নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মনকে বলি
কে বেসেছে ভালো!
আর কে করেছে ঘৃণা!
এসব কেবল সময় নষ্ট
ভেবে দেখেছো কি না?
ক্ষণিকের এই জীবন
কর্পূরের মতন
যাবে যে ফুরিয়ে;
যৌবন কাল
থাকবে না চিরকাল
যাবে সে বুড়িয়ে।
ও মন
দূরের মানুষ কাছের মানুষ
ভাবছো কেন মিছে?
এই জীবনে
সবাই একা যায়…
একাই সেতো আসে।
তাঁর কাছে হলাম না হয়
“দূরের মানুষ”
বাকীরা সব তাঁর কাছের .।
আরাধনা ছিল প্রাণে
তাঁর সনে
বাঁধবো সুখের ঘর;
অযাচিত প্রবঞ্চনায় তিনি করলেন আমায় পর।
থাকলেন বহুদূর।।
কারে লয়ে গড়েছেন দোসর
তিনি জানেন ভালো!
আমার ঘরে জোনাকীরা বিলোয় এখন আলো ।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৫
ওমেরা বলেছেন: কবিতাটা অপূর্ব সুন্দর হইছে ভাইয়া !!
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++++
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯
ইফতেখারুল মবিন বলেছেন: অসাধারন ভাল লেগেছে!
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৩
সুমন কর বলেছেন: ভিন্ন রকম। ভালো লাগল।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৩
তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর হয়েছে মানসী +++++
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ তোমার জন্য মিনতি মনি/ মনা ।
৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২৪
আলভী রহমান শোভন বলেছেন: এক রাশ মুগ্ধতা। পোস্টে প্লাস।
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৫ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১১
নাগরিক কবি বলেছেন: বাহ! বেশ বেশ
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো ।
৯| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮
কল্লোল পথিক বলেছেন:
বাহ!
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কল্লোল পথিক । আপনার নিয়মিত উপস্থিতি আমাকে ভাল লেখার জন্য অনুপ্রাণিত করবে ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ গড়েছেন প্রিয় কবি আপনার মানসী। মুগ্ধতা রেখে গেলাম এবারো।
শুভকামনা আপনার জন্য, আপনার মানসীর জন্য।
আল্লাহ্ আপনার মঙ্গল করুক সবসময়।