নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সাব্বাস মাতৃভূমী! আজকেও কাঁদছে
লয়ে তীব্র ব্যথা বুকে শোকার্ত জনে,
মানবিকতা মরে ছিল হানাদার করে
নয় মাস যুদ্ধের প্রতিদান অনেকে ভাবছে!
ফাসেকী মুনাফেকী আর প্রবঞ্চনা;
রক্তচুষার দল যেন লেহনে রত
সিধাসাধা বাঙালীর হক ভবিষ্যৎ
সারা দেশে এই নিয়ে ব্যর্থ আলোচনা।
লালসবুজ পতাকা এখনো উড়ে
মানুষের হৃদয়ে আশার দীপ জ্বেলে
নদী গুলো পৌঁছে যায় যেমন সাগরে
ফসল ভরা মাঠে তার ভরসা মেলে।
রইলো প্রার্থনা তাই হৃদয় মাঝারে
সিরাজুল হক , এসো কুর্ণিশ তুমারে।
২| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
কোন সিরাজুল হককে কুর্ণিশ করছেন, কেন?
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সিরাজুল হক অর্থ হলো ন্যায়ের সূর্য ।সুশাসনের প্রথম শর্ত ওটাই । এটা কোন নাম মিন করা হয় নি ।যিনি ন্যায়বান প্রশাসক হবেন তাকে কূর্ণিশ ।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
গেম চেঞ্জার বলেছেন: সিরাজুল হক বীর প্রতীকের কথা বললেন নাকি।
কবিতায় +)
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আরে না কবিতা মহান একাত্তর আর স্বাধীনতা দেশের কথা তুলে ধরা হলে সিরাজুল হক শব্দটি ব্যবহার করা হয়েছে সেই বিশেষ নামটি চয়ন করার স্বার্থে । সনেটটি হয়তো আরও মধুর করা যেত।
৪| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সনেট ভালোই লাগলো।
শুভকামনা রইল প্রিয় কবি।
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। আর ধাধার উত্তর ??
৫| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
তপোবণ বলেছেন: 'সালমা' পর্যন্ত বুঝা গেল। এরপর আর উদ্ধার করা গেলনা।
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ঠিকমত এগুচ্ছিলেন ......চেষ্টা করলে পারবেন ।
৬| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধাঁধাঁ বুঝিইনি আমি
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: এবার বুঝা যাবে ।
৭| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সনেট কবি বলেছেন: সনেট যারা লেখেন তারা প্রতি পদ্যে ৮ ও ৬ হিসেবে লিখেন। সে হিসেবে কিছু ত্রুটি রয়েছে।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: একটি বিশেষ দিক ঠিক রাখতে গিয়ে ছাড় দিতে হয়েছে । সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
১ম চার লাইনে আমাদের ভাতিজা সালমান আছে !
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ধরেছেন ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
"সালমান ফারসি"কে তুলে আনতে এমন সনেটটি নিশ্চয়ই ব্যতিক্রম । "সালমান ফারসি" কে অনেক ভালোবাসা । আপনার বাসনা মতো সেও যেন ন্যায়বান হয়ে ওঠে ।
আর এখানে ----" মানুষের হৃদয়ে আশার দী জ্বেলে." দী" র পরের অক্ষরটি বাদ পড়েছে ।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দেয়া হলো ।
শুভকামনায় অনেক কৃতজ্ঞতা ।
ভালথাকবেন সবসময় ্
১০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম +
১১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮
আখেনাটেন বলেছেন: ফসল ভরা মাঠে তার ভরসা মেলে।-- ভাইরে, ফসল ভরা মাঠে কৃষকের আর ভরসা মেলে না। সব ভরসা মধ্যস্বত্তভোগীরা খেয়ে ফেলেছে।
তবে কবিতার দ্রোহ ভালো লেগেছে। কিছু একটাতে ইগনাইট করার চেষ্টাটা বেশ ভালোভাবেই করেছেন।
ধন্যবাদ লেখনির জন্য।
১২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++
১৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: নয় মাস..
রইলো প্রার্থনা...
লাইন দুইটায় মাত্রায় গরমিল মনে হলো (সনেট বলেই বিবেচনা করলাম)
ভালো লিখছেন।
ব্যক্তিগত একটা অব্জার্ভেশন হলো, যারা সনেট লেখে বর্তমানকালে তাদের শব্দপ্রয়োগ সত্তর দশকের। উত্তর আধুনিকতার আঙ্গিকে কাউরে লিখতে দেখি না।
১৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল ।
১৫| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য লেখার গাঁথুনী।
১৬| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহেমদ জি এস ভাই আগেই বলে দিছেন .....
সালমান ফারসি..
২য় স্তবকে ফারসীর ফা টা ফ হয়ে আছে..
ফসল ভরা মাঠে তার ভরসা মেলে।
+++
১৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাইয়া
কিন্তু সনেট হয়নি তো
১৮| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩
মেহেরুন বলেছেন: লালসবুজ পতাকা এখনো উড়ে
মানুষের হৃদয়ে আশার দীপ জ্বেলে
নদী গুলো পৌঁছে যায় যেমন সাগরে
ফসল ভরা মাঠে তার ভরসা মেলে।
রইলো প্রার্থনা তাই হৃদয় মাঝারে
সিরাজুল হক , এসো কুর্ণিশ তুমারে।
ভালো লাগলো ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: এটির বৈশিষ্ট্য এই যে এটির প্রতি লাইনের আদ্য অক্ষর আমার কলিজার টুকরোর নাম বলে দিবে। এটি একটি সনেট প্রচেষ্টা ।