নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রাজনীতি ধর্মনীতি যখন যেথা যাই
সহমর্মিতা আর সহাবস্থান চাই ।
অল্প ক'দিনের এ জীবনে
ঝগড়া ঝাটির কি আছে মানে?
সকল পেশার আছে দরকার
সবাইকে নিয়ে এ দেশটা আমার
মনে রাখা চাই ।
নারী পুরুষ পার্থক্য ভুলে
গড়বে এদেশ সবাই মিলে
এর বিকল্প নাই।
সব ভেদাভেদ ভুলে গিয়ে
দেশমাতাকে সামনে নিয়ে
সমুখপানে যাই ।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । সন্ধির দরকার আছে । নতুন আর পুরোনোর । নর আর নারীর । সব ধর্মের মানুষের । শিক্ষিত অশিক্ষিত সকলের । রাজনীতিবিদদের মধ্যে । শুধু সততা আর অসততার মধ্যে সন্ধি হতে পারে না । হওয়া অনুচিৎ ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: জাতি সন্ধি চায় না, রাজনৈতিক বিরোধীতা অার ধর্মান্ধতায় বিলীন হয়ে যেতে চায় ।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: এ থেকে পরিত্রাণ চাই । জাতীয় বিভক্তি কোন নির্লোভ সুবিবেচক দেশপ্রেমিক ব্যক্তি কামনা করতে পারেনা । ধর্মান্ধতা কাম্য নয় । কাম্য নয় অস্থিতিশীলতা । একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের জন্ম । এটা মনে রাখতে হবে সবাইকে ।
সুন্দর কমেন্টে আর পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
ঢাকাবাসী বলেছেন: ভাল প্রস্তাব ভাল চাওয়া তবে বাস্তবে হবেনা এসব কিছু্।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের সবার সদিচ্ছা হলেই হবে । স্বপ্ন দেখতে দোষ কি ?
৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতা কবি! তবে একটু ছোট হয়ে গেলো না? আর একটু বড় হলে মনে হয় ভাল হতো! তারপরেও কবিতা ভাল হয়েছে!
আচ্ছা আপনার কবিতার চাওয়ার মত সত্যিকি এমন কিছু হবে?
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: হয়তো হবে হয়তো হবে না । চাইতে তো দোষ নেই । চাওয়াটা তো মন্দ নয় ।দুটি মতাদর্শ থাকবে তাই বলে তাদের সহাবস্থান হবে না এমনতো নয় ।
তবে আমার মন বলে একদিন হবে । আমাদের মানসিকতার উন্নতি হবে । স্বাধীনতার জন্য যেভাবে হয়েছিল । একটা বাস্তব উদাহারণ দিলাম ।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
তারছেড়া লিমন বলেছেন: রেল লাইনের মাঝে সমতা আছে কিন্তু মিলনের ক্ষমতা নেই সেলিম ভাই.......
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট রেল লাইনের মধ্যে সমতা আছে মিলনের ক্ষমতা নাই কিন্তু ভেবে দেখেন রেললাইন দুটো মিলে একটি ট্রেনকে ঠিকই পথ করে দিচ্ছে ।
ওরকম হলেও মন্দ নয় । এক আরেকজনকে আক্রমন না করলেই হয় ।
সুন্দর কমেন্টে ধন্যবাদ ।আর নিরন্তর শুভকামনা ।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
আজাদ মোল্লা বলেছেন: অনেক ভালো চাওয়া ,
আশা করি আমরা সবাই মিলে মিশে এক হতে পারবো ।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: জয় হোক আপনার আশার । সবার আশা যখন এক হবে তখন ওরকম হওয়া সময়ের ব্যাপার মাত্র ।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
রুদ্র জাহেদ বলেছেন: আমাদের চাওয়া পূরণ হোক।ভালো লাগা রইল
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: রুদ্র জাহেদ বলেছেন: আমাদের চাওয়া পূরণ হোক।ভালো লাগা রইল
কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ । ভাল থাকবেন নিরন্তর ।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: সহমর্মিতা আর সহাবস্থান চাই
রাজনীতি ধর্মনীতি যখন যেথা যাই
কারো মনে অকারণে কষ্ট দিতে নাই। ---------
সদুপদেশ!!!! আমাদের দেশে কি এমনটা দেখতে পারব আমরা, আমাদের এই ক্ষুদ্র জীবনে?? !!
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আশা করি দেখতে পাবো । এট লিস্ট দেশের কর্ণধাররা জানুক আমরা এমনট চাচ্ছি । আমরা সন্ধি চাচ্ছি বিচ্ছেদ নয় ।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩
শামছুল ইসলাম বলেছেন: সহ-অবস্থান,সহ-মর্মিতা, পারস্পারিক শ্রদ্ধাবোধ - এগুলোর চর্চা শুধু রাজনীতি নয় পরিবার ও সমাজেও পাওয়া দুষ্কর।
কবি আহ্বানে সবাই সাড়া দিলে নতুন সুন্দর সমাজ-রাষ্ট্র সময়ের ব্যাপার।
ভাল থাকুন। সবসময়।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।আর নিরন্তর শুভকামনা ।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার আহবানের কাব্য । খুব ভাল লেগেছে ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ভাল লাগা । আর নিরন্তর শুভকামনা ।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারী পুরুষ পার্থক্য ভুলে
গড়বে এদেশ সবাই মিলে
এর বিকল্প নাই।
সব ভেদাভেদ ভুলে গিয়ে
দেশমাতাকে সামনে নিয়ে
হাতে হাত মিলাই ।
চমৎকার বলেছেন সেলিম ভাই ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০
গেম চেঞ্জার বলেছেন: চলার পথকে অনেকেই যুদ্ধ বলে চিনে থাকে, সে ব্যাখ্যায় গেলে সেলিম ভাইয়ের কাব্য সার্থক। তবে জীবনকে আমি একটি সূযোগ বলে দেখতে ভালবাসি, দেশের জন্যও একি কথা। সবাই মিলে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারা সম্ভব যদি আমরা নিজেরা পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, ভালবাসা বজায় রাখতে পারি।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । সবাই মিলে প্রচেষ্টা নিলে অসাধ্য নয় ।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১২
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
দর্পণ বলেছেন: ভালো। আপনি বেশ দেশপ্রেমী কবি।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আরপাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪
প্রামানিক বলেছেন: নারী পুরুষ পার্থক্য ভুলে
গড়বে এদেশ সবাই মিলে
এর বিকল্প নাই।
চমৎকার কাব্য কথা। ধন্যবাদ
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ একাত্বতা ঘোষণা করায় ।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪
জুন বলেছেন: যথারিতী চমৎকার কবিতা সেলিম আনোয়ার।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ভাল লাগা ।
১৭| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
মানুষকে এক সময় না এক সময় সাদা পতাকা ওড়াতেই হয় । যুদ্ধ করে কি লাভ ?
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সেটাই যুদ্ধ নয় শান্তি আর সমৃদ্ধির পথে হাটুক দেশের মানুষ।
১৮| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫
গুলশান কিবরীয়া বলেছেন: সত্যিই মিলেমিশেই অনেক বড়ো কাজ সম্ভব । অনেক ভালো লেগেছে আপনার সাজেসটিভ কবিতাটি । ভালো লাগা রেখে গেলাম ।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৯| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০
হানিফ রাশেদীন বলেছেন: অসাধারণ
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ । আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো । ভাল থাকবেন সব সময় এই শুভকামনা থাকলো ।
২০| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভাবনা । ভাল লেগেছে ।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮
কাবিল বলেছেন: ভালো প্রস্তাব, সন্ধি ভালো হইছে।