![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সফট কপি দিলে সফট কপি পাবে
হার্ড কপি দিলে হার্ড কপি পাবে
এটাই জীবনের চিরন্তন নিয়ম
আর নতুন কোন হিসেব নয়
ইট ছুঁড়লে পাটকেল খাবে
শক্তে শক্তে সমীকরণ হবে
মন দিলে মন পাবে
অদৃশ্য দর্পনে প্রমান হবে ।
জীবনের সমীকরণে ভুল হলে
ভুলে ভুলে জীবন যাবে বিফলে ।
জীবনের যত হার্ড কপি সফট কপি
তাই হিসেব করেই বিনিময় করতে হবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
অবিবাহিত জাহিদ বলেছেন: সব হিসাব সব সময় ঠিক হয় না
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন । সব হিসাব সবসময় ঠিক হয় না ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
আবু শাকিল বলেছেন: কবির মনে আক্ষেপ কেন??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: এটাতো আক্ষেপ নয় । এটা হলো দর্শন ।টাকা দিলে টাকা পাবেন । কথায় চিড়ে ভিজে না ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মন দিলে মন পাবে
অদৃশ্য দর্পনে প্রমান হবে ।
অসাধারণ লেখা সেলিম ভাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
কবিতার সারমর্ম এমন করলে কেমন হয় ?
শুধু কথায় চিড়ে ভিজেনা
আদান প্রদানেরর ক্ষেত্রে ।
আঘাতে প্রত্যাঘাত ।
অথবা ভালবাসার বিনিময়ে ভালবাসা।
ঘৃণার বিনিময়ে ঘৃণা ।
তবে ভুল বুঝাবুঝি ভয়ানক ব্যাপার সবচেয়ে শুভাকাঙ্খি বন্ধুটি সরে যাওয়ার সম্ভাবনা আছে ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
কল্লোল পথিক বলেছেন: মারাত্নক কথা বলেছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
উল্টা দূরবীন বলেছেন: যথার্থ। ভালো লাগলো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ ।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শুধু কথায় চিড়ে ভিজেনা
আদান প্রদানেরর ক্ষেত্রে ।
আঘাতে প্রত্যাঘাত ।
অথবা ভালবাসার বিনিময়ে ভালবাসা।
ঘৃণার বিনিময়ে ঘৃণা ।
তবে ভুল বুঝাবুঝি ভয়ানক ব্যাপার সবচেয়ে শুভাকাঙ্খি বন্ধুটি সরে যাওয়ার সম্ভাবনা আছে ।
পরের পঙক্তি গুলো এবং শিরোনাম আমার কাছে আরও ভালো লেগেছে! অনেকেই বলবেন যে,কবিকে তো উদার হতে হয়।প্রতিটি আঘাতের বিনিময়ে প্রত্যাঘাত কবির কাছে কাম্য নয়। কিন্তু কবিও মানুষ, কবিতা স্বাধীন, কবিতায় কবি আরও বেশী স্বাধীন!
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা সাময়িকভাবে সবচেয়ে বেশী আলোড়িত করে কবিকে। আর কবিতায় ঘটে তার প্রতিফলন।সেজন্যই কবির দর্শনকে ভুলবোঝার কোনো অবকাশ নেই।
কোথায় যেন পড়েছিলাম, কবি ইচ্ছে করলে মশার পিঠে হাতি বসাতে পারে। একদম ঠিক কথা, কারণ এই ক্ষমতা কেবলমাত্র কবিরই আছে। তাই আবারও বলছি, আপনার দুটো লেখাই সঠিক।কারণ কবির দর্শনে কোনো ভুল হয়না। ভুল করে পাঠক, যদি সে কবিতার দর্শন বুঝতে না পারে।
অনেক কথা বলে ফেল্লাম, ভুল ত্রুটি মার্জনীয়।কারণ আমি জানি যে, এই বিষয়গুলো আপনি আমার চেয়ে আরও ভালো এবং বিশদভাবে জানেন।
নিরন্তর শুভকামনা সেলিম ভাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
কঠিন কবিতা সেলিম ভাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।কান্ডারী । শুভকামনা থাকলো ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
জুন বলেছেন: জীবনের যত হার্ড কপি সফট কপি
তাই হিসেব করেই বিনিময় করতে হবে।
জটিল কবিতা সেলিম আনোয়ার । ভালোলাগা রইলো
+
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একটু ছোট হলেও চমৎকার কবিতা!
শুভ কামনা!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ দ্যা রয়েল বেঙ্গল টাইগার
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
দিয়া আলম বলেছেন: আপনার একটা বই বেড়িয়েছে তাইনা ভাইয়া? আমাকে পাঠাবেন ?
কবিতা জটিল হয়েছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ঠিকানা তো জানি না ।বই কিভাবে পাঠাবো ? আপনার যোগাযোগ ঠিকানা দিবেন তাহলে সুযোগ করে দেবার চেষ্টা করা হবে ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রতিকথা স্টল লিটল ম্যাগ চত্বরে বই পাবেন । নজরুল মঞ্চের বাম পাশে ।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো,কবি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
কবি কোথায়?
১২ ই মে, ২০১৬ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আছি বঙ্গদেশে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন !!!