নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসার মূল্য কতো সখি
তোমার বিবেচনায়?
কতো ক্লেশ সহিলে সখি
তোমায় পাওয়া যায়?
কতো সময় করিলে অপচয়
তবো প্রেমের বাঁশি বাজে?
সত্যি করে বলো,
কি চাই তোমার সখি, তোমার ভালোবাসা পেতে?
কোন ফুলটি প্রিয় তোমার প্রেমের নিবেদনে?
কোন গানটি প্রেমিক কন্ঠে শুনতে মধুর লাগে?
কতো গভীর চুম্বন সখি তোমার ওষ্ঠে চাই?
এক কবিতা লিখে তা জানিয়ে দাও আমায়।
তোমার ভালবাসা কি প্রিয়া কেবলই
অর্থ আর ভালো বাসা...
মনের বদল দিলে মন
মিটিবে কি তখন
তোমারে. সঙ্গীর বেশে কাছে— পাওয়ার আশা?
________
উৎসর্গ : শায়মা হক
ছবি: আমি নিজে
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ অনুমান । কেমন হলো ।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গে পরিবর্তন আনা হলো ।
২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কেমন হলো।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল হয়েছে সেলিম ভাই। প্লাস।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগাতে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
কবিতা লেখা শুরু হয়েছে; এতদিন প্রাকটিস চলছিলো
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪০
প্রতিভাবান অলস বলেছেন: ভালো লিখেছেন।
কিন্তু শেষের দুই লাইন গড়মিল লাগলো (আমার কাছে)।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: শকিন্তু শেষের দুই লাইন গড়মিল লাগলো
গড়মিল লাগলেও কবিতা ।
৬| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নাম কি ঠিক আছে।
৭| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
নীলপরি বলেছেন: ভালো লাগা ।
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগা ও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উতসর্গ ভাল হইছে,কবিতাও---
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোবাসা সহযে ধরা দেয়না। তার জন্য কিছু ত্যাগ আর কিছু পরীক্ষা দিতে হয় বৈকি।
কবিতায় +
১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট।অশেষ কৃতজ্ঞতা ।
১০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: পরীক্ষার শেষ কোথায় কে জানে?
১১| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
কিন্তু আসল কবিতার মন্তব্য এখনো পড়ে নি...... হয়ত পড়বে... ততক্ষণ পর্যন্ত গ্যালারিতেতে বসিলুম।
১৭ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: সে তো আসিলো না এখনো হায়
ভালো তো বাসিলো না আমায়
এখন কি আর আছে উপায়.
সে কি তবে আসিবে না হায়
আপন মহিমায়...
আসুক একটু ভালোবাসুক..
আর কিছু না চাই
১২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৬
জাহিদ অনিক বলেছেন:
কবিতা ভাল হয়েছে ।
ভ্রমরের ডানা বলেছেন:
কিন্তু আসল কবিতার মন্তব্য এখনো পড়ে নি...... হয়ত পড়বে... ততক্ষণ পর্যন্ত গ্যালারিতেতে বসিলুম।
আমিও গ্যালারিতে বসলাম
২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন:
গুরু জেমসের সে গান ..আমার খুব প্রিয়। নাগনাগিনীর খেলা সর্পরাজের খেলা....বাংলাদেশের টাইগাররা কেমন যেন নাগিন হয়ে গেল। তাদের ছোবলে ভারত ধরাশায়ী হবে আপাত দৃ্ষ্টিতে তাই মনে হচ্ছে। কি সাংঘাতিক! মুশফিক মাহমুদুল্লাহ....ছোবল তো হবে স্পিন এটাক পেসার মুস্তাফিজও হতে পারেন।ব্যাটসম্যানদের ব্যাটও এখন নাগিনের মত।ভারত পারবেনা।পারবে না।সাফ কথা। বিজয়ের মালা দেখছি সাপের ছোবলে! বিজয় দেখছি বাঘের থাবায়!!
নাগ-নাগিনীর খেলা
ছোবলে তার বিষ মেশা
হারে না হারে না তারা
রক্তে জয়ের নেশা
কঠিন পরিস্থিতিতে
বাংলার টাইগার্স যাবে জিতে
মুশফিক কিংবা রিয়াদ অথবা....
জুড়ি মেলা ভার তাদের
প্রশস্ত কাঁধে দায়িত্ব তুলে নিতে....
পুনশ্চ:
অবশেষে বিজয়ের উল্লাসে কাঁপছে স্বদেশ
দূরন্ত বাঘের থাবায় ভারত হলো শেষ ।.........
গুরু জেমসের সে গান ..আমার খুব প্রিয়। নাগনাগিনীর খেলা সর্পরাজের খেলা....বাংলাদেশের টাইগাররা কেমন যেন নাগিন হয়ে গেল। তাদের ছোবলে ভারত ধরাশায়ী হবে আপাত দৃ্ষ্টিতে তাই মনে হচ্ছে। কি সাংঘাতিক! মুশফিক মাহমুদুল্লাহ....ছোবল তো হবে স্পিন এটাক পেসার মুস্তাফিজও হতে পারেন।ব্যাটসম্যানদের ব্যাটও এখন নাগিনের মত।ভারত পারবেনা।পারবে না।সাফ কথা। বিজয়ের মালা দেখছি সাপের ছোবলে! বিজয় দেখছি বাঘের থাবায়!!
নাগ-নাগিনীর খেলা
ছোবলে তার বিষ মেশা
হারে না হারে না তারা
রক্তে জয়ের নেশা
কঠিন পরিস্থিতিতে
বাংলার টাইগার্স যাবে জিতে
মুশফিক কিংবা রিয়াদ অথবা....
জুড়ি মেলা ভার তাদের
প্রশস্ত কাঁধে দায়িত্ব তুলে নিতে....
পুনশ্চ:
অবশেষে বিজয়ের উল্লাসে কাঁপছে স্বদেশ
দূরন্ত বাঘের থাবায় ভারত হলো শেষ ।.........
১৪| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: সায়মা হক বড় ভাগ্যবান।
ভাল লাগল লেকাটি পড়ে।
শুভেচ্ছা।
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
১৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধুরা এবার করো প্রার্থনা
এখনও আছে সম্ভাবনা
ভালো স্পিন কিংবা পেস
করে দেবে ইনিংস শেষ
ভারতের ব্যাটসম্যানরা
হয়ে যাবে দিশে হারা
ফিল্ডিংয়ে ভালো করতে হবে
তবে ই জিততে পারবে টাইগারেরা।
বাংলার টাইগার,
গর্জে ওঠো এই বার,
মিডল স্টাম্প উপড়ে ফেলো
রান আউট কিং বা বোল্ড
অথবা দর্শনীয় ক্যাচে ...
করবো তার বন্দনা
শিরোপা জিতে আসবে ফিরে
করছি এই প্রার্থনা।
১৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন:
আশু গ্রীষ্মের দাবদাহে প্রচন্ড খরায়
খাবার পানির বড্ড অভাব লাগিবে এই বসুন্ধরায়
বাংলাদেশের উষ্ণতা ৪৫ ডিগ্রী ছাড়িয়ে যাবে
তখন খাবার পানির অভাবে
অনেক পাখি হয়তো মরে যাবে্
এমতাবস্থায় সাহায্যের দু ‘হাত বাড়িয়ে
পাখিদের জীবন আমরা বাঁচাতে পারি;
এমনি করে পাখিদের জীবন বাঁচিয়ে
পাখির কলতান বসন্তের কুহুগান
আমরা সুরক্ষা করতে পারি;
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এমনি করে
খুব সহজে আমরা ভূমিকা রাখতে পারি।
জীবন বাঁচানোর চেয়ে দুই দিনের এই দুনিয়াতে
মহত্তর কাজ কি আর আছে?
সামান্য জল পরিবেশন করে প্রচন্ড এই খরাতে ,
দু’জাহানের অশেষ ফজিলত আমরা অর্জন করতে পারি।
১৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: বুঝলো না কবিতার সখি; এখন কবির চন্দ্র-সূর্য যত বড় দুঃখ তার সমান।।
কবিতা ভাল হয়েছে।।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এক কবিতা লিখে জানিয়ে দাও আমায়
ওখানে কে গন্ডগোল হলো কিনা
কবিতায় উত্তর দিতে বলেছি.....
কবিতা লিখতে সময় নিতে পারে.....
দুঃখতো লাগছে....তর সয়না।
আমি কিন্তু ফেলনা না....নিজের ঢোল পিটাই না
আমরা দুজন সোনায় সোহাগার মতন.....
অথবা পাখির দুই ডানা....
১৮| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ( মন্তব্যের গুলি সহ ) সুন্দর হয়েছে
ডানা মেলে পাখীটি উড়ে আসুক রইল এ কামনা ।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
১৯| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন:
এই হৃদয়ের মাঝখানে একটা গভীর ক্ষত আছে
নাম তার ভালোবাসা;
সে যে থেকে থেকে ক্ষণে ক্ষণে
জেগে ওঠে আনমনে—বুঝি না যে তার ভাষা।
এই ভাবি আরাধনা এই ভাবি মোহমায়া
আরো ভাবি হায় একখানি পদ্মাসন মুর চাই ;
প্রিয়ার অবলা প্রাণে
আবার ভাবি আমাদের দুটি নগ্নদেহ...
বলবো না এই খানে!
তা-ই চাই ।
থেকে থেকে প্রতিক্ষণে প্রিয়ার দু’নয়ন খুঁজি
প্রিয়ংবদার সুচয়ন খুঁজি— তৃষিত দুটি ওষ্ঠ খুঁজি
সেই স্বর্গোদ্যানের দৃশ্য ভেবে তৃষিত দু’নয়ন মুদি।
কি যে ভাবি কেন ভাবি?
ভেবে পাই না কূল,
কিভাবে যে দেবো গুঁজে?
প্রিয়ার খোঁপায় আস্ত গোলাপ ফুল।
আমারা একটা পুষ্প আছে জাগে বসন্তেরই অনুরাগে
সেটিও এবার দেবো গুঁজে প্রিয়ার হিয়ার কুসুম বাগে।
এই হৃদয়ের মাঝখানে একটা গভীর ক্ষত আছে
নাম তার ভালোবাসা;
সে যে থেকে থেকে ক্ষণে ক্ষণে
জেগে ওঠে আনমনে—বুঝি না যে তার ভাষা।
এই ভাবি আরাধনা এই ভাবি মোহমায়া
আরো ভাবি হায় একখানি পদ্মাসন মুর চাই ;
প্রিয়ার অবলা প্রাণে
আবার ভাবি আমাদের দুটি নগ্নদেহ...
বলবো না এই খানে!
তা-ই চাই ।
থেকে থেকে প্রতিক্ষণে প্রিয়ার দু’নয়ন খুঁজি
প্রিয়ংবদার সুচয়ন খুঁজি— তৃষিত দুটি ওষ্ঠ খুঁজি
সেই স্বর্গোদ্যানের দৃশ্য ভেবে তৃষিত দু’নয়ন মুদি।
কি যে ভাবি কেন ভাবি?
ভেবে পাই না কূল,
কিভাবে যে দেবো গুঁজে?
প্রিয়ার খোঁপায় আস্ত গোলাপ ফুল।
আমারা একটা পুষ্প আছে জাগে বসন্তেরই অনুরাগে
সেটিও এবার দেবো গুঁজে প্রিয়ার হিয়ার কুসুম বাগে।
২০| ২২ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কবিতা বরাবরই খুব সুন্দর। বই বের করেছেন কি?
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। কমেন্টে ও পাঠে। হ্যা বের হয়েছ। ২ বছর আগে ।
২১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তোমার ভালবাসা কি প্রিয়া কেবলই
অর্থ আর ভালো বাসা...
ইয়া মাবুদ! ইয়া মাবুদ!
সেলিম আনোয়ার ভাই!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উৎসর্গের ব্যাপারটা বুঝতে পারলাম না। এই বরুণা কি শায়মাপুর দুসরী জুড়ওয়া ব্যাহেন?