নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালোবাসা কি সখি?
ভালোবাসা কি সখি তবে মস্ত বড়ো পাপ?
যেখানে কেবল আনমনে আমরা দু’জনে
ফুলের মতো দু’হাত বড়িয়ে দাঁড়িয়ে নিষ্পাপ।
আমাদের মাঝখানে আজি নেই যেন কোন ফাঁক
আমরা দু’জন নরনারী এবার তা প্রমান হয়ে যাক।
কবি গুরুতো বুঝেননি বুঝবো মুরা কেন?
ন্যায় অন্যায় চুলোয় যাক আমরা এক জেনো ।
আমাদের গায়ে জল জমেছে বর্ষাকালেরই মতো,
বাণের জোয়ারে যাক ভেসে শোকস্মৃতি আছে যতো।
প্রাণের সখি,
আজি খেলিবো প্রাণের খেলা তৃষিতো এ মনে দাও দোলা
ছোট্ট তটিনীর মাঝে থাকে যেন একটি নৌকো-নোঙর তোলা ।
মনে রেখো
মনে রেখো দিতে হয়
দে বে না
এমনটা হবার নয়।
দিনে দিনে হারিয়ে ফেলবে নিয়ন্ত্রণ
নিখাদ ভালোবাসা বহুল প্রতীক্ষার
রুখিবে কে তারে
সাধ্য আছে কার?
একটু একটু করে
আসবে আমার তরে
তোমার চারিপাশ করিবে উপহাস
একদিন গনমিছিল হবে প্রতিটি অঙ্গের
রুদ্ধ দ্বার থাকিতে পারিবে না আর ।
ভালোবাসা স্লু পয়জন
মনের মাঝে ঘুণপোকার ভীষণ দংশন
পরবে খসে অহংবোধের সকল পরিধান
একদিন পৃথিবীর বুক বিদীর্ণ করে
করবে নিণাদ তুমি
তোমার প্রাণের ভালোবাসা—একমাত্র আমি;
সোনা নয় রুপো নয় হীরার চেয়ে দামী ।
স্বাধীনতা দিবস
আজিকের দিন এসছিলো বলে
আমরা আজি স্বাধীন জাতি
স্বাধীনতা দিবস এসেছিলো বলে
প্রিয়া তোমায় মধুর নামে ডাকি।
আমরা যে ভাই বীরের জাতি
প্রমান হলো এই কথাটি
বঞ্চনা আর বৈষম্যের পীড়ণ হলো দূর
তেরো নদী আর সাত সমুদ্দুর।
নতুন একটি মানচিত্র হলো
লালসবুজের পতাকা এলো
সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে
মানবতার এক বিজয় হলো।
আবাল-বৃদ্ধ-বণিতার আত্নদানে
বাংলার মানুষ মুক্তি পেলো।
আর আমাদের দাবায় কে?
সমৃদ্ধির পথে হাঁটবো এবার
অন্যায় সব পদদলিত করে
আমরা এগুবো গণতন্ত্রের ঝান্ডা হাতে
রাজাকার তাবেদার সাবধান হুশিয়ার,
গোলামী নয় আর তাবেদারী করিলে
এই মুহর্তে বাংলা ছাড়।
বাংলার মানুষ মুক্তি চায়
বাংলার মানুষ স্বাধীনতা চায়
একাত্তুরে সেই শ্লোগান—আমরা ভুলি নাই।
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ওমেরা আমিও কমনা ।
নিরন্তর শুভকামনা ।
২| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০
জাহিদ অনিক বলেছেন:
কবিতা ভালো লেগেছে তিনটাই;
এই বেলায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম
শুভেচ্ছা কবি
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: ২৬ শে মার্চ
হে মহান স্বাধীনতা,
এসেছিলে বাংলায়
মানচিত্র খচিতো রক্তে বিরচিত
লাল সবুজের পতাকায়।
সুপ্রিয় স্বাধীনতা!
চেয়েছিলো তোমায়—বাংলার বীরজনতা;
সাড়ে সাতকোটি মানুষের
মিছিলে, সমাবেশে, বক্তৃতায়
কাগজে-কলমে ইথারে—
… স্বাধীনতার ঘোষণায়
ভেসে আসে আমাদের প্রাণের দাবী
চেতনার চিরন্তন শাশ্বত রূপ;
অন্যায়ের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে,
হৃদয়ের মাঝখানে মস্তিষ্কের নিউরণে—একটি শ্লোগান
বাংলার মানুষের অকাট্য অধিকার
বহুল প্রতীক্ষীত স্বাধীনতা, গণতন্ত্রের রক্ত সোপান;
স্বাধীনতা হীনতায় চাহিনা বাঁচিতে
দাসত্ব শৃঙ্খল ফেলেছি ছিড়ে— আকন্ঠ যাচিতে
মহান স্বাধীনতা—তুমি যেন আমার কবিতার খাতা
যতদিন এ দেহে প্রাণ আছে
দেবোনা কোনদিন কাহারেও তা কেড়ে নিতে।
স্বাধীনতা তুমি মহান স্বাধীনতা!!
আমাদের আজিকের ভাগ্যবিধাতা ।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকেও ।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
এখন ১ম কবিতা পড়েছি, উহা ভালো লেগেছে; আপনার লেখা ঠিক আগের মতোই আছে।
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বাকী দুটো কি দোষ করলো ??? উহাও পড়িতে হইবেক ।
৪| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা গুলো খুব সুন্দর হয়েছে সেলিম ভাইয়া।
সবকিছু ঠিক-ঠাক আছে তো !!! মানে আপনি ভালো আছেন তো ??
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কোন সবকিছু । কিছু কিছু ব্যাপার ঠিক আছে বলিতেছি।
আমি আছি ভালো।
পাগলীটা আছে কোথায়
সুস্থ নাকি কোমায়?
৫| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত...
এ কথা যদি সে জানতো.............! -নির্মলেন্দু গুণ.
কবিতা লিখতে থাকুন, আপনার পাগলীও একদিন বুঝবে !!
২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা ।
সোনার ময়না
রুপ দেখাইয়া কোথায় চইলা যায় ।
৬| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: প্রথম এবং ৩য়টি বেশি ভালো লাগল।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৭
নীলপরি বলেছেন: প্রত্যেকটা কবিতাই ভালো লাগলো ।
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন। + + +
২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
৯| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে মহানস্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
১০| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: একের ভেতরে তিন।
চমৎকার কবিতা। আমার শুভেচ্ছা নিন।
২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । আর শুভেচ্ছা নিরন্তর শুভকামনা ।
১১| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: তিনটে একসাথে!
ভালো!
সুন্দর ছিলো!
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭
ওমেরা বলেছেন: কবিতা গুলো সুন্দর!