নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তারাবীর প্রার্থনায় রমযানের প্রথমরাতে
উছলে পড়া ভীড় থাকে
আল্লাহর ঘর
মাসজিদে,
থাকেনা সেথা কোন স্থান; এক তিল পরিমান,
তারপর কি যে হয়!
নামাযী সব কমতে থাকে
কি এমন ব্যস্ততা যা নামাযীদের দূরে রাখে।
সারাদিন না খেয়ে তারা কি হয়ে যায় অক্ষম?
এমনটিতো কখোনো হবার নয়
তারাতো ব্যস্ত সদা দুনিয়াদারি আর পন্ডশ্রমে ।
ইফতার আয়োজনে বিলাসিতার শেষ নেই
মাথার ঘাম পায়ে ফেলে সারাক্ষন খায়েসাতের পিছনে।
রমযানের একমাস সিয়াম সাধনায়
স্রষ্টার ক্ষমার্জন করতে পারে বিশ্বাসী সব বান্দায়
তারপরও কিসের ঘোরে এত বড় ভুল হায়!!
আখেরাতের জীবন অসীম শুরু আছে শেষ নাই!
এতসব জানার পরও মানুষে কেন নফসের প্ররোচনায় .।
আখেরাত বাদ দিয়ে তাদের ব্রত নশ্বর পৃথিবীর উপসনায়।
প্রতিদিনে পাঁচবার প্রার্থনা আবশ্যক সব বিশ্বাসী বান্দার
মসজিদ প্রাঙ্গনে জামাতে পালন আবশ্যক পন্থা সেই প্রার্থনার।
মহান স্রষ্টার বড় হুকুম আর এত ফযিলত জানার পরেও
কপটবিশ্বাসীরা মানেনা তার স্বর-এ- আ স্বর-এ-অ !
সারা বছর মানুষের ঢল মেলা খেলা আড্ডা আর সংসার মাঝারে
মসজিদ ফাঁকা তাই ওয়াক্তিয়া নামাযের প্রহরে।
ক্ষণিকের দুনিয়ার মোহে আর মায়ায়
দ্বীন হীন মানুষরা নফসের কাছে নিদারুন অসহায়।
দুনিয়ার লোভ লালসা সব ছেড়ে
মানুষ জান মাল আর সময় দিতে পারে
স্রস্টার সন্তুষ্টি লাভ আর মানবতার তরে ।
সৃষ্টির সেবাতে স্রষ্টা খুশি হয় ।
বিজ্ঞ মানুষেরা সদাব্যস্ত থেকোনা কেবল দুনিয়ার ভ্রান্ত নেশায়;
রমযান মাসের সংযম সাধনায় স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়।
১৪ ই জুন, ২০১৭ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
১৪ ই জুন, ২০১৭ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুমন কর ।
৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা উপহার দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতায় পরামর্শ। অসাধারণ বুঝিয়েছেন কাব্যিক ভাষায়।
ভালো লাগা জানিয়ে গেলাম প্রিয় কবি।
১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
রোজা মানুষকে ক্লান্ত করছে মনে হয়।
১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি রোজা আছেন?
৫| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:০৭
স্বতু সাঁই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
রোজা মানুষকে ক্লান্ত করছে মনে হয়।
কবিতাতেও যেন রোজার ক্লান্তি লেগেছে!!
ইসলামে উপাসনার পদ্ধতি বিশ্লেষণ করলে দেখা যায়, সকল উপাসনা আল্লা উচ্চবিত্তের জন্য প্রণয়ন করেছেন। নিম্নবিত্ত মানুষের জন্য কোন উপাসনা রাখেন নি। যদি উপাসনা করা ছাড়া স্বর্গে না যাওয়া যায় তবে স্বর্গটাও আল্লাহ গড়েছেন শুধুমাত্র উচ্চবিত্তের জন্য। তার অর্থ দাঁড়ায় ইসলাম ধর্ম শুধুমাত্র উচ্চবিত্তের জন্য পালনিয় ধর্ম।
আপনার আগামী কবিতা লিখার একটা বিষয়বস্তু দিয়ে গেলাম। অপেক্ষায় থাকবো একটা সুন্দর কবিতার জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৪০
নীলপরি বলেছেন: বাহ , ভালো লিখেছেন ।
শুভকামনা ।