নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখনো অসমাপ্ত

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭



রাতের আহার শেষে
দাঁড়িয়ে দখিন জানালার পাশে
রুপোলী জোছনা দেখে
মুগ্ধ মম দু’নয়ন
অবাক চেয়ে রয়
দূর আকাশের সীমানায়।
ঝিরিঝিরি বাতাসে
স্বপ্নিল আবেশে
মেঘের ভেলায় করে ভর
অনেক মায়ায় বটের ছায়ায়
স্বপ্ন মুখর
সঙ্গম কামনায়।
মিথ্যেবাদী অহংকারী বিষাক্ত তোমার ঠোঁট
অলিক চুম্বনে প্রিয়া মেটে কি রতির সুখ!!
তোমার দরদমাখা মরদ আমি; তুমিই অভিপ্রায়
জীবন যৌবন সবই বৃথা তোমায় যদি না পাই।
কাশফুলের শুভ্রতায় তুমি যে দুধ সাদা
প্রেমের বৃন্দাবনে কৃষ্ণ আমি তুমি যে মোর রাধা।
এসব ভেবে
নিদ্রাদেবীর কোলে কখন যে যাই চলে
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন সঙ্গমে মোরা সাগর অতলে
তোমার ফুল শয্যা চাইগো সখি মম কামনার অনলে।


ছবি ঃ মেরিন ড্রাইভ থেকে তোলা একটি সবুজ ছবি
উৎসর্গ ঃ তুমি যে অপসরা

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার সাম্প্রতিক লেখা পংক্তিগুলো একই আবর্তে ঘুরপাক খাচ্ছে

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: এই আবর্তে পড়ে আমি কবি হয়েছি....................আরও অনেক কবিতা মাথায় আছে। ;)

২| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

জীবন সাগর বলেছেন: অনেক সুন্দর অনুভূতি শেয়ার করেছেন প্রিয় কবি। অনেক ভালোবাসা, অনেক ব্যাকুলিত অন্তর মন। মুগ্ধতা রইল ভাই কবিতায়
শুভকামনা আপনার জন্য।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । সকল আক্ষেপ জ্বলেপুড়ে চাই হয়ে যাক অনলে !

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমিন ছুম্মা আমিন ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৭

সনেট কবি বলেছেন: অনেক ভাল লেগেছে প্রিয় কবির কবিতা।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৯

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! আহ! সখির অন্তর জোড়ানো সব কথামালায় সাজিয়েছেন অনুভূতি গুলো। অনেক ভালো লাগলো কবিতায় সখির প্রতি গভীরতম ভালোবাসার প্রদর্শন। মুগ্ধতা নিয়ে ফিরছি প্রিয় কবি। অসাধারণ

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি দেরীতে প্রত্তুরে দুঃখিত। আমার কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরও ভাল লেখার। কবিতার সমুদ্রের তীর ঘেষে হাঁটছি ।সমুদ্রের নাগাল যদি পাই মন্দ হবে না ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি ভাবে ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: মিথ্যেবাদী অহংকারী বিষাক্ত তব ঠোঁট

এগুলোর মাধ্যমে তিনি আমাকে রেখেছেন বেধে
এদিক ওদিক তাকালে ঠোঁটতো বিষাক্তই হবে ।

...।

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। মোটামুটি ভাবে ভালথাকবেন। :)

৮| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নীলপরি বলেছেন: বেশ ভালো হয়েছে ।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: বেশ ভাল হয়েছে জেনে বেশ ভাল লাগলো ।

ভালথাকবেন সবসময়। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৮

বজ্রকুমার বলেছেন: লেখক মশাই রুপোলী জোছনা দেখে
মুগ্ধ মম দু’নয়ন
অবাক চেয়ে রয়
দূর আকাশের সীমানায়
আর আমার হতভাগা আঁখি যে আছে শুধু তারই অপেক্ষায়।

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ......প্রতীক্ষিত আঁখি ।

১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: তব/মোরা/মম বাদে বেশ

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দিলাম বাদ দিয়ে তব/মম/মোরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.