নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ তুমি ব্ড্ড কঠিন পথে চলছো
যেখানে যাও কেবল শোকের ছায়া।
ব্যর্থ মানবজীবন তবে বুঝাতে চাইছো
যেখানে সহজে হয়না যা চাও তারে পাওয়া।
ভালোবাসা অসীম হলেও তা বদ্ধ ঘরের মতন
ঘরের সীমা পার হলে হতে পারে তার পতন;
শেয়ার ব্যবসা তাতে তো এক মহাক্যালেংকারী
নিজের বেলা ষোল আনা প্রেমিকের কোমড়ে বাঁধো দড়ি।
সব ছাড়া যায়, যায়না তারে ছাড়া,
অলিক সন্দেহ মনে ক্ষণিকের ঘৃণা ধরা।
তারপর ভালোবাসা যায় আরও বেড়ে
বেড়ে যায় দ্বাররুদ্ধ অবনীর কড়া নাড়া।
যারে তুমি বাসিয়াছো ভালো সে তোমারই আছে
মিথ্যে সংশয়ে কেবল অবলা মন কষ্ট পেয়েছে।
অবশেষে খোঁপায় খোঁপায় তোমার ফুলেল সমাহার
আনন্দ চিত্তে ওটা নাচের সাজে প্রেমের আবদার।
হ্যা, ভালোবাসা বাস করে সবার উপরে সখি
মাথার খোঁপা উপমা আর ফুলও ঠিক তাই
নদীর দু'কূল আছেগো সোনার ময়না পাখি
আমাদের ভালোবাসার কূল কিনারা নাই।
ছবি: নেট
উৎসর্গ : তুমি
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: এগুলোর নামতো জানি না । আশা করি শোক পাখি না ।
কবিতা পড়তে এসে কেউ একজন বলে দেবে হয়তো। আমি চিনিনা ।
২| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের ভাললাগারও যে কোন কূল কিনারা নাই।
শুভেচ্ছা অনন্ত।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩
শামচুল হক বলেছেন: ছবি কবিতা দু'টোই ভালো লাগল।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ানেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা নিয়ে আপনার ধারণা পুরোপুরি স্বচ্চ নয়: ভালোবাসার মানুষেরা কেহ কাউকে 'দড়ি' দিয়ে বাঁধে না
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ওটাতো উপমা ।
৫| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল সেলিম ভাই।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কুল কিনার হীণ একেবারে উথাল পাতাল ভালবাসা ।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা একেবারে উথালপাথাল ভালোবাসা ।
৭| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
সৈয়দ তাজুল বলেছেন:
কবিতায় উদাহরণ আসলে আলাদা লাগে।
ভালবাসা নিয়ে এতো সুন্দর কবিতা ভাল না লেগে পারে! বিল্কুল চমৎকার হয়েছে।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবে্ন। আর ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।
৮| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবি নেট।
উৎসর্গ: তুমি।
কবিতাটি একটানে পড়ে ফেললাম। শেষের কথায় মনটা ভরে গেল।
শুভেচ্ছা নিন।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এক অসীম ভালোবাসার কবিতা।
১০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো সেলিম ভাই।
১১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:০৯
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার কথাগুলো সুন্দর । ভালো লাগলো । ছবিটাও দারুন লাগলো
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সেলিম ভাই এগুলো কি পাখি??