নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অনেক অভিমান জমলে তবেই
হৃদাকাশে হয় মেঘের আনাগোনা।
বেদনার বাঁধ গেলে ভেঙে
অশ্রুজলে ভাসে চোখের কোণা।
গোপন অশ্রুজলের খবর কেহ তো রাখে না
কত স্বপ্নাশার লুকোনো সমাধি হয় যে রচনা।
ভুলে ভুলে ভুলের সাগর যেন নিত্য আমি গড়ি
ভুলের মাশুল গুনতে গিয়েই কেবল স্রষ্টাকে স্মরি ।
সব ভুলে যাই তবু ভুলি নাই সেই যে আমার প্রিয়া
মহান স্রস্টা বানাইছে তারে হায় এমন রহস্য দিয়া।
প্রিয়া যদি ঘরনী হয়ে যায় পরের বাহুডোরে
তার ছলনার স্মৃতিগুলো খেল তামাশা করে।
বৃষ্টির জল আকাশ ভেঙে অবিরত ঝড়ে কেবল ঝড়ে
আকাশের গোপন ব্যথা সব যেন প্রকাশ হয়ে পড়ে ।
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন খুশির লগনে এমন বেদনা বিধূর কাব্য কেন কবি!!!!
প্রিয়া যদি ঘরনী হয়ে পরের বাহুডোরে
তার ছলনার স্মৃতিগুলো খেল তামাশা করে।
বৃষ্টির জল আকাশ ভেঙে ঝড়ে কেবল ঝড়ে
আকাশের গোপন ব্যথা যেন প্রকাশ হয়ে পড়ে ।
ভাল লাগল।
ঈদ মোবারক (শুদ্ধ)
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ইদ মুবারক (অশুদ্ধ)
বিরহ হলো ২৪ ক্যারেট গোল্ড । এই জন্য এমন কবিতা ।
৩| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: গোপন অশ্রুজলের খবর কেহ তো রাখে না
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
কিছু থাকে অতিথি পাখী, সেটি সময়ে উড়ে যাবে
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন চাঁদগাজী ।কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮
ওমেরা বলেছেন: ভাইয়া , বউ বাচ্চা সবই আছে ! এমন ছ্যাঁকা খাওয়া কবিতা লিখবেন নাতো !!
২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কবিতাই ছ্যাক দেয়া হোক ছ্যাকা খাওয়া হোক ্
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বউ মোবাইল পানি ডুবিয়ে দিয়েছে । মোবাইল নষ্ট হয়ে গেছে । এখন আছি যন্ত্রনাতে ।
৬| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়ছে +
২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
এমন বিমর্ষ কবিতার পরেও বলি থাকুন আনন্দে ....
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । কত ব্যথা সেটা জানে অন্তর্যামী ।
৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
** আগের মন্তব্যটি মুছে দিন।
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: দিলাম মুছে ।
৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭
বিজন রয় বলেছেন: আপনার কবিতায় সেই একই ঢঙ রয়ে গেল। একটু পরিবর্তন কি আনা যায় না??
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কি পরিবর্তন চান বলতে হবে । তবেই হবে ।
১০| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৫
বিজন রয় বলেছেন: সময় নিয়ে একদিন কথা হবে।
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে বিজন রয় ।
যদিও সময় হবার সুযোগ নেই বললেই চলে ।
১১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৪৩
ওমেরা বলেছেন: কেন ভাইয়া আপনি কি মোবাইলে অতীতের সাথে কথা বলছিলেন ! তাহলে তো দিবেই
ভাইয়া বেয়াদবি করলাম তাই বলে আমাকে কিন্ত বেয়াদব বলিয়েন না প্লীজ ---
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে কাকে বেয়াদব বলবো ?
অতীতে সঙ্গে কথা হয় কবিতাতে ।
১২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:১৪
ওমেরা বলেছেন: কবিতাকে বলেন ভাইয়া ।
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে । কিন্তু কবিতাতো বেয়াদবি করেনি
১৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতায় আছে বুঝার অনেক কিছু। মন ভরে উপভোগ করলাম।
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো । কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৪০
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ খুব ভালো লাগলো+++
২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:০৬
উম্মে সায়মা বলেছেন: ব্যাথাগুলো সব বৃষ্টি হয়ে ঝরে পড়ে যাক। হাওয়ায় মিলিয়ে যাক।
ভালো লাগল। ঈদের শুভেচ্ছা রইল।
২৫ শে জুন, ২০১৭ রাত ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক অভিমান জমলে তবে
হৃদাকাশে হয় মেঘের আনাগোনা।
বেদনার বাধ গেলে ভেঙে
অশ্রুজলে ভাসে চোখের কোণা।
সহজ সাবলিল সুন্দর।