নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতি মন

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮




কেমন আছো কি করছো আছো তুমি কোথায়?
এমন ঘোর বরষায় কেবল পড়ছে মনে তোমায়।
এ কেমন রাত !পৃথিবীটা গেল ভিজে হয়ে বৃষ্টিস্নাত,
আকাশটাও ডাকছে কেবল চমকে আকস্মাৎ।
বৃষ্টির টাপুর টুপুর শব্দে উঠলো জোয়ার মনে
কত কথা ঘুরছে মাথায় তোমার স্মৃতির বনে ।
আসছেনা যে ঘুম, থাকলে তুমি পাশে রঙিন স্বপ্ন মেখে
সারারাত কাটিয়ে দিতাম তোমার চোখে দুচোখ রেখে।
তোমার ঘন চুলে বুলিয়ে দিতাম হাত
এক নিমিষেই যেত কেটে মধুরতম রাত।
জলের ছোঁয়ায় ফুল গুলো আজ আরও রঙিন হলো
ইচ্ছেগুলো ময়ূর সেজে যেন পেখম তুলে দিলো।
আজকের এই নাতিশীতোষ্ণ বৈরী আবহাওয়ায়
মনটা যে হায় ভীষণ ব্যাকুল তোমায় কাছে পাওয়ায়।
আকাশ জমিন আজ একাকার বৃষ্টি স্নেহ ঢেলে
আজ সকল ব্যথা যেতাম ভুলে তোমায় কাছে পেলে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৫

সুমন কর বলেছেন: কাছে নেই বুঝি !!

ভালো হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ঢাকা শহরে চলে এসেছি। এই কবিতা ক্যান যে লিখলাম !!!
এখন ভাল লাগছে ।


কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বর্ষায় কবি মন উদাস হয়। এটা তাঁরই প্রভাব। ফিরে আসুক প্রিয়া। আর না হয় ধরে নিয়ে আসুন। কারণ কখনো কখনো জোর করে ভালবাসা আদায় করতে হয়। কারণ এটা জোর নয়, অধিকার।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: মায়াবতী তুমি কি বাংলা পড়তে পারনা । এই কমেন্টের পর তুমি তো বুঝা উচিৎ। স্পস্ট বাংলায় কত সুন্দর কমেন্ট। হোল্ড মি টাইট এন্ড লেট মি লাভ ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: কাছে আসুক সে,
ভালো হয়েছে মনের অভিব্যাক্তি

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আসুক কাছে আসুক
প্রেমের জলে ভাসুক......


কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছন্দোবদ্ধ কবিতা!:)


প্লাস!:)

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৭

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




কবিতাটি যেন বলে গেলো ----

এই মেঘলা, দিনে একলা
ঘরে থাকেনা তো মন।
কাছে যাবো , কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ !"

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮

তারছেড়া লিমন বলেছেন: দারুন........

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা তারছেড়া লিমন ।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

ব্লগ মাস্টার বলেছেন: ভীষন রকম ভালো লেগেছে কবিতা ।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ব্লগমাস্টার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.