নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ব্লগে কোন সম্মানিত ব্লগার ভিজিট করলেন সেটি বুঝা যাচ্ছে না । এমনকি যারা কমেন্ট করছেন তার নামও তালিকায় থাকছেনা ।
আরেকটি ব্যাপার হলো কমেন্ট করতে গেলে প্রায়ই নির্দেশনা আসছে কমেন্ট করতে হলে আপনাকে লগইন করতে হবে ।
অথচ ব্লগে উপস্থিত তালিকায় নিজের নিক ঠিকই দেখা যাচ্ছে ।
এসব কেন হচ্ছে ? এর সমাধান কি? জানতে ইচ্ছে করছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন । এটা সমাধান হওয়া জরুরী । আমার ভিজিটর সম্পর্কে জানার বুঝার আর তার সঙ্গে ইন্টার একশন এর ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল বিষয় নিয়ে লিখেছেন।
আমারও জানার আছে।
অনেক ধন্যবাদ ভাই।
মাঝে মাঝে কোন নোটিফিকেশনও আসে না।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: শুধু কি তাই ?? নোটিফিকেশন আসছে না আবার নোটিফিকেশন সংখ্যা দেখাচ্ছে কিন্তু আদতে ফাক্কা ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: এটা মনে হয় গন সমস্যা। আমাকেও দেখায়না ঠিকমত, তবে জরুরী কিছু না দেখে ফিডব্যাক দেইনি।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা উপদ্রবের মতন । মিষ্টির মধ্যে বালু দিলে যেমন লাগে সেই রকম ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
এসব হচ্ছে নতুন টেকনোলজি ভুতের কারনে । আমার ঘাড়েও একই ভুত চেপে আছে । এই মন্তব্য লেখাকালীন একই ভুতে পেয়েছে এমন দু'জন ব্লগার ময়ূরাক্ষী আর কামরুন নাহার বীথিকে পাওয়া গেল । আমি ৩ নম্বরে ।
ভুতের ওঝা কই থাকে আমিও জানিনে । পানি পড়া খেলে যাবে কি ?
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: পানি পড়া খেলে যাবে কিনা আমি কিভাবে বলবো ? তবে এটির সমাধান বোধ হয় ব্লগ কর্তৃপক্ষের আছে । বা থাকা উচিৎ ।
চোখে সরিষার তেল পড়া দেয়া যেতে পারে ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩
আবু শাকিল বলেছেন: ত্রুটি যুক্ত সামু সেই বহুকাল থেকেই।
তারপরও সামুর কাছে ফিরে আসি
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: তা ফিরে আসি । কিন্তু সমাধান যোগ্য হলে সমাধান করা উচিৎ । সময়ের সঙ্গে সঙ্গে তো সব ডেভেলপ হচ্ছে ।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: অনেক ব্লগার হয়তো একই পিসি থেকে, লগ আউট করে না। তাই তারা মন্তব্য না করা পর্যন্ত তাদের নিক ব্লগ লিষ্টে দেখায় না। মন্তব্য করলেই চলে আসে।
আর কমেন্ট করতে গেলে আমার ঐ ধরনের নির্দেশনা আসছে না। আপনি সমস্যা জানিয়ে ওদের মেইল করুন।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: @ সুমন কর কিছুক্ষণ আগে ছিলাম না ।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমাধান কামনা করছি ।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই সমাধান কামনায় ধন্যবাদ ।
নামটা লম্বা হয়ে গেল
৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
জুন বলেছেন: এ সমস্যাতো অনেক দিন ধরেই চলে আসছে সেলিম আনোয়ার
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তা ঠিক ।তবে নতুন ভার্সন হলো বেশিদিন কিন্তু হয়নি জুন আপু । আপগ্রেড ভার্সনে সমস্যা কম হওয়াটা প্রত্যাশা করতে পারি আমরা কি বলেন সুপ্রিয় ব্লগার ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
কিরমানী লিটন বলেছেন: এসব সমস্যা দ্রুতই সমাধান করে সামু আরও স্মার্ট,গতিশীল আর সমৃদ্ধ হোক এই কামনা রইলো !!!
আপনাকে অনেক ধন্যবাদ সমস্যাকে সবার নজরে এনে সমাধানের পথটা পাওয়ার তাগিদ দেয়ার জন্য ...
সতত শুভকামনা ...
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দেখুন আপনার নাম নেই ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
সাহসী সন্তান বলেছেন: আমারও ভাই একই সমস্যা! লগইন না থাকলেও লগইন দেখাচ্ছে। লগইন করে মন্তব্য করতে গেলে কিংবা প্রতিউত্তর করতে গেলেও একই সমস্যা! বলছে আগে লগইন করুন! তবে সুমন কর ভাই যেটা বলেছে অনেক সময় সেটার কারণও হতে পারে! তারপরেও দাবি রাখছি সামুর এই সমস্যা যাতে দ্রুত নিস্পত্তি করা হয়.....!!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর ভাইয়ের ব্যাপারটি ঠিক আছে । লগ ইন হয়ে আউট না হয়ে অন্য পিসিতে গেলে এমন হতে পারে তবে সেটি মাথায় রেখেই পোস্টের অবতারণা ।
সম্ভব হলে দ্রুত নিষ্পত্তি হোক । সবার সঙ্গে সমস্যা শেয়ার করা এর থেকে পরিত্রানের উপায় পাওয়ার জন্য পোস্টটি দেয়া হয়েছে ।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫
গেম চেঞ্জার বলেছেন: আমার তো কোন সমস্যা হচ্ছে না। সেলিম ভাই, সাস ভাই সহ যাদের প্রবলেম হচ্ছে তারা এক কাজ করতে পারেন-
ব্রাউজারের কুকি(হিস্টোরি না করলেও চলবে) ডিলিট করে সামু'তে ঢুকেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: ব্রাউজারের কুকি ব্যাপারটি একটু বিশদভাবে বললে সবার বুঝতে সুবিধা হবে । যদি সচিত্র বর্ণনা দিতে পারেন তাহলে ব্যাপারটি সবার বোধ গম্য হবে ।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
প্রামানিক বলেছেন: এরকম সমস্যা হওয়ার কারণ কি?
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কারণটা আমার জানা নেই । তবে অন্য কারো হচ্ছে কিনা । আর কেউ সমাধান করতে পারেন কিনা সেটা জানার জন্য পোস্টটি করা হয়েছে ।
মনে হয় এমন ব্লগার আছেন যারা এধরণের টেকনিকাল ব্যাপারগুলোর ভাল সমাধান দিতে পারবেন । তাহলে ব্লগ আর ব্লগার দুজনেরই ভাল হবে ।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
সাহসী সন্তান বলেছেন: গেম ভাই, আপনার দেওয়া ডিরেকশন আমি অনেক আগেই ব্যবহার করে দেখেছি! কিন্তু কোন ফল হয়নি! এমনকি ব্রাউজার থেকে সেভ পাসওয়ার্ড সব ডিলেট করেও দেখেছি, কিন্তু ফলাফল শূন্য! আমার মনেহয় এটা আমাদের বা ব্রাউজারের সমস্যা না, এটা সামুরই কোন টেকনিক্যাল সমস্যা! দেখেন শুধু আমার বা সেলিম ভাইয়ারও না! মেজরিটি পারসেন্টই এই সমস্যার ভুক্তভূগি!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে এটার সমাধান কি?
মেজরিটি পার্সেন্টের সমস্যা হলে তাদের ও কমেন্ট করার সম্ভাবনা । সেভাবে দেখছি নাতো ।
যা হোক সমাধান চাই । সম্ভব হলে ।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
জুন বলেছেন: @ সাহসি আমি এই মাত্র গেমকে জিজ্ঞেশ করে আসলাম এই কুকি জিনিসটা কোথায় আছে ! আমি তো খুজে পাচ্ছি না। আমার মত নবিশ কম্পু ইউজারদের টিউটোরিয়ালেও একথা লেখে নাই গেম চেঞ্জার
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন:
জুনাপি এতগুলো কমেন্ট করেছেন আপনার তালিকায় নেই ।
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: তালিকায় আপনার নাম নেই ।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
গেম চেঞ্জার বলেছেন: সাস ভাই, আপনাদের ব্রাউজার আপডেটেড আছে তো?? আমার গুগল ক্রোম তে লেটেস্ট!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
সেলিম আনোয়ার বলেছেন: আমারটাও লেটেষ্ট কোন লাভ নাই ।
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫
জুন বলেছেন: thank u@ game changer for ur cordial help
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: জুন আপু উপকৃত হয়েছেন জেনে ভাল লাগলো ।
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
আরণ্যক রাখাল বলেছেন: নটিফিকেসন পাই না বেশির ভাগেরই
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আইম নোটিফিকেশন পাচ্ছি ঠিকমতো । আপনার সমস্যার সমাধান হোক ।
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮
গেম চেঞ্জার বলেছেন: একটু অপেক্ষা করুন আমি একটা টেকি পোস্ট দিচ্ছি
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আইডিয়া । ব্লগাররা উপকৃত হবেন ।
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭
সাহসী সন্তান বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: সাস ভাই, আপনাদের ব্রাউজার আপডেটেড আছে তো?? আমার গুগল ক্রোম তে লেটেস্ট!
-আছে! আমি যখন পিসিতে বসি তখন ব্যবহার করি মজিলা ফায়ারফক্স, যখন ল্যাপটপে বসি তখন গুগল ক্রোম/মজিলা যেকোন একটা এবং মোবাইল থেকে ব্লগিং করলে ওপেরা মিনি/উইসি মিনি ব্যবহার করি। এবং সব গুলোই আপডেটেড!
গেম চেঞ্জার বলেছেন: একটু অপেক্ষা করুন আমি একটা টেকি পোস্ট দিচ্ছি
-তাইলে ভাল হয়। ভাবছিলাম আমিও দেবো। তবে আপনি দিলে আমার কাজের একটু সুবিধা হয়। এতক্ষন লিখছিলাম, তবে আপনার এই মন্তব্যটা দেখে লেখা অফ করছি, এখন অন্য পোস্ট নিয়ে ভাবছি!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: গেম চেঞ্জার ভাইয়ের পোস্ট দেখলাম । কমেন্ট অপশন বন্ধ রেখেছেন বোধ হয় ।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১
গেম চেঞ্জার বলেছেন: পোস্ট পাবলিশ করলাম---
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ গেম চেঞ্জার ।আর কৃতজ্ঞতা
২১| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নামটা লম্বা হয়ে গেল ?????
এটা কি লিখলেন সেলিম ভাই ?
উপরে চেয়ে দেখে অবাক হলাম !
নাম পরিবর্তনের ইচ্ছা জানিয়ে গতকাল সামুকে মেইল করেছিলাম । এই প্রথম আপনার ব্লগে নামটি নজরে এলো ।
কতৃপক্ষের তৎপরতায় আমি মুগ্ধ ! কতৃপক্ষকে ধন্যবাদ ।
( আমার ফেবু নামের সাথে নামটা মিলিয়ে নিলাম , আরও একটা কারন আছে )
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আরও কারণটা কি ? কারু কাকু সাজার চেষ্টা নাকি ????
২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
সাহসী সন্তান বলেছেন: ০১। মজিলা ফায়ারফক্স থেকে কোন সমস্যা হলো প্রথমে Toolbar থেকে History সেখান থেকে Show All History/ctrl+shift+H তারপর সব ডিলেট করে ফেলুন। এছাড়াও Toolbar থেকে History সেখান থেকে Clear Recent History/ctrl+shift+Delete তারপর সকল History মুছে ফেলুন!
বিঃদ্রঃ- পিছনের ডেটের কোন ইতিহাস অথ্যাৎ এতদিন যাবত কোন কোন লিংকে আপনি ঢুকেছেন তার কিছুই কিন্তু আপনার কম্পিউটারে আর থাকবে না! তবে কম্পিউটার একদম রিফ্রেস হয়ে যাবে! এবং ট্যাকনিক্যাল প্রবলেমও অনেকটা সলভড হবে!
০২। Toolbar থেকে Tools+Add-ons/ctrl+shift+A চাপুন। সেখান থেকে দ্বিতীয় অপশন Extensions এ ক্লিক করেন। তারপর সেখানে যদি কোন History দেখায় তাহলে সেগুলোকে রিমুভ করে দেন!
বিঃদ্রঃ- আপনার ফায়ারফক্সের সাথে যে অন্য অপশন গুলো যোগকরা ছিল সেগুলো আর থাকবে না। তবে আপনি ভুল ভাবে করতে গেলে হয়তো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ দ্বায়ী নয়! এমনিতেই আছি চাপাচাপির উপর!
মন্তব্যটা গেম ভাইয়ের পোস্টে করতে গিয়ে করতে পারিনি, তাই এখানেই করলাম!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: আমিও ট্রাই করেছি । কমেন্টে ভাল লাগা ।
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
জুন বলেছেন: জুন আপু উপকৃত হয়নাই। গেম ছেঞ্জার কি করে কুকি ক্লিন করতে হয় তার একটা ইউ টিউবের লিংক দিয়েছিল। তার জন্য ধন্যবাদ বলেছিলাম
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
সেলিম আনোয়ার বলেছেন:
এবার আপনার নাম এসেছে । অদৃশ্য থেকে দৃশ্যমান হলেন ।
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
কথাকথিকেথিকথন বলেছেন: হুম । জানলাম । সমস্যা এবং সমাধান ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভিজিটর লিস্টে আপনার নাম আসে নি ।
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: হায় হায় !! অবশ্য আমি এসব দিকে দেখাটা এখনো শিখিনি । আপনার পোস্ট দেখে খেয়াল করলাম । আমারটায় দেখলাম রিসেন্ট যে ঢুকেছে তাকে দেখাচ্ছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: এবারো আপনার নাম আসেনি । যে ব্লগে আসলো বা কমেন্ট করলো সবারই নাম ভিজিটর লিস্টে থাকবে এটাই স্বাভাবিক । ভিজিটর না হয়ে কমেন্ট করা যায় নাকি ?
সো এটা একটা ত্রুটি ।
২৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭
গেম চেঞ্জার বলেছেন: সেলিম ভাই! আমি যতদূর ধারণা করি- কমেন্ট করলেই আপনার সাম্প্রতিক তালিকায় আসবে এমন সিস্টেম তৈরি করা হয়নি।
কেবলমাত্র আপনার নাম/লিংক/ব্লগবাড়িতে (somewhereinblog.net/blog/selimanwar007) এ কেউ যদি আসে কেবল সেক্ষেত্রে সাম্প্রতিক লিস্টে যোগ হবে।
এখন কেউ যদি ডাইরেক্ট পোস্টে যায়- (somewhereinblog.net/blog/selimanwar007/30080257) সেক্ষেত্রে সাম্প্রতিক তালিকায় দেখাবে না। কারণ সে আপনার ব্লগবাড়িতে না, সে বাড়ির একটা অংশে গেছে যেটা সম্মুখে আসে না। এমনটিই হতে পারে।
জুন আপার সমস্যাটা নিয়ে ফিডব্যাকে তাহলে মেইল করতে পারেন। আর এখানে বললে আমি যদি কোন সল্যুশন জানি তাহলে বলতে পারি।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: তার মানে সিস্টেমে ঝামেলা । বা ত্রুটি । আর ত্রুটি সংশোধন করাই শ্রেয় ।
২৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩
সাহসী সন্তান বলেছেন: হুম, আমিও গেম চেঞ্জার ভাইয়ের সাথে সহমত! শুধু পোস্ট পড়লেই তার নাম সাম্প্রতি ব্লগ পর্যবেক্ষণ তালিকায় আসবে না! কেউ যদি আপনার ব্লগ নামে ক্লিক করে যায় তাহলেই আসবে! তবে এই সমাধানটা মডারেশন থেকে কেন বলা হলো না বুঝতে পারছি না? আমি গেম ভাইয়ের কথার সত্যতার জন্য এটা বিশদ ভাবে দেখেছি! হয়তো আগেই বলা উচিত ছিল, তবে মোবাইল থেকে ব্লগিং করছি বলে অতটা বর্ননা করা সম্ভব ছিল না বিধায় বলিনি!
গেম ভাইকে ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার করার জন্য!
২৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
সাহসী সন্তান বলেছেন: একটা জিনিস দেখেন, আপনার পোস্টটা ২৮৪বার পঠিত হয়েছে, তাদের সবার নাম কিন্তু আপনার ব্লগ পর্যবেক্ষণ তালিকায় দেখাবে না! শুধুমাত্র যারাই আপনার ব্লগ বাড়িতে ঘুরতে যাবে তাদেরকেই দেখাবে! উদাহরন সরুপ আমি এখন আপনার ব্লগ বাড়িতে যাচ্ছি! দেখেনতো আমার নাম দেখায় কিনা?
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এখন নাম দেখায় । ব্লগ বাড়িতে গেলে নাম দেখা যাবে আর ড্রয়িং রুমে গিয়ে খাওয়া দাওয়া (কমেন্ট করা ) করলে ভিজিটর লিস্ট এ তাকে দেখা যাবে না । এটা কতটুকু সমর্থন যোগ্য ।
২৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৮
গেম চেঞ্জার বলেছেন: ২৭. ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩ ০
সাহসী সন্তান বলেছেন: হুম, আমিও গেম চেঞ্জার ভাইয়ের সাথে সহমত! শুধু পোস্ট পড়লেই তার নাম সাম্প্রতি ব্লগ পর্যবেক্ষণ তালিকায় আসবে না! কেউ যদি আপনার ব্লগ নামে ক্লিক করে যায় তাহলেই আসবে! তবে এই সমাধানটা মডারেশন থেকে কেন বলা হলো না বুঝতে পারছি না?
এই কারণেই আমি বলিনি। অপেক্ষা করছিলাম। কিন্তু কা_ভা ভাইয়ের কোন মন্তব্য না দেখেই আমি আমার ধারণা শেয়ার করলাম।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমারও মনে প্রশ্ন তিনি বললেন না কেন?
ধারণা শেয়ারের জন্য ধন্যবাদ ।
৩০| ২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টি ছোট,তাতে কি বা
বিষয় অতি দরকারি;
জানতে বিষদ,বসলুম এসে
কাজ গুটিয়ে পাত তাড়ি।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: বলুনতো ভাই লিখেছি কম
তাই কি হলো দোষ?
ব্যাপারটিতো প্রয়োজনীয়
নাই কি মডুর হুশ।
ছবি দিয়েই বুঝিয়ে দিলাম
ব্যাপারখানা কি?
তাই বলে পোস্ট
ফেলনা হলো কি?
কাভার নজরে এলোনা পোস্ট
আমি তো মানুষ নইতো ঘোস্ট
তবে কেন আমার সঙ্গে এমন চালাকি ।
৩১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫
জুন বলেছেন: জানতে বিষদ,বসলুম এসে
কাজ গুটিয়ে পাত তাড়ি
আমিও কি করির মত বসলাম
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আমি কি করবো ?
ভেবে পাই না কিছু
আমিও বসবো তবে
করবোনা আর কিছু ।
৩২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
দর্পণ বলেছেন: আমিও দেখিনা ভিজিটর লিস্টে কমেন্টদাতার নাম।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সেটার ব্যাখ্যা না হয় পাওয়া গেল ..... ঘন্টায় ১৫ বার লগইন হতে হলে কেমন লাগে ?
৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮
ঢাকাবাসী বলেছেন: আচ্ছা এদেশে সারা দেশে যেকোন একটা বস্তু বা সিস্টেম দেখাতে পারবেন যেটা ঠিকমত চলছে! ট্রাফি্ক, সরকারী ১০০% অফিস, সব নিয়ন্ত্রক সংস্হা, পুলিশ, ব্যাবসা, নদী, একটাও ঠিকমত যেভাবে চলা উচিৎ সেভাবে চলছেনা। সামু আর এমন কি!
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ বলেন নি ঢাকাবাসী ।
সামুরও তাই সেই পথে চলতে হবে ???
৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮
সচেতনহ্যাপী বলেছেন: আমার সেই জুন/জুলাই থেকেই এই অবস্থা।। একদিন লিখেও ছিলাম এই নিয়ে [link|http://www.somewhereinblog.net/blog/sochetonhappy/30055601|লগ আউট আর ইন।। সমাধানও পেয়েছিলাম কিন্তু সব ভুয়া দিয়ে রেজিস্টার্ড করায় ফিডব্যাক আর পাঠানো হয় নাই।। এখনও একবার আউট/ইন হলাম!!
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বিড়ম্বণা । এর সমাধান কামনা করছি ।
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৫
রুদ্র জাহেদ বলেছেন: কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি এখনো!!!
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: এসব সমস্যা আমারও হচ্ছে। ভিজিটর লিস্ট বাড়েনা কিন্তু কমেন্ট করছে অনেকেরই যাদের নিক ভিজিটর লিস্টে নেই। আগে যেই ভিজিট করতো কমেন্ট করুক না করুক তার নেম ভিজিটর লিস্টে দেখা যেত।