নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যে ছিল সবার মধ্যমণি
আছে তার সমালোচনা
সে কল্পলোকে করিতো বিচরণ
কতো মানুষের নয়নমণি
আজ হয়েছেন কার বিরাগভাজন।
অথচ মনে তার নেই কোন পাপ
তবু ললাটে লেখা আছে
বঞ্চিতের অভিশাপ।
চাঁদ কি আর হয় ভালো
গায়ে যে তার দাগ কালো।
আঙ্গুর ফল টক
খেতে না পেরে।
আজ তিল হয়েছে তাল
বালুকণা মহাদেশ,
তাই নিয়ে মেতে আছে
নিন্দুকের সমাবেশ।
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪
তারেক ফাহিম বলেছেন: নিন্দার কাটা যদি না বিধুল গায়, প্রেমের কী স্বাদ আছে বল
আমার এক কলিগ, আমার পেছনে আমার সমালোচনা করতেই আমি সামনে পড়ে যাই, আর সমালোচনার স্থানটি ছিল চা দোকান
উপস্থিত ভক্তা আর শ্রোতা সবাইকে চা খাওয়াইয়ে ধন্যবাদ দিয়ে বললাম আহ আমি কত ধন্য, আমার অনুপস্থিতিতে আপনারা আমাকে একবার হলেও মনে রাখলেন তাই চা খাওয়ালাম হোক তা সমালোচনা।
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার সব কবিতা সত্যি কথা বলে। এমন কবিতা কয়জন লিখতে পেরেছে? কবিতা আজীবন চলবে ........
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
এম ডি মুসা বলেছেন: ভালো বলে কথা কিন্তু
যত ভালো তত নন্দ ঘোষ। ভালো থাকলে
তার একটু মন্দ থাকা, হতে পারে তবে একটা
কথা আজ ভালো কাল নন্দ। ব্যাপার গুলো
কঠিন। আসলে মন্দ না লেখক বলছেন। নিন্দা
আসলে নিন্দা করে। এইটা বাস্তব । সে খারাপ নয়।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এলোমেলো..কি বলতে কি বলা হলো..।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাস্তব কথা কবিতার তুলে আনার জন্য
অনেক অনেক ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় পড়ে ভালো লেগেছে ++
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
কি বলতে চেয়েছেন, আপনি নিজে বুঝতে পেরেছেন?
৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬
সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
কাবিল বলেছেন: ভালো লাগা রইল।