নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এ হৃদয়ের ধরণীতে কেমন সুনামি বহে!
হৃদয়ের রানি- জানি সে তোমার কারণে
রাতের আঁধারও তাই সূর্যকে যেন আড়াল করে রাখে
- বুঝো কি তুমি ?
হৃদয়মালতী , এ হদয়ের আকুতি, প্রাণের মিনতি
হৃদকম্পন-অনুভূতি কিভাবে দেখাবো জানা নেই;
মানে না এ মন!লাগে যে কেমন!!
পাগল পাগল ক্ষণ-তুমি বিহনে ;
------------- —এ হৃদয়ের বাস শুধু তোমাতেই।
এ মরুভূমি হৃদয়ে তুমি যেন প্রশান্তির সুশীতল প্রস্রবণ !
তোমার ঐ অপরূপ অবয়বে
ঝিরিঝিরি হাওয়ায় ,তোমার এলোমেলো খোলা চুলে;
ঐ সুগভীর নয়ন যুগলে;
এ তৃষিত হৃদয়ের সুনিশ্চিৎ মরণ।
ভালবাসার দুনিয়ায় প্রাণের চেয়ে বেশি
এ পৃথিবীর চেয়ে বেশি-সবচেয়ে বেশি তারো বেশি
ভালবাসি-ভালবাসি-দিবানিশি তোমাকে।
সুনিয়তি, তুমি প্রিয়তম দ্বীপ হৃদয় সাগরে।
ফাগুনের আগুনে হৃদয়ের বনে সঙ্গোপনে
তুমি-শুধু-তুমি সুশীতল ঝরনাধারা- জানি;
প্রিয়তমা তোমাতে সূর্য উদয়
শুধু তোমাতেই ভরা পূর্ণিমা –নিত্য কাহিনী ।
-----------------------------
উৎসর্গ : প্রিয়তমা,
বিঃ দ্রঃ প্রিয়মতমার মন তুলোতুলো করতে কবিতা দারুন কার্যকর ।
১৮ ই মে, ২০১৬ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আপনার আশা পূর্ণ হয়েছে ।
২| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন থেকে আপনার লিখা খুঁজছিলাম। আজ অনলাইনে দেখে ক্লিক করতেই যে কবিতাটি দেখলাম পড়ে আপ্লুত হলাম। অনেক সুন্দর কবিতা।
১৮ ই মে, ২০১৬ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা ।আার অনেক ধন্যবাদ ।
৩| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৪১
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার কবিতা পড়লাম। ভাবীর মন তুলোতুলো করতে কবিতায় কারুকার্য করা হয়েছে। পড়তে ভালো লাগল।
অ.ট.: ছবিটি কি আপনাদের?
১৮ ই মে, ২০১৬ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: হা আমাদের । বিয়ের দুইমাস পূর্তি উপলক্ষে লিখা ।
৪| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৩৪
শামছুল ইসলাম বলেছেন: সহজ কথায় প্রিয়তমাকে নিয়ে এমন মিষ্টি কবিতা অনেকদিন পড়া হয়নি।
বিয়ের দুইমাস পূর্তি উপলক্ষে লেখা এমন ছন্দময় কবিতা ভাবীর মন নিশ্চয়ই তুলোতুলো করবে।
কবিতারা বেঁচে থাক বিয়ের পরও অনাদিকাল কবির হৃদয়ে।
ভাল থাকুন। সবসময় ।
১৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
অনেকদিন পরে এলেন । তাও আবার হৃদয়মালতীর জন্যে হদয়ের সব আকুতি নিয়ে । আমাদের জন্যে কি নিয়ে এলেন ???
১৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের জন্য উপহার এই কবিতা ।কবিতার উৎপত্তির কারণ হৃদয়মালতী ।তাকে দেখলেই কবিতা ঝরে পরে ছন্দাকারে ।
৬| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:১৯
ভ্রমরের ডানা বলেছেন: ভালবাসার কবিতায় প্লাস রইল সুপ্রিয় কবি!
১৯ শে মে, ২০১৬ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:৩৮
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা
১৯ শে মে, ২০১৬ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৪২
জুন বলেছেন: আপনার এমন কবিতা পড়ে আমাদের ভাবীর মন তুলোটে না হয়ে যাবেই না
অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য।
২২ শে মে, ২০১৬ সকাল ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ । বি:দ্র: মন তুলোটে হয়েছে ।
১০| ১৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: হা হা, দারুণ!
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমে্ন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৮
প্রথম থেকে বলেছেন: সুন্দর
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আপ পাঠে ধন্যবাদ প্রথম থেকে ।
১২| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৮
সোহানী বলেছেন: কোথায় ছিলেন সেলিম ভাই... বিয়ে করে কি কবিতাটা নাকি না করেই !!!
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যেটা ভাল মনে করেন !! কবিতার তো আর বিয়ে হয়নি । আমি আগের ঠিকানায় আছি ।
১৩| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:০৫
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনার কোন কবিতা পড়লাম। ছবি ও কবিতা, দুটোই সুন্দর।
কবিতার উৎপত্তির কারণ হৃদয়মালতী ।তাকে দেখলেই কবিতা ঝরে পরে ছন্দাকারে । - তা বটে। হৃদয়ে হৃদয়মালতী ফুটে থাকলে কবিতা আপনাআপনি "ঝরে পরে ছন্দাকারে"! বেশ সুন্দর করে বলেছেন কথাটা।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার চমৎকার কমেন্টে অনেকে অনেক ধন্যবাদ । কবিতারাজ্যে হৃদয়মালতীদের ব্যাপক প্রভাব এটি অস্বীকার করতে পারবেন না কোন কবি বা পাঠক ।
১৪| ২২ শে মে, ২০১৬ রাত ১২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ফাগুনের আগুনে হৃদয়ের বনে সঙ্গোপনে
তুমি-শুধু-তুমি সুশীতল ঝরনাধারা- জানি;
প্রিয়তমা তোমাতে সূর্য উদয়
শুধু তোমাতেই ভরা পূর্ণিমা –নিত্য কাহিনী
কাব্য অংশ খুব সুন্দর ।
২২ শে মে, ২০১৬ সকাল ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আমরা লড়তে জানি প্রাকৃতিক দূর্যোগ
আমরা গড়তে জানি দারুন প্রতিরোধ
মৃত্যুর কালো ছায়া
বাড়িয়েছে মানুষে মানুষে মায়া
যতবার আকাশ জুড়ে মেঘ করেছে কালো
দুর্ভোগের আধার ঠেলে ঠেলে এনেছি রবির আলো
এসেছিলো তেড়ে রোয়ান সাগরের জলরাশি নিয়ে
বাতাস ও তাই তুফান গড়েছে মরন হুমকি দিয়ে
বিপদ সংকেতে কেঁপেছে হৃদয় কেঁপেছে উপকূল
এমন বৈরিতার পরে হবে না জানি ভুল
আমাদের লড়তে হবে
রক্ষণব্যুহ গড়তে হবে
চলে যেতে হবে নিরাপদ আশ্রয়ে মানবতার মূলমন্ত্রে হতে হবে আগুয়ান
রুখে দিতে হবে রোয়ান
প্রতকারের পথ জনা নেই প্রতিরোধই তাই শ্রেয়
উপকূল জুড়ে সারাদেশ ভরে বৃক্ষ লাগিয়ো প্রিয়
মহান আল্লাহর সাহায্য থাকে তাহাদের সাথে
যারা চেষ্টা করে সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে
রোয়ান আসছে তেড়ে
আবারো প্রমান করতে হবে
আমরা বীরের জাতি
দর্যোগ মোকাবেলায় কিংবা অধিকার আদায় করে নিতে
বিজয়ীর বেশে আমরা ছিলাম মহান একাত্তরে
রোয়ান আয়ালা প্রাকৃতিক দূর্যোগে
বিজয়ীর বেশে আমরা থেকেছি জিতেছি বারে বারে ।
কেমন হলো কবি??
১৫| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০৬
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই, লিখাটি খুব ভালো লাগলো... আশাকরছি ভালো আছেন...
শুভকামনা...
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: লিখাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো । কমেন্টে আর পাঠে ধন্যবাদ । ভাল আছি ।আশা করি আপনিও ভাল আছেন ।
১৬| ২৪ শে মে, ২০১৬ রাত ১:১১
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা। শুভকামনা জানবেন কবি।
২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৭| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:২৬
সিক্ত শ্রাবণ বলেছেন: অসাধারণ। অনেক বেশি ভালো লাগলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৮| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
আব্দুল্লাহ বোরহান বলেছেন: প্রিয়মতমার মন তুলোতুলো করতে কবিতা দারুন কার্যকর ........।দারুন বলেছেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৪
সিগনেচার নসিব বলেছেন: কবিতাখানী পাঠে বেশ মুগ্ধ হলাম
দারুন লেগেছে কবিতা
অনিঃশ্বেস শ্রদ্ধা ও ভালবাসা নিবেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২০| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১
তাওহীদ পলাশ বলেছেন: ভালোবাসার কবিতা ভালোবাসি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার কবিতায় ভালবাসায় ধন্যবাদ । আর অনেক শুভকামনা ।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: অপূর্ব লেখা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৪২
সাহসী সন্তান বলেছেন: প্রিয় কবির সরুপে আত্মপ্রকাশ হতে দেখে বেশ ভাল লাগছে! আশাকরি কবিতা পড়ে প্রিয়তমার মন তুলতুলে হবে!