নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেম সীমা

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮




তবে কী ভালবাসা গাণিতিক?
বেশ দৃঢ়তার সাথে কতবার বুঝালে
তার ইয়ত্তা নেই!
তবে কি প্রেম সূচক ও লগারিদমের
নিয়ম মেনে চলবেই।
তবে কি তোমার প্রেম দারুন সীমাবদ্ধ;
দৈর্ঘ্য,প্রস্থ উচ্চতায় যথার্থই পরিমেয়?
হিসেব কষে কষে
বিন্যাস ও সমাবেশে অনুমেয় !

প্রেমের ইতিহাস তেমনটা নয়
প্রেম কেবলই বিড়ম্বনা তা কি করে হয়!
তবে কি আধুনিক প্রেম আদতে প্রেম নয়?
নিদারুণ বাণিজ্যিক কিছু
গণিকালয় ,হাট-বাজার সেগুলো তো প্রেম নয়।
ভালবাসা সতত আমোঘ শক্তির আধার
সকল সীমা ভেঙে চূড়ে করে একাকার।

মোহ কেটে যায় প্রেম থেকে যায় হিরকের দৃঢ়তায়।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬

মনসুর আলী বলেছেন: সত্যিই ভালো লাগলো কবিতাটা ।কেমন আছেন ভাই?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

রাতে আঁধার হোক না যতই কালো আমি আছি বেশ ভালো ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮

মনসুর আলী বলেছেন: তবে কি প্রেম সূচক ও লগারিদমের
নিয়ম মেনে চলবেই। দারুণ উপমা

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে আবারো ধন্যবাদ । আর শুভকামনা ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



মোহ কেটে যায় প্রেম থেকে যায় হিরকের দৃঢ়তায়।


অসাধারণ!! প্রেম কোন দেওয়ালে বেধে রাখা চিত্রকলা নয়, আবার শোকেসে লুকিয়ে রাখা সাত নড়ি হারও নয়। প্রেম হল জলের মত স্বচ্ছ! যেখানেই রাখি সেই আকার ধারন করে, বর্গ, আয়তঘন বৃত্ত দিয়ে তার সীমা পরিমাপ হয়না। যুগ যুগ ধরে তাই হয়েছে তাই হবে অনন্তর! তাই তো কবি যথার্থ বলেছেন-

ভালবাসা সতত আমোঘ শক্তির আধার
সকল সীমা ভেঙে চূড়ে করে একাকার।



শুভকামনা সুপ্রিয় কবি সেলিম আনোয়ার ভাই!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । আর শুভকামনা থাকলো ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালো লেগেছে

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভাল লাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



বাহ .... বেশ , প্রেম - ভালোবাসার দৈর্ঘ্য,প্রস্থ, উচ্চতার গাণিতিক কাঁটাচেরা করলেন । বক্তব্য প্রধান ।
সুন্দর ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস আপনি কি বলেন প্রেমে যদি এত হিসেব নিকেশ থাকে সেই প্রেম কি?

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



মোটেও না ..............

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



সেটা কোনও প্রেম নয় .......................

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমারো তাই মনে হয় ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমার অনুভূতিটাকেই বেশ সুন্দর করে গুছিয়ে প্রকাশ করে গেছেন ভ্রমরের ডানা। ঐ তিনটে চরণই আপনার কবিতার চুম্বক অংশ।
গাণিতিক, জ্যামিতিক, এ্যালজেব্রিক- কোন হিসেবেই প্রেমের পরিমাপ করা যায় না। প্রেম তার আপন প্রবাহে ও পরিমাপে আসে যায়, কখনো মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, কখনো তাকে প্রান্তরে রেখে যায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।

হিসেব নিকেশের চাপে
প্রেম থাকে টিকে
প্রেম চলে নিজের গতিতে ।

১০| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫২

ইহসান আকসার মাহমুদ বলেছেন: https://www.alislam.org/
http://www.ahmadiyyabangla.org/
সকল মুসলমানের কাছে অনুরোধ, শুধু একবার ঘুরে আসুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.