নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমিও পরখ করতে জানি
আমি রাজা তুমি রানি ...
পৃথিবীর এ জলসা ঘরে
আমাদের প্রেম কাহিনী,
বিরাজ করে কবিতার খাতায়
আমাদের প্রেম সেথা প্রজাপতির মত
কখনো বা উদ্ধত হ্যামারের মতো ।
অবসরে ক্লান্তি যখন
ভর করে, কবিতা আমায় প্রশান্তি দাও
রতির সুখে সেথা যেন স্বর্গবিরচন
... ... ... ...
সে ছিলো আমার প্রস্তাবণা
তুমি বুঝোনি তখন, খুব সাহস করেছিলে
অবিশ্বাসী ঠোঁটে বলেছিলে
কিসের প্রথা? তা বড্ড সেকেলে এখন।
যা হবার এমনি হবে খোপায় যেমন ফুল।
আমার বিশ্বাসী চোখে সরষে ফুল তখন
তবুও দিয়েছি ফুল, বসন্ত বিলাসে,
হাটুগেড়ে সেই বিনয়ী প্রস্তাবনা ফাগুনের আকাশে।
তারপরও বুঝলেনা অথবা বুঝলে
অথৈ সাগর ! নীল আকাশটা খুঁজলে।
তবু প্রেম থেমে থাকেনি
আকাশলীনা, পৃথিবীর সব সত্য মিথ্যে হলেও
আমরা সত্য,
সূর্য ওঠে সূর্য ডুবে
তবু আমাদের ভালোবাসার নেই উদয় অস্ত।
আমরা কপোত কপোতি
সেখানেই স্বর্গসুখ, সেখানেই সৃষ্টির আনন্দ
ওখানে কবিতার সৃষ্টি
আষাঢ়ের বৃষ্টির মতো ঝরে পরে...
এক সমুদ্র জল নেবে কি তুমি?
তাও দিতে পারি, তোমাকে ভালোবাসার জলে আজীবন
ভাসিয়ে দিতে পারি, তোমার ছোট্ট নদী
কার তরে প্রবাহিত হয়? সে কি আমারই নয়!
আমি ছাড়া তুমি বিরাণ ভুমি।
নক্ষত্রের আকাশে তুমি আমার রতির সুখ
আকাশের মত অনন্ত ।
আমিও পরখ করতে জানি
যতোবার আমি রাজা তুমিই রানি
আমাদের বন্ধন চিরন্তন এমনি ।
উৎসর্গ: ঢঙ্গী
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১
ডার্ক ম্যান বলেছেন: সেলিমের আনারকলি আজ অন্য কারো ঘরের রাণী বলে মনে হচ্ছে ।
প্রেমের কবিতায় আপনি বরাবরই রোমান্টিক ।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আমি এখন অন্য ঘরে বসত করি ।
৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
জাহিদ অনিক বলেছেন:
কি পাওয়া গেল কবি পরখ করে ?
পরিস্রাবণে মিলেছে কিছু ?
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: পরখ করে পেলাম তার গাত্র দাহ
এক প্রেমে হাজার সন্দেহ ।
৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: আমার পিকচার দিসো কার পারমিশনে?? এই পোস্ট এখুনি রিপোর্ট করছি!!!
বাড়াবাড়ির সীমা আছে ......
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: তোমার ছবি নিশ্চিত হলাম। ওটা তো ছবি নয় কাট্টাংশ ।
৫| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: এটা কী কোন রম্য কবিতা?
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: জীবনটাই রম্য..নহে বোধগম্য ।
৬| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বন্ধন তো চিরন্তন বুঝলাম কিন্তু আনারকলিটা কে? কবিতা ভাল হয়েছে।
শায়মা বলেছেন: আমার পিকচার দিসো কার পারমিশনে?? এই পোস্ট এখুনি রিপোর্ট করছি!!!
বাড়াবাড়ির সীমা আছে ......
কোন পিকচার তো দেখলাম না?
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: যার পিকচার সে ভীতু লোক। ভয়ে পালিয়ে গেছে। আমার ছবি হলে পালাতো না ।
হেনিসুলেশন !!!!!!!!!
আজ আনন্দের দিন । মজা করার দিন ।
৭| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: + তো পাইনি বেশি ভালো হয়নি ।
৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: উৎসর্গঃ ঢঙ্গী ??? বুঝিনি !!!
ঢঙ্গী < দেশি শব্দ, বিদেশী শব্দ ?
এবার প্লাস দিলাম ।
এখন আমি “সরাসরি কুদ্দুস বয়াতির” গান শুনছি....
অভাগার বাসরে বন্ধু কেন আইলানা
আপনিও শুনেন আশা করি, ভাল লাগবে... সেলিম ভাই।
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধুরে ঠিক এনেছি ।একদিন বুঝবে রাগিয়ে হলেও তাকে কাছে টেনে নিয়েছি। বাড়িতে এনে ভালোবাসা দিয়েছি। েএটা দৃষ্টান্ত হয়ে থাকবে । রাগের মাথায় খারাপ লাগলেও অন্য সময় প্রেমে মরে যেতে ইচ্ছে করবে ।
৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন:
১০| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
এই প্রেম কী তবে নরক থেকে আসে ! জ্বালায়ে পুড়ায়ে দেয় !!
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: জানি না কোত্থেকে আসে...
ফাগুণের আগুনে পুড়িয়ে দেয় এসে,
লুকিয়ে লুকিয়ে করিবে পাঠ
স্বামীর সঙ্গে বধূয়া যেমন আধার মধুর রাত,
আমারো কলম আছে
শক্তি তার মহান বিধাতার ডর কি তার আছে?
কতদিন পারিবে রহিতে দূরে?
হৃদয়টা তার নেই এখন আর তার কাছে।
ক’দিন বাদে কহিবেন সখা সহিতে পারিনা,
লওগো কাছে টেনে, আমার নদী মরুভূমি
ভালোবাসার জল ঢেলে দাও তাতে।
নইলে আমি যাবো মরে, পারবো না দম নিতে
নগ্ন করো প্রিয়ো , শাড়ি গহনা লাগেনা আর ভলো
আমারে সুখি করো, আদর করে বসাও তোমার কোলে।
ওখানেতে যাদুর চাবি আছে,
যাদুর আদর চাই, কথা দিলেম বাসি ভালো —শুধু যে তোমায়।
১১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০
সৈয়দ তাজুল বলেছেন:
প্রিয় কবি, আপনার কবিতা ভাল লেগেছে চরমভাবে।
ভালবাসা জানবেন।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। কবিতা চরমভাবে ভালোলেগেছে জেনে ভালো লাগলে। এটা বাস্তবতা। শতকরা একশো ভাগ খাঁটি
প্রেমকাহিনী। আমি রাজা তিনি রানি ।
১২| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
অবশেষ কবির বিরহের অবসান হলো
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা নিশ্চিত হওয়া গেলো। ধন্যবাদ ।
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
আখেনাটেন বলেছেন: আপনি স্বভাব কবি। কাব্যের সুরলহরীতে বর্ষার বান ডেকে এনেছেন।
১৪| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
এটাই চিরন্তন সত্যি তবে আপনি রাজা সে রানী।