নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কেন গো আড়ালে লুকিয়ে থাকো ?
চুপি চুপি কী তবে
দূরে থেকে
প্রেমিক হৃদয়ে
কামনার হাঙর গড়ো।
ভালবাসার পিপাসায় কাতর হয়ে
গোগ্রাসে
করি যেন ভক্ষণ
তোমার রূপ উপঢৌকন
পরের অধিকারী যেন হই না কখনো?
তাই বুঝি এত আয়োজন!!
শতভাগ প্রেম তুমি
এমনি করে তোমার করে
রাখো ধরে । অমার অধর
পারবেগো সইতে;
কতবার বলেছি
এ হৃদয়ে নেই আর কেহ
চাইলেই পেতে পারো
আমার এই দেহ
অঘোর বরষায় পদ্মা যেমন
পৌরুষোদ্দীপ্ত প্রেম মম শুনাবে কবিতা
তবু কেন আড়ালে থেকে
তোমার অসহনীয় অনুপস্থিতি ।
মিথ্যে অহঙে অভিযোগ এঁকে
তবে কিগো অভিমান করো?
তুমিতো নও প্রেতাত্না কোন
যাদুকরী ডাইনীও নও!
যে চিরকুমারী ব্রত হতে হবে
প্রেমের মন্ত্রে আমারই হও , তবে।
লুকোচুরি খেলা রেখে ভাঁজ খোলো
অপ্রগলভ নান্দনিকতায়
প্রেম যমুনায়
পানকৌড়ির মত
ডুবো আবার ভাসো ।
ছবি নেট।
তুমি নও অন্যকেহ তোমার ডামি
উৎসর্গঃ আকাশলীনা
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ্১ম কমেনেট ও ভাললাগায় অনেক ধন্যবাদ নিরনতর শুভকামনা
২| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা +++++
১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: প্রেম যমুনায়
পানকৌড়ির মত
ডুবো আবার ভাসো - চমৎকার!
প্রেম কবিতার এক চিরন্তন উৎস।
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯
কামরুন নাহার বীথি বলেছেন:
সুন্দর কাব্যগাঁথা!!
ভাললাগা রেখে গেলাম!!
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি ধন্যবাদ সুমন কর । মোটামুটি ভাল থাকবেন ।
৬| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২০
সনেট কবি বলেছেন: প্রিয় কবি প্রবিত্র জুম্মাবারে আমার সনেট কবি ব্লগের প্রথম পোষ্ট দিলাম আপনাকে নিয়ে লেখা সনেট কবিতা দিয়ে। সময় পেলে একপাক দেখে আসবেন।
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দেখে আসলাম আপনার কবিতা। কমেন্ট ও করেছি । অশেষ কৃতজ্ঞতা ।
৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৪
হয়ত তোমারই জন্য বলেছেন: চুপি চুপি কী তবে
দূরে থেকে
প্রেমিক হৃদয়ে
কামনার হাঙর গড়ো৷
সেলিম ভাই কথাগুলি অসাধারন সুন্দর লিখেছেন ৷
২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । আর্ট অব সিডাকশন ।
৮| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০
নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো ।
২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
লেখা পাগলা বলেছেন: সুন্দর কাব্য ।