নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুখ পাখিটা কোথায় গেলে?
পাইনা খুঁজে দু'চোখ মেলে।
একটু না হয় ভুল করেছি
তাই কি হায় সব হেরেছি!!
এত তুচ্ছ প্রেম কি আমার?
একটু ঝড়ে পাল হারবার!
মনের কষ্ট চোখের কষ্ট
জীবনটা যেন পথভ্রষ্ট ।
মিষ্টি মিষ্টি সুখের পাখিটা
এসো কাছে জুড়াও আঁখিটা;
একটু একটু মধুর হাসো
একটু একটু ভালোবাসো।
তোমার জন্য অনেক আদর,
বোশেখ জৈষ্ঠ্য শ্রাবণ ভাদর।
সুখ পাখিটা কোথায় গেলে?
এখনই এসো বেদনা ভুলে।
দেখবো তোমায় দুচোখ মেলে,
বাসবো যে ভালো কথার ছলে ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুখ পাখিটা এসেছে ।মনটা ভাল হয়েছে ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক সূখ পাখিটা ফিরে পাওয়ায় আমরা এবার সূখি কবিতার দেখা পাব
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক সূখ পাখিটা ফিরে পাওয়ায় আমরা এবার সূখি কবিতার দেখা পাব
সহমত ।
সুখপাখির যাদুর ছোঁয়ায়
লিখবো কাব্য দারুন মায়ায়
সুখের ছোঁয়া থাকবে তাতে
কি আনন্দ দুধে ভাতে ।
কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮
ঢাকাবাসী বলেছেন: যাক এসেছে তাহলে! খুশী হলুম।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: ঢাকাবাসী বলেছেন: যাক এসেছে তাহলে! খুশী হলুম।
সে যে এসে চলে গেল । তার প্রতি উদাত্ত আহবান ।
একটু খানি এলো
আবার চলে গেলো
এভাবে কি মন ভরে
অনাহারে অর্ধাহারে
আর একটিবার এসো
চুপটি করে বসো
তোমার সুখের ছোঁয়াতে
স্বর্গসুখ মানি যে !
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
লেখোয়াড়. বলেছেন:
সুখ পাখিটা ফুড়ুৎ!!
+++++++++++
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক খানি রাগ ছিল তার
সেটি ভেঙে এসেছে এবার।
হয়তো আবার অভিমানে
লুকালো সে অন্যখানে।
ভালবাসা প্রেমপীরীতি
এমন জটিল রীতি নিতি।
তাইতো প্রেম এত মধুর
পার হয়ে যায় সাত সমুদ্দর ।
আসবে যাবে আসবে যাবে
এভাবেই সে ভালবাসবে ।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: এ তো কবিতা নয় প্রেম আহবান
বুকের ভিতর জ্বালা
যুগ যুগ ধরে আছি অপেক্ষায়
তার গলায় দেব মালা।
সোনার নয় রূপার নয় ভালবাসার ফুল
কি আনন্দ মনে দে দোল দে দোল ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার ।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার জন্য এত্ত আদর,
বোশেখ জৈষ্ঠ্য শ্রাবন ভাদর।
অসাধারণ অন্ত্যমিল !!!
অভিনন্দন কবি ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: বোশেখ জৈষ্ঠ্য শ্রাবণ ভাদর........... এই রকম হবে আসলে বারোমাস ।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাসলে ভালো ভোগতে হবে
সূত্র জেনো পাক্কা;
মন দিয়েছো,পাপ করেছো
আমৃত্যূ খাও ধাক্কা।
সুখ পাখিটা দুষ্ট বড়
দেয়না মোটে সস্তি;
প্রেম অনলে পোড় এখন
এটাই প্রেমের শাস্তি।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: তুমিও দেখি পাখির রূপে
ভয় দেখাও দুষ্টুমিতে
আমি কি আর ডরাই প্রিয়
এই আমাকে সঙ্গ দিও ।
সুখ পাখিটা দুষ্ট হোক
তবু ভালবাসার জয় হোক।
ভালবাসা হারলে পরে
কাঁদবে ধরা জীবন ভরে।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
তারছেড়া লিমন বলেছেন: বন্ধু আমার সুখের পাখি সুখেই আছে দূরে
তার বীহনে হৃদয় আমার এখনও শুধু পুড়ে........................
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: তারছেড়া লিমন বলেছেন: বন্ধু আমার সুখের পাখি সুখেই আছে দূরে
তার বীহনে হৃদয় আমার এখনও শুধু পুড়ে........................
দারুন বলেছেন সুপ্রিয় ব্লগার
আর কতকাল থাকবে দূরে অনেক বেলা হলো
এবার না হয় আসুক ফিরে দিন গেলো দিন গেলো ।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ুষ্ট তোঁতা বেসে ভাল
আবার কোথা হারিয়ে গেল
তারে লয়ে মিথ্যা স্বপন
কোন অজানায় ভাবনা আপন
দুঃখ জাগে হৃদয় মাঝে
আসবে কি সে সন্ধ্যাসাজে
রোধন ব্যাথা জাগে নিশি
তবুও তোঁতা থাকে পাশাপাশি ।।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন কবি ।
বিশ্বযদ্ধের কি অবস্থা ?? কতটুকু সম্ভাবনা ??
১০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় ভালোা লাগা । শুভকামনা রইলো।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আজ আপনার জন্মদিন ্ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ছবি সরিয়ে দিলাম।কেমন যেন লাগছে ।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪
রাবার বলেছেন: মনের কস্ট মাথা নস্ট সেলিম ভাই
কবিতা মারাত্মক হইসে কইলাম, অনেকগুলা পিলাস দিলাম +++++্
১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কোবিতা ড্রাফটে নেয়ার কথা ভাবছি ।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
রাবার বলেছেন: কেনু কেনু দ্রাফতে কেনু
১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: যাকে নিয়ে লিখলাম সে গুম হওয়ার ভাবনায় আছে । তাই কবিতাও গুম করা উচিৎ।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত প্রকাশ সেলিম ভাই। পাখি কে কবিতাখানি এক্ষুনি সুনান।
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: পাখিটা কবিতা পড়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করছে ।
কবিতা দিয়ে তাকে বান মেরেছি
বেশ করেছি বেশ করেছি ।
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
কিরমানী লিটন বলেছেন: আপনার কবিতার প্রতিটি পংতিমালা আত্মার অতল ছুঁয়ে যায়- অসাধারণ
অভিবাদন সতত...
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি অনুভূতির গভীর থেকে লিখা । তারপরও এটি শ্রেফ কবিতা । আপনার আত্না ছুঁয়ে গেছে বলে ভাল লাগলো ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
একলা চলো রে বলেছেন: আবৃত্তি করে করে পড়লাম। ভালো লেগেছে। খোঁজে শব্দটা কি খুঁজে হবে? ছন্দের কিছু অমিল চোখে পড়ে। তবে একটা অন্তরা খুব বেশি মন ছুঁয়েছে,
এত তুচ্ছ প্রেম কি আমার?
একটু ঝড়ে পাল হারবার!
মনের কষ্ট চোখের কষ্ট
জীবনটা যেন পথভ্রষ্ট ।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: অমিল গুলো ধরিয়ে দিলে ঠিক করার প্রচেষ্টা নিতে পারি ।
কবিতার কিচু অংশ ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।
১৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০
রুদ্র জাহেদ বলেছেন: ছন্দে ছন্দে দারুন কবিতা
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো । অনেক ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।
১৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪
রেজাউল ইসলাম সজীব বলেছেন: হুম ভালো লাগলো
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সরল কথায় কঠিন ভাব!
লেখাটি ফেইসবুকের লিংক ধরে পেলাম না সেদিন।
শুভেচ্ছা জানবেন....
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সেদিন ড্রাফটে নিয়েছিলাম । তবে আবার মুক্তি দিয়েছি ।মূলভাবটা অপরিবর্তনীয় রেখে একটু চেঞ্জ এনেছি ।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১
গেম চেঞ্জার বলেছেন: দারুণ লিখেছেন কবি। আমারও আজ বিকেলে লেখা একটি কাব্য আছে রোমান্টিক ধাঁচের। নিমন্ত্রণ রইল।