাকে)
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: না কাজু করব না ।ঢং করবো । চ্যাং ম্যাং ঢ্যাং সরি ঢং।
আপনার নামের সঙ্গে মিলে গেছে ।
ভাল থাকবেন চ্যাং
ভাল না থাকলে কথা নাই ।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
আরণ্যক রাখাল বলেছেন: হুম| ছ্যাকা খাওয়া কবিতা
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কে বলল ছ্যাকা খাওয়া কবিতা । এটা হলো আর্ট অব সিডাকশন ।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
জেন রসি বলেছেন: সেলিম ভাই, কবিতা ভালো হইছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল হয়েছে জেনে ভাল লাগলো । শুভকামনা নিরন্তর ।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
সাহসী সন্তান বলেছেন: ছোট বেলার মত করে পড়লামঃ-
ঢং
লিখেছেন 'সেলিম আনোয়ার'
যাও চলে যাও দূরে সূর্যরাঙা কোন ভোরে
আমি পদ্মপাতা জল করি শুধু টলোমল ।
হাওয়ায় হাওয়ায় দোলে কোনদূরে যেন যাই চলে
তুমিহীনা আমি শূণ্যতা অচল।
ভাই আপনার কবিতা পড়ে একটা গান মনে পড়লো। 'চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে কাঁদিস কেন মন.......ভাঙা গড়ার এই জীবনে..............!!'
অভিমানি কবিতা ভালই তো লাগলো!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: আসলে ব্যাপারটা এমন শূণ্যতা ভর করে থাকে সারাক্ষণ ।কাজে বসেনা মন ।কোথাও যেতেও ইচ্ছে করে না । এই মনে করেন বান্দরবানে গিয়েও মনে হবে মন পড়ে আছে ঢঙ্গীর কাছে এরকম একটা ভাব আরকি! ওদিক দিয়ে ঢঙ্গী আবার পুতুল খেলায় ব্যস্ত। তার পুতুলের স্বামীকে কি দিয়ে আপ্যায়ন করবে তাই নিয়ে তার জল্পনা কল্পনার শেষ নেই ।আর জামাই বাবুর ঢং দেখে আপনার গা জ্বালা করবে । আম্মা আম্মা বলে একাকার ।
ফান করলাম একটু ।
সাহসী সন্তান ভাল থাকবেন ।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//যাও চলে যাও দূরে
সুখে ঘেরা কোন নীড়ে।//
অভিমান আর ঢঙ
সব পিরিতির রঙ...
কবিতার নামে পিলাচ দিলাম!
তবে বিরহ আমার ভালো লাগে...
বিরহী দেখতেও ভালো লাগের
শুভেচ্ছা....
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: বিরহী তার কল্পনার শিশুকে বিবাহ দিচ্ছে আর পুতুল খেলে সময় কাটাচ্ছে ।
আর একটা হাতি নিয়ে ব্যাপক যন্ত্রণায় কালাতিপাত করছে । আবার যেন তেন হাতি নয় গর্তে পরা হাতি ।সেই হাতী নাকি মরে গেছে ।মরা হাতি নাতি আবার লাথিও মারতে পারে । কণ্যার মাথার তার ছিড়ে গেল । আহা কি দুষ্ক !!!
আমার ব্লগে সুস্বাগতম । আর নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার ।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
তারছেড়া লিমন বলেছেন: দারুন কবিতা ভাই....................
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । এটা হলো চরম রুমান্টিক কবিতা । ঢঙ্গী পড়লে বুঝে ফেলবে ভালবাসার গভীরতা ।
যাও চলে যাও দূরে
মানে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেই খানেতে তোমাকে আমি রেখেছি কতনা যতনে ।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতা ভাল্লেগেছে..........
বলেন তো ঢং কার না ভাল লাগে । মেয়েরা ঢং করতে ভালবাসে । আর ছেলেরা ঢং দেখতে ভালবাসে । অপসরা বেগমের ঢং আমি ভাল পাই ।
কমেন্ট টা আরো বেশী ভাল্লেগেছে
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
ঢঙ্গীর ঢংই তো ভালবাসি ।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
এস কাজী বলেছেন: সেলিম ভাই, সবসময়ের মত আপনার কবিতা সুন্দর। ভাল লেগেছে
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
কাবিল বলেছেন: অনেক ভাল লাগা রইল।
পিরিতের অনলে পরলে এমন ঢং কবিতার আবির্ভাব হয়।
একদিক দিয়ে কবিরও উন্নতি হয়।
আশা করি এমন রং ঢং লেখা আরও উপহার দিবেন।
ভাল থাকবেন সব সময়।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কাবিল বলেছেন: অনেক ভাল লাগা রইল।
পিরিতের অনলে পরলে এমন ঢং কবিতার আবির্ভাব হয়।
একদিক দিয়ে কবিরও উন্নতি হয়।
আশা করি এমন রং ঢং লেখা আরও উপহার দিবেন।
ভাল থাকবেন সব সময়।
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
দর্পণ বলেছেন: হা হা সেলিমভাই
কবিতার কোথাও তো ঢং খুঁইজা পাইলাম না। কবিতা ভরা তো অনলি অভিমান।
এনিওয়ে নাইস পয়েম। শুভকামনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালবেসে কাছে ডাকা হল রং আর ভালবেসে দূরে সরে যেতে বলে কাছে টানার প্রক্রিয়া হল ঢং ।
ঢং ভাললেগেছে বলে ধন্যবাদ ।
২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা থাকছে লেখায়।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই প্রথম ''প্রথম'' হইলাম।