নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এমন ক্ষণ যেন কখনো না আসে
মরবে তুমি থাকবো আমি বেঁচে।
এই পৃথিবী ছেড়ে—
তোমার বিদায় হয় যেন মা—
মোর মরণের পরে ।
স্রষ্টা কেন দিবেন তোমায় এমন কঠিন রোগ!
তোমায় কেন পোহাতে হবে মা এত দূর্ভোগ!!
তুমি মাগো অনেক বড় বলেছেন বিধাতা
তোমার তুলনায় নগন্য অতি ঐ আকাশটা।
আমার আকাশ মাগো তুমি
ভাল থেকো অনন্তকাল ধরে
এই আশীর্বাদ জানিয়ে দিলাম মহান বিধাতারে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ মনের ভাব প্রকাশ করেন, আশা করেন, প্রকৃতি তার নিজের নিয়মে চলে।
পৃথিবীর সব মা যেন সন্তানের সুখশান্তি দেখতে পান!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আর শুভকামনা থাকলো ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: মা।
মাকে নিয়ে সব লেখা এত আপন লাগে।
মায়ের জন্য মনটা খুব নরম হয়ে আছে।
খুব সুন্দর লিখেছো।
ভালো থাকো। মায়েরা ভালো থাক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮
ক্লে ডল বলেছেন: আমি ভাবতে পারিনা!! মা-হীন আমি!!
অনেক সুন্দর লিখেছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা থাকলো ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
মা কে নিয়ে লেখা কবিতা খুব ভাল লেগেছে কবি! আপনার মনের ইচ্ছা পুর্ণহোক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: মার আরোগ্য কামনা করছি ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন:
এই পৃথিবী ছেড়ে—
তোমার বিদায় হয় যেন মা—
মোর মরণের পরে ।
ভালভাবে বুঝতে পারার সামর্থ্য হওয়ার পর থেকে আমি নিরন্তন এই প্রার্থনা করে আসছি।
ভাল লাগলো কবিতা। +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: নিষ্ঠুর নিয়মে মানুষকে পৃথিবী ছাড়তেত হয় ।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমার আকাশ মাগো তুমি
ভাল থেকো অনন্তকাল ধরে
এই আশীর্বাদ জানিয়ে দিলাম মহান বিধাতারে -- অন্তর স্পর্শ করে গেল আপনার এ হার্দিক প্রার্থনা।
চাঁদগাজী এর মন্তব্যটা (২ নম্বর) ভাল লেগেছে।
কবিতায় + +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭
জনৈক অচম ভুত বলেছেন: এই প্রার্থনা প্রত্যেক সন্তানের।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । মা ছাড়া পৃথিবী ভাবা যায়না ।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
"মা" সম্ভবত পৃথিবীর সকল শিশুর মুখে উচ্চারিত প্রথম একটি সম্পুর্ণ শব্দ / বাক্য / মহাকাব্য / ইতিহাস / গল্প / কবিতা ..........
সকল মায়েরা ভালো থাকুন ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে ও পাঠে ভাল লাগা ।
সকল মায়েরা ভালো থাকুন ।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
জেন রসি বলেছেন: সুন্দর।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। +।
মনটা ভারী হয়ে গেল। এ যেন আমার নিজের জীবনের কথা !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: হা ।
শুধু আপনার নয় যারা কমেন্ট করেছেন তাদের সবার জীবনের কথা ।
তবে সবাই বোধ হয় মাকে ভালবাসে না ।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৩
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম ।
ধন্যবাদ হে কবি ??
সেলিম ভাই,ভাবি কেমন আছে ??
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
নেক্সাস বলেছেন: মাকে নিয়ে ভাল লিখনি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
শুভ্র বিকেল বলেছেন: সব থেকে দুর্বলতম জায়গা মা। মাকে নিয়ে যেকোন লেখা আকৃষ্ট করে। অনেক অনেক সুন্দর। শুভকামনা নিরন্তর।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫১
ইহসান আকসার মাহমুদ বলেছেন: https://www.alislam.org/
http://www.ahmadiyyabangla.org/
সকল মুসলমানের কাছে অনুরোধ, শুধু একবার ঘুরে আসুন
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর লিখেছেন।