নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অতপরঃ ঝড় হলো বৃষ্টি হলো
অবশেষে বাতাসে উড়িলো ধূলো
তার সাথে উড়িলো এই মন
একটি কথাই বুকে বাজিতেছে এখন,
এক খানি পত্র লিখিবে কবে?
কেবল আমারে করিয়া প্রেম নিবেদন।
কবে হবো চারচোখ?—
কবে হবো চার পা?—
আমাদের কবে হবে ভালোবাসার কক্ষপথে দৃঢ়পদে পথচলা?
প্রকৃতির বুঝি আর সহে না তর;
চৈত্রের আকাশে তাই বহিছে আজি কালবোশেখি ঝড়;
বোশেখের ঝড়ে কথাছিলো গড়িবো মিলনপ্রহর।
এটাই কি সখি স্রষ্টার ইশারা?
চলো এখনই বাঁধিবো তবে সখা আমাদের বাহুডোর
হয়ে প্রেমে মাতোয়ারা; কথা দাও প্রিয়তমা,
আমিই মরদ তোমার জমিনের উপর।
উৎসর্গ: আকাশলীনা
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কবিতা পাঠে ।
২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: কাটুক তবে প্রতিক্ষার প্রহর!
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল হয়েছে সেলিম ভাই।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: এটা আবার কবে লিখলাম।
৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান, আপনি তো প্রেম নিয়ে কামাল করে দিয়েছেন।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
কিছুতেই দখল মিলছে না?
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: দুঃসাধ্য!!
৬| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০০
রোদ্দূর মিছিল বলেছেন: প্রেমিক মরদ, আকাশলীনা জমিন। হোক না তবে ঝড়-বৃষ্টি। হয়ে যাক আরও এক পশলা।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।
৭| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আকাশলীনা জমিন হলে প্রেমিক মরদ কৃষক হবার কথা। চলুক চাষবাস
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক কৃতজ্ঞতা থাকলো।
৮| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো সবার জন্য।
৯| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:২০
মনিরুল ইসলাম বাবু বলেছেন: বেশ নিবিড় একটা আকুতি ফুটে উঠেছে লেখায় ।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা থাকলো ।
১০| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৯
আমি সাজিদ বলেছেন: আহা ভাইয়া । অনেকদিন পর আপনার কবিতা পড়লাম/