নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

লাল টুকটুকে বউ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

লাল টুক টুক ___ভীরু বুকে ধুক ধুক
মেহেদী রাঙা হাত
পায়ে আলতা মাখা-জেগে থাকা সারারাত।
মাথায় ঘোমটা _____ভীরু ঠোঁট
নাকে নোলক___ লাজ রাঙা চোখ।
প্রেম ভরা মন___ চুপি চুপি উন্মাদ!!
মাথায় টিকলি___ কন্ঠে আহলাদ।
স্বপ্নকে ছোঁয়া__একটু; আরও বেশি; বেশি বেশি
দুই দেহ একমন__একজন___ঢের খুশি।
কথা কথি ___ফিস ফিস__নিশ্চুপ,
মিষ্টি,মধুর ,অদ্ভুত__অদ্ভুত।
লাজুক লাজুক___দারুন লজ্জাহীনা!!
ঝলমলে পৃথিবীতে ___ সবকিছু রঙিন ।
পরী___পথে পথে ভিখেরী____ যখন ঘরনী নও
পরী রাজরানী__সাজো যখনী__লাল টুকটুকে বউ ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

কলমের কালি শেষ বলেছেন: লাল টুকটুকে বউ !! এসেছে নাকি ? ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আসে নাই তো কি হয়েছি । আগেই লিখে নিলাম। যাতে বউ ওভাবে প্রস্তুতি নিয়ে রাখে ;) =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আসে নাই তো কি হয়েছে হবে ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

কলমের কালি শেষ বলেছেন: আমি বুঝে পেলেছি । লাল টুকটুকে বৌয়ের প্রেমে ডুবে এমন হচ্ছে মনে হয় ! ;) :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: বুঝে পেলার জন্য ধইন্যা । আসুক এবার কইন্যা ।
লাল টুকটুক সাজে
বুকের ভিতর বিয়ের বাদ্যি বাজে । ;)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। কলমের কালির উত্তরে আপনার কথা শুনে খুব মজা পেয়েছি ;)

লাল টুক টুকে বউকে যেন সামনে বসা দেখতে পাচ্ছি- আপনার সামনে ;)

দারুণ।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কেউ একটা বউয়ের ছবি ধার দেয়না ক্যান ? :(

একটু মজা করলামা আর কি ।দাত ভাঙ্গা সব ব্যাপার স্যাপার পড়ে মনে হলো একটা দাত জোড়া লাগানো লিখা লিখি ।

কবিতার শিরোনাম মাশাল্লাহ সবার জন্য গুরুত্বপূর্ণ

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ২:০৩

অন্ধবিন্দু বলেছেন:
নাহ্। কবিতা ভালো লাগলো না।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগেনি ??? পরেরটা ভাল হবে । কমেন্টে ধন্যবাদ ।নিন্তর শুভকামনা ।

৬| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ২:১৪

সুমন কর বলেছেন: কবির একটা লাল টুকটুকে বউ চলে আসুক............. !:#P

মোটামুটা লাগল।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বলেছেন: কবির একটা লাল টুকটুকে বউ চলে আসুক............. !:#P

মোটামুটা লাগল। ?????


মোটামোটা একটা বউয়ের ছবি পাওয়া গেল ।
তিনিও তো আবার হাতী ।

৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ !! সুন্দর লাল টুক টুক একটা কবিতা । :D

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আরে ফান করে লিখা । পড়ে মজা পেয়ে থাকলে খুশি হলাম । নিজক ফানি ব্যাপার । আমার একজন প্রিয় মানুষ ছড়াকার হয়েছে । আবোল তাবোল লিখে মনের আনন্দে হাসে । তারে নিয়েই ছড়ার মত কিছু ।

৮| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:১২

গুলশান কিবরীয়া বলেছেন: আমার কাছে তো বেশ লেগেছে , কেমন যেন একটা সুইট সুইট করে লেখা । :)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: লিখা কেউ খারাপ বলবে না বোধ হয় । সোনাবীজ ভাইয়ের মত লোক যেখানে কমেন্ট করেছেন সেটাতো একেবারে খারাপ হওয়ার চান্স নেই ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: ছবির পুরুষটা কি আমাদের সেলিম আনোয়ার ভাই নাকি? ;)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: আরে না । আমি নই । এটা হলো প্রক্সি । ধার করে নিয়ে ।দেখেন না বউয়ের নাক চ্যাপটা । একটু কমেডি এনেছি আরকি । ;)

কমেন্টে অভিনন্দন আপনাকে ।

১০| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

কালের সময় বলেছেন: সুন্দর লালটুকটুকে ভাবী চাই =p~

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সবসময়ের শুভাকাঙ্খি বন্ধু । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১১| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫

গেম চেঞ্জার বলেছেন: বিয়ে না করে থাকলে কামটা দেরি কইরেন না সেলিম ভাই। পরে পস্তাইতে হইপে। ভাল কথা পরীদের পেতে হলে নিজেকেও প্রমাণ করতে হয়। আরো বড় কথা হলো ছোটমুখে বড়কথা।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো কবি।

এবং শুভকামনা থাকলো। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

ঢাকাবাসী বলেছেন: অনেক ভাল লাগল আর শুভেচ্ছা লাল টুকটুকে .. এর জন্য।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী । কমেন্টে ও পাঠে ।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

কিরমানী লিটন বলেছেন: দারুণ ছান্দসিক,ভীষণ মজার- অনবদ্য ...

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ্আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৬

শুভ৭১ বলেছেন: লালটুক টুক না হয়ে অন্য টুকটুক হইলো না কেন।??? আপনার লালটুক টুক বউয়ের কথা শুইনা তো এখন টুকটুকে বউ পেতে ইচ্ছে করছে,কিন্তু সমস্যা হচ্ছে লালটুক টুক না হয়ে যদি কালো টুকটুক হয়,তখন কি হবে।।।।।।সুন্দর আকাংখা,কবির লালটুক টুক সপ্নরা যেন আজীবন লালটুক টুকুই থাকে।।

০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাল টুকটুক___বুকে লাগে সুখ
কাজল আঁকা___আলতা মাখা
আহারে সাধের বউ
প্রেম ভরা মন___ভাবের কথন
কথা ফিসফিস___ঠোট নিশপিশ
তুমিও কিছু কও

সেলিম ভায়া লিখলে দারুন
রিনরিনে সুখ জাগে;
এতো ভালোবাসা রাঙা বউ ঘিরে
বুঝিনিকো কভু আগে।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছড়া +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.