নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

লড়াকু

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

অপেক্ষার কালবেলা খেলছে লুকুচুরি
সমুখপানে অপার সম্ভাবনা দিচ্ছে হামাগুড়ি;
আশা আর ভয়ের মাঝে ভাসছে সময় ভেলা
সুখ-দুঃখের কাব্যগুলো করছে কেমন খেলা।
ভীতু প্রাণে যদিও ভাবি কোন বনে যে যাই
কোন বনে গেলে এ প্রাণ শান্তি খুঁজে পায় !
আরো ভাবি প্রাণের প্রিয়া থাকে বহুদূরে
আমি হেথায় ব্যস্ত ভীষণ মায়ার অচিনপুরে!

মায়ের অসুখ বাবার বিসুখ দিদির অনেক জ্বালা
এসব সামলাতে ব্যস্ত নাবিক আমি একেলা।

করেছি এই পণ মানবো না আর হার
ভরসা করে লড়ছি লড়াই মহান বিধাতার।
জীবনটাতো ফুলশয্যা নয় কাঁটার বিছানা,
কাঁটা তুলে ব্যথা ভুলে পাবো খুঁজে সুখের ঠিকানা।

ভুলগুলো সব ফুল হয়ে যাবে যাদুর পরশে
কথা দিলাম এই আমাকে পাবে কাছে মনের হরষে
এক নিমিষে — এই প্রতীক্ষার শেষে ।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

গেম চেঞ্জার বলেছেন: ভুলগুলো মুছে যাক, আসুক ভাল সময়! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতার জন্য আপনাকে ধন্যবাদ । !:#P অনেকদিন পরে ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০০

ভ্রমরের ডানা বলেছেন:

করেছি এই পণ মানবো না আর হার
ভরসা করে লড়ছি লড়াই মহান বিধাতার।


লড়াই তবে চলুক কবি! বিজয় সুনিশ্চিত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.