নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যার মনের বনে অনুক্ষণে তোমার বিচরণ;
তার মনতো মানে না,
কেমন করে পরের তরে অকাতরে
শপেছো তব মন।
বিষন্ন এই মনে একই প্রশ্ন ক্ষণে ক্ষণে
করছে জ্বালাতন;
কার করে তোমর কর করেছো সমাপন?
ভালবাসি বলতে গেলে
বারে বারে এই আমারে
একই কথাই বলো;
“তোমার ঘরের ঘরনী যে তার কি হবে বলো?”
আমার ঘরের ঘরনী সে তো আগে ছিলনা
তোমার বিরহ কাটিয়ে ওঠার সে আবশ্যিক ঘটনা।
কানামাছি বেশ খেলেছো,
পরের প্রেমে ঠিকই মজেছো,
আমার তরে সপে গেছো নির্মম ছলনা।
মোর ঘরনী না থাকলে বুঝি আমার হতে হায়!
এ কেমন ছলনা!
এতো কেবল তোমার প্রহসন অভিপ্রায়।
পাহাড়সম দৃঢ়তা নিয়ে তোমার মিথ্যে অভিনয়;
বলেছিলে এই জনমে গড়বে না তুমি কোন পরিণয়।
এখন তুমি বেশ আছো রূপকথাটি নিয়ে;
আমার প্রেম পারিযায়ী পাখি নশ্বর পৃথিবীতে ।
ছবি নেট
১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১
বিজন রয় বলেছেন: পারিযায়ি প্রেম...............???
১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করা হয়েছে ।
৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫১
শায়মা বলেছেন: পুরাই তো গানা হয়ে গেছে!
১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে তুমি গেয়ে ফেলতে পারো । তাহলে বুঝা যাবে কেমন গান হলো ।
৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++
১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
যে প্রেম পায়নি প্রিয়ার হৃদয়, সেই প্রেম অকাল ফুল, যার থেকে কোনদিন ফল হবে না।
১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সেটা যদি প্রিয়তমা বুঝতো দারুন হত্ ।
রঙিন দিন ফুরোনোর আগেই বুঝা উচিৎ ্
৬| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১২ ই জুন, ২০১৭ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৩ ই জুন, ২০১৭ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১১
জেন রসি বলেছেন: ওয়ান সাইডেড লাভ?
১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: হা ওয়ান সাইডেড লাভ।
৯| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন কবি।
পরকিয়া সম্পর্কিত নাকি ? আমি ঠিক বুঝতে পারলাম কিনা বুঝতে পারছি না!!
১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সেটের রাজা নকিয়া আর প্রেমের রাজা পরকীয়া ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমতকার লিখেছেন ভাইয়া
ভাল লাগল কবিতা