নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভোরের বাতাস লাগছেনা ভালো
শুধু তুমি নেই কাছে,
তাই হতাশার আঁধার— সব ঢেকে আছে।
যেন হৃদাকাশে জমেছে মেঘ আঁধার কালো।
দু'চোখ বেয়ে নামলে অশ্রুধারা
তবেই হবে যেন তার সারা
বেদনার বেনাজল করে প্রশমন
ভারাক্রান্ত মন ।
তারপর হয় শুরু নিত্য দিনের মতন; ব্যস্ত নগর জীবন
কত কাজ আছে ; তবু শত ব্যস্ততার দেয়ালচিরে
আসবে তুমি স্মৃতির ডালি নিয়ে।
আমি যেন নির্জনতার ঘর এভাবেই কাটছে প্রহর অবনীর বুকে
জীবনের অনন্ত ছুটাছুটি লাগেনা ভালো আর।
ভাবি বসে আনমনে আসো যদি এইখানে
শেষ হবে সব শূন্যতার;
ভোরের আলোয় হতাশা হবে দূর
ভালোবাসার বাঁশি হৃদয়ে আসি বাঁজাবে মিলনগানের সুর ।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগা দেখা যায় না ।
২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: কোলাহলময় জীবনের একটু অবসরে, হৃদয়ে বাজুক বাঁশি।
শুভেচ্ছা অনন্ত।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাত্রির অন্দকারে অবৃতি করিয়া লইলাম।
বুঝিলাম, ইহা একখানা পবিত্র কবিতা।
ভাল লাগল সেলিম আনোয়ার ভাই
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: এরকম তিন খানি অকবিতা সকালে লিখেছি!!!!
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ত কী?
ভালই ত লাগল। জনাব।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগার তো কথা না ।।
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন কবি ।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আরেকটা লিখার ইচ্ছা হচ্ছে।
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
নীলপরি বলেছেন: ভালো লেগেছে । ++++
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
* ভাবি বানানটি ঠিক করে দিয়েন।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করা হলো । ভালো থাকবেন সুমন কর শুভকামনা ।
৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
অর্থনীতিবিদ বলেছেন: প্রতিটা কবিতার একটা মেসেজ থাকে। এই কবিতার মেসেজটা কী?
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: এটি কোন কবিতা নয়। এটির ম্যাসেজ হলো শূণ্য প্রেমের অনুপস্থিতি ।
৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: প্রেম এলে কবিদের জন্য খারাপ সংবাদ বটেই । বিরহের কবিতা থেমে যাবে । তখন শুরু হবে হতাশার কবিতা ।
কবিতায় অনেক ভালো লাগা
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে পাঠ অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে ++++
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
হৃদয়গ্রাহী কবিতার চাদরে কবি মানব মনের বিমুর্ত চিত্র এঁকেছেন! শুভকামনা কবি!
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯
সকাল রয় বলেছেন: ভালো লাগলো