নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যদি চলিগো ভুল পথে
বলে দাও যেতে হবে কোন পথে।
পথ যদি ঠিক হয়ে থাকে
কেন থাকবে না তবে
তুমিও থাকিবে মোর সাথে।
ধরে নিলেম গ্রাম্য আমি
নাগরিক হতে পারছিনে,
তুমি না হয় নগর হলে
সুরম্য প্রাসাদ গড়বো তাতে।
যদি ভাবো আমি ভীষন ডানপিটে।
বকুনি দিয়ে বাধ্য করো রাগবোনাতো
পারবোনা তো অবাধ্য হতে।
আমি না হয় এলোমেলো
পথের ধূলো প্রখর রোদে ভিজি।
একটা ঘর আমার আছে
থাকো যদি তুমি তাতে
বিশুদ্ধ এক প্রেমিক হবো তোমার স্নানে
কথা দিলাম তোমার কাছে।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১
মো: ইমরান হোসেন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগল।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! দারুণ।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭
Sujon Mahmud বলেছেন: এক কথায় অসাধারণ অসাধারণ
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন +++
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাবলীল।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সৈয়দ তাজুল বলেছেন: নিরেট নিস্কাম প্রেমের মতই মনে হচ্ছে।
কবিতা ভাল হয়েছে আনোয়ার ভাই।
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ভুল হোক আর শুদ্ধ হোক আছি কবির সাথে
ছোট কালে শুনেছি কবিরা নাকি থাকে নিশ্পাপ,
তাইতো ছোটকালে আমাদের গ্রাম্য এক
স্বভাব কবির সাথে ভাব জমিয়ে দিন রাত
কাটাতাম একসাথে। তার মত এমন স্বভাব কবি
এখনো আর দেখিনি, যিনি কিনা কথায় কথায়
ছন্দময় কবিতা বলে যেতেন অবলিলায় ।
তাঁর সকল কথাতেই থাকতো ছন্দ । তিনি
আবার ছিলেন নাম করা এক গ্রাম্য কবিরাজ,
তাঁর দেয়া ঔষুধের চেয়ে তাঁর ছন্দময়
শান্তনার কথা শুনে রোগী সুস্থ হয়ে যেত ,
ভুলে যেতো রোগ যন্ত্রনা। সেই প্রিয়
কবি প্রয়াত হয়েছেন দুই যুগ আগে।
এই সুযোগে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা
হল । আপনার প্রতিও রইল শ্রদ্ধা রইল,
এই সুন্দর কবিতাটি পাঠের সময় নিজের
অজান্তে তাঁর কথাটি মানসপটে জেগে
তুলতে সহায়তা করার জন্য ।
শুভেচ্ছা রইল
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: নিস্পাপ না হলে কবিতা আসবে কোত্থেকে ???
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালোবাসা মানুষকে পরিবর্তন করে বা ভালোবাসার জন্য মানুষ পরিবর্তন হয় তার ইঙ্গিত স্পষ্ট। ভালোবাসার জয় হোক।