নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মেঘের ভেলা

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১






যার পথ বেঁকে গেছে তোমার অবহেলায়
যার চলা থেমে গেছে নিদারুন প্রবঞ্চনায়
সে কেমন করে করবে শুরু নতুন পথচলা
কেমন ভার হবে তার মনের কথা বলা
ভেঙে গেছে যার ডানা বুক পাজরের হাড় ছ’খানা
কেমন করে নতুন ভোরে খুঁজবে ফিরে সুখের ঠিকানা
মনের মিলন হয়েছিল হয়তো প্রথম কথার ছলে
নিজের প্রেম এড়িয়ে গেছো প্রবঞ্চনার জালে।
কোথায় তোমার বন্ধু সখী কোথায় তোমার প্রেম
তুমি আমি গড়তে পরিনি একটি কমন ফ্রেম।
খ্যাতি তুমি খুব চেয়েছো মিথ্যে ম্যুহে পরে
ভালবাসা বলির পাঠা তাই আততায়ি খপ্পরে।
আকাশটার আজ বেশ অভিমান মেঘে গেছে ভরে
বৃষ্টি হয়ে কাঁদবে বোধ হয় প্রেম যমুনার চরে ।
দুই পথের যাত্রী এখন মোরা ভিন্ন দিকে চলি
মনে মনে অতীত গাঁথা শোক নদীতে ঢেউ তুলি।
পৃথিবীটা গোলাকার আর বেশি বড় নয়
উল্টোদিকে চলতে গেলেও হয়তো দেখা হয়।
কার গন্তব্য আমি আর কার গন্তব্য তুমি
কে আপন কে পর জানেন অন্তর্যামী ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

ক্লে ডল বলেছেন: ভাল লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: জীবন এমনি । চাইলেই সব পাওয়া যায় না আবার যা চাই না তা চলে আসে অনায়াসে ।

কবিতা ভাল লেগেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: জল স্রষ্টার ইচ্ছায় মেঘ হয়ে দূর আকাশে উড়ে বেড়ায় আবার বৃস্টি হয়ে সাগরের বুকে ফিরে আসে। কোন সাগরে আসবে সেটাও কেউ বলতে পারে না । আবার কিছু বোধ হয় মেঘ হয়ে আকশেই থেকে যায়। প্রচন্ড অভিমানে !! কিংবা ভাগ্যের নিয়ন্ত্রণে ্

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।
কার গন্তব্য আমি আর কার গন্তব্য তুমি
কে আপন কে পর জানেন অন্তর্যামী ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

জুন বলেছেন: খ্যাতি তুমি খুব চেয়েছো মিথ্যে ম্যুহে পরে
ভালবাসা বলির পাঠা তাই আততায়ি খপ্পরে।
:-*
কার গন্তব্য আমি আর কার গন্তব্য তুমি
কে আপন কে পর জানেন অন্তর্যামী ।

ছন্দের মিল কবিতাই পড়তে ভালোলাগে সেলিম আনোয়ার । সহজ সরল বুঝতে সুবিধা । ভালোলাগলো ।
+

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় জুনাপির কমেন্টে অনেক ধন্যবাদ ।ভালথাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ছন্দবদ্ধ কবিতায় ভালোলাগা!:)


তবে প্রশ্ন গুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে মনে হয় ভালোহত! :)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরনন্তর শুভকামনা ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিখাঁদ সুন্দর কবিতা। ভাল নালেগে উপায় নেই।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: কার গন্তব্য আমি আর কার গন্তব্য তুমি
কে আপন কে পর জানেন অন্তর্যামী ।
++

খুব সুন্দর কবিতা।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.